রোদেলা প্রকাশনী ও একই অভিযোগে অভিযুক্ত সদর প্রকাশনীকে স্থায়ীভবে নিষিদ্ধ করা হোক
লিখেছেন লিখেছেন মোহাম্মদ গোলাম ছাকলাইন ১৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:১০:১২ রাত
ইরানের নিষিদ্ধ ঘোষিত লেখক আলি দস্তির বই কিভাবে বাংলাদেশে প্রকাশ পায়। কতৃপক্ষের এবিষয়টি পূর্বেই দেখা দরকার ছিল। যাই হোক তার পরও এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ধন্যবাদ। এখন রোদেলা প্রকাশনী ও একই অভিযোগে অভিযুক্ত সদর প্রকাশনীকে নিষিদ্ধ ও দোষী রিয়াজ খানের বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারন এ বইটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। এমন শাস্তি দেওয়া হোক যেন ভবিষ্যতে এমন কাজ করার দু:সাহস কেহ না দেখায়। ধর্মীয় কোন ভেদাভেদ আমরা দেখতে চাইনা।
বইটির কিছু বিষয়বস্তু
অমর একুশে গ্রন্থমেলা’ ১৫ উপলক্ষে ‘ইসলামী টাওয়ারের দোতলায় অবস্থিত রোদেলা প্রকাশনী ‘নবী মুহাম্মাদের ২৩ বছর’ নামে একটি অনুবাদ প্রকাশ করে। ওই বইয়ে ইসলামের ধর্মগ্রন্থ কুরআনুল কারিমকে কাল্পনিক আবিষ্কার, কুরআন মুহাম্মাদের জীবনের অভিজ্ঞতার প্রতিফলন, কুরআনের বিধি-বিধানে অসঙ্গতি এবং নবীজী (সা)-এর পবিত্র স্ত্রীদের চরিত্র নিয়ে কালিমা লেপন করা হয়েছে। হযরত মুহামম্মাদ(সা)-এর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি নয় ভূত আসতো বলে অভিযোগ করেছেন ইরানের নিষিদ্ধ ঘোষিত বইয়ের লেখক আলি দস্তি।’ -Click this link
বিষয়: বিবিধ
১২০৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সাহস কোথায় পায় সেটা বুঝতে অসুবিধা হয়না।
এই তকমা কপালে ধারন করা আল্লার মুমিনরাই আজকের পৃথিবীতে সব চেয়ে বড় অপদার্থ এবং গন্ডমূর্খ।
মন্তব্য করতে লগইন করুন