অভিজিত রায় বিরোধী দলের কর্মী হলে খবরটা মিডিয়ায় যেভাবে আসতো...!
লিখেছেন লিখেছেন সরোজ মেহেদী ০২ মার্চ, ২০১৫, ১২:২৪:১৭ রাত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় নাশকতার চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১
নিজস্ব প্রতিবেদক, bdnews420.com,Prothom Alo
বিএনপি জোটের অবরোধ ও হরতালের মধ্যে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে এক জনের রক্তাক্ত লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে পুলিশ,যাদের মধ্যে একজন আহত নারীও রয়েছেন। তারা ‘নাশকতার চেষ্টাকালে গণপিটুনিতে’ নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে বইমেলার বাইরে টিএসসি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম অভিজিত রায় (৪০)
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ ৪২০ ডটকমকে বলেন, “রাত ৯ টার দিকে ওই দুই জনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক তাদের একজনকে মৃত ঘোষণা করেন। তাদের শরীরে ধারালো অস্রের আঘাতের চিহ্ন ছিল।”
এ ব্যাপারে জানতে চাইলে ওসি মো. সালাহউদ্দিন খান জানান,“কয়েক জনের একটি সন্ত্রাসী দল বইমেলার বাইরে নাশকতার উদ্দেশ্যে আগুন দেওয়ার পরিকল্পনা করেছিল।পরে জনতা তাদের ধাওয়া করে নাশকতাকারীদের মধ্যে দুই জনকে ধরে পিটুনি দেয়।”
গণপিটুনিতে মৃত্যু হলে শরীরে আঘাতের চিহ্ন এলো কীভাবে জানতে চাইলে ওসি বলেন, “জনতার মধ্যে কারও কাছে ধারালো অস্র থাকতে পারে,তারা কুপিয়ে থাকতে পারে। তবে পুলিশ তাদের কোপায়নি।”
বিষয়: বিবিধ
১০০০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন