এ কেমন সময় পার করছি আমরা
লিখেছেন লিখেছেন নানক ০৫ ডিসেম্বর, ২০১৪, ০৭:৪২:৪১ সন্ধ্যা
আমরা দাবী করছি জাতি শিক্ষিত হচ্ছে কিন্তু তার প্রমাণ তো কোথাও দেখছি না। ঘরে-বাইরে সর্বত্রই যেন কি একটা বাজে রকমের বিশৃঙ্খল অবস্থা সদাই দৃশ্যমান। সামান্যতম আদব-কায়দাও যেন বিলুপ্তির পথে। ছোট বেলা বা আরো একটু বড় হয়ে স্কুল-কলেজের ছাত্র যখন ছিলাম, তখন স্যারদের দেখে যে সমীহজনিত ভয় আমাদের মধ্যে দেখা যেত, তা অাজ পুরোপুরিই অদৃশ্য হয়ে গেছে। বাড়ীতে পিতা-মাতা, জ্যেঠু-কাকাদের মুখের উপর মুখ-ঝামটা দিতেও অাজ কেউ লজ্জা বোধ করে না। পড়াশুনা করে যেন বড়দের প্রতি দায়ীত্ববোধ আরো বেশী করে হারিয়ে ফেলেছে। গাদায় গাদায় স্কুল-কলেজের সংখ্যা বাড়ছে। কাড়ি কাড়ি পাশ করা ছেলেগুলো বের হচ্ছে ফি বছর ওসব শিক্ষাঙ্গন থেকে কিন্তু মানুষ হচ্ছে কতটুকু ? আজকাল শিক্ষাঙ্গনগুলো হচ্ছে পয়সা-চোষা বাণিজ্যালয় অার পাশ করা ছেলেগুলো হচ্ছে এক একটা সেমি দানব। কোথায় গিয়ে যে থামবে এই মরণোন্মুখী যাত্রা কে জানে ?
বিষয়: বিবিধ
৮২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন