রোদেলা প্রকাশনী ও একই অভিযোগে অভিযুক্ত সদর প্রকাশনীকে স্থায়ীভবে নিষিদ্ধ করা হোক

লিখেছেন লিখেছেন মোহাম্মদ গোলাম ছাকলাইন ১৭ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:১০:১২ রাত



ইরানের নিষিদ্ধ ঘোষিত লেখক আলি দস্তির বই কিভাবে বাংলাদেশে প্রকাশ পায়। কতৃপক্ষের এবিষয়টি পূর্বেই দেখা দরকার ছিল। যাই হোক তার পরও এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ধন্যবাদ। এখন রোদেলা প্রকাশনী ও একই অভিযোগে অভিযুক্ত সদর প্রকাশনীকে নিষিদ্ধ ও দোষী রিয়াজ খানের বিরুদ্ধে আইনুনাগ ব্যবস্থা গ্রহণ করা উচিত। কারন এ বইটি মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। এমন শাস্তি দেওয়া হোক যেন ভবিষ্যতে এমন কাজ করার দু:সাহস কেহ না দেখায়। ধর্মীয় কোন ভেদাভেদ আমরা দেখতে চাইনা।

বইটির কিছু বিষয়বস্তু

অমর একুশে গ্রন্থমেলা’ ১৫ উপলক্ষে ‘ইসলামী টাওয়ারের দোতলায় অবস্থিত রোদেলা প্রকাশনী ‘নবী মুহাম্মাদের ২৩ বছর’ নামে একটি অনুবাদ প্রকাশ করে। ওই বইয়ে ইসলামের ধর্মগ্রন্থ কুরআনুল কারিমকে কাল্পনিক আবিষ্কার, কুরআন মুহাম্মাদের জীবনের অভিজ্ঞতার প্রতিফলন, কুরআনের বিধি-বিধানে অসঙ্গতি এবং নবীজী (সা)-এর পবিত্র স্ত্রীদের চরিত্র নিয়ে কালিমা লেপন করা হয়েছে। হযরত মুহামম্মাদ(সা)-এর কাছে আল্লাহর পক্ষ থেকে ওহি নয় ভূত আসতো বলে অভিযোগ করেছেন ইরানের নিষিদ্ধ ঘোষিত বইয়ের লেখক আলি দস্তি।’ -Click this link

বিষয়: বিবিধ

১২০৫ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304973
১৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এদের পক্ষে নাকি টিএসসিতে মিছিল ও হয়ে গেছে!!
সাহস কোথায় পায় সেটা বুঝতে অসুবিধা হয়না।
১৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:২০
246763
মোহাম্মদ গোলাম ছাকলাইন লিখেছেন : মিছিল হয়ে থাকলে এটা খু্বই দু:খজনক। এরকম মিছিলের জন্য কেন অনুমতি দেওয়া হলো?
304980
১৭ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:০৯
মোতাহারুল ইসলাম লিখেছেন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে কুরানের আয়াত 'একরা বিসমে রাব্বিকা' লেখা ছিল, যেদিন এই মনোগ্রাম থেকে আয়া টি তুলে ফেলা হয়েছে, সেদিন থেকে এ প্রতিষ্ঠান টি ধীরে ধীরে ইসলাম বিদ্বেষী তৈরীর কারখানাতে পরিণত হয়েছে। আজ ইসলামিক স্টাডিজ বিভাগে স্মরসতী পুজা হয়, তারই ধারাবাহিকতায় নবী সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম কে অপমানকারী লেখক এবং প্রকাশনীর পক্ষে টি এস সি তে মিছিল হয়। একদিন এর মনোগ্রামে স্মরসতীর ছবি থাকলেও আশ্চর্য্য হওয়ার থাকবেনা।
১৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:৪৯
246736
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : একরা বিসমে রাব্বিকা

এই তকমা কপালে ধারন করা আল্লার মুমিনরাই আজকের পৃথিবীতে সব চেয়ে বড় অপদার্থ এবং গন্ডমূর্খ।
১৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:২৪
246764
মোহাম্মদ গোলাম ছাকলাইন লিখেছেন : আপনার আশংকা যেন কোন দিন সত্য না হয় ভাই।
305008
১৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:৫৭
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : আপনার নবী মোহাম্মদ কি দুধে ধোয়া তুলসী নাকি? মরার বয়সে এই নষ্ট নবী আল্লা/বিল্লা বাদ দিয়ে বিয়ে, সাদি, হাঙ্গা, যৌনতা, দাসী ধর্ষন, বিয়ের নামে শিশু বালিকা ধর্ষন......... কোন কিছুই বাদ রাখেন্নি।
১৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৩২
246766
মোহাম্মদ গোলাম ছাকলাইন লিখেছেন : হটাত করে বাংলাদেশে মূর্খ ইসলাম বিদ্বেষিদের উপদ্রব বেড়ে গেছে মনে হয়!

১৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৪০
246768
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : আল্লার মুমিনরাই আজকের পৃথিবীতে সব চেয়ে বড় অপদার্থ এবং গন্ডমূর্খ। নাকি ভুল বল্লাম?
305021
১৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৬:২৪
শেখের পোলা লিখেছেন : আওয়ামী জামানায় এ সবই সম্ভব৷
১৮ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৩৪
246767
মোহাম্মদ গোলাম ছাকলাইন লিখেছেন : ইসলাম বিদ্বেষি কোন কিছুই বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের জনগনের জন্য মঙ্গলজনক নয়।
১৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৪৫
246838
শেখের পোলা লিখেছেন : পুরা প্রশাসণ, তার কর্মকর্তা, কর্মচারী, আইন কানুন সবই ইসলাম বিদ্বেষী, তা নীরবে হজম করে চলেছি৷ কারণ আমরা স্বাধিনতা এনেছি৷
305127
১৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:৩৩
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : বিশ্ব কুলাঙ্গার এই ব্যক্তি ফাঁসি হওয়া চাই
১০ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:০৭
249284
মোহাম্মদ গোলাম ছাকলাইন লিখেছেন : বিশ্ব কুলাঙ্গারদের সর্বোচ্চ শাস্তিই হওয়া উচিত। ধন্যবাদ ভাই এম আবদুল্লাহ ভূঁইয়া ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File