বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পৃথীবির মধ্যে সেরা!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ গোলাম ছাকলাইন ৩১ ডিসেম্বর, ২০১৪, ০৭:১৬:১৮ সন্ধ্যা



আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা পৃথীবির মধ্যে সেরা। কারন যে হারে GPA-5 বা A+ পাচ্ছে তাতে মনে হচ্ছে কয়েকবছরের মধ্যে বাংলাদেশ পৃথীবির ১ নং শিক্ষিত রাষ্ট্রে পরিনত হবে! বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ইউরোপ আমেরিকা সহ সকল উন্নত রাষ্ট্র অনুসরন ও অনুকরন করবে!

আসলেই কি এভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার কোন উন্নতি হচ্ছে?

একজন GPA-5 পাওয়া ছাত্রীর পিতার মন্তব্য শুনুন " খারাপ পরীক্ষা দিয়েও নিজের মেয়ে এ-প্লাস পাওয়ায় ক্ষেপেছেন ফাহিমুল হক। তার মেয়ে বি বা সি গ্রেড পাওয়ার কথা, কিন্তু পেয়েছে “এ প্লাস”। ফাহিমুল হক নিজেও একজন শিক্ষক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক। তাই মেয়ের নম্বর বাড়িয়ে দেয়া হয়েছে মর্মে ‘শতভাগ নিশ্চিত’ এই অভিভাবক বলেন, এই ইনফ্ল্যাটেড এ-প্লাস বিস্ফোরণ বন্ধ হওয়া দরকার। এটা শিশুদের রেজাল্ট সম্পর্কে ভুল ধারণা দিচ্ছে। প্রশ্নফাঁসের কথা আলাদা করে বলার প্রশ্নই আসে না। আর পিএসসির মতো শিশুহত্যাকারী পাবলিক এক্সাম আজকেই উঠিয়ে দেয়া দরকার। শিক্ষানীতির বহির্ভূত পিএসসি এক্সাম চালু করেছে যারা, তারা 'সিরিয়াল চাইল্ড কিলার'। "

এই যখন আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা তখন আমরা কি ভাল কিছু আশা করতে পারি আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছ থেকে? আমরা কথায় কথায় মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি। কিন্তু শিক্ষা ব্যবস্থা ধ্বংশ করে মুক্তিযুদ্ধের চেতনা বাচিঁয়ে রাখা যায় না । বরং সেই মুক্তিযুদ্ধের চেতনাকেও ধ্বংশ করা হয়।

এত গেল ফলাফলের কথা। এই ফলাফলের আগে যখন পরিক্ষা হয়েছিল তখন প্রশ্নপত্র ফাঁসেরকথাও পত্রিকা মারফত শুনেছি। এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কোনদিনও আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমরা প্রতিযোগিতা করে টিকতে পারবোনা। তাই সবার কাছে অনুরোধ আমাদের শিক্ষা ব্যবস্থাকে বাচাঁন। নইলে ভবিষ্যত প্রজন্মের কবর এখনি রচিত হবে।

২০১৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পেয়ে শা্ওন যেভাবে আত্মহত্যা করল-Click this link

বিষয়: বিবিধ

১২৬৭ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298354
৩১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
মোতাহারুল ইসলাম লিখেছেন : সত্যজিত রায়ের হীরক রাজার দেশে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করেই জনগণের মগজ ধোলাই এর প্রোজেক্ট হাতে নেয়া হয়।

" যে যত বেশী পড়ে, তত বেশী জানে, তত কম মানে। "
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:০৩
241565
মোহাম্মদ গোলাম ছাকলাইন লিখেছেন : সত্যজিত রায়ের হীরক রাজার দেশে শিক্ষা ব্যাবস্থা ধ্বংস করেই জনগণের মগজ ধোলাই এর প্রোজেক্ট হাতে নেয়া হয়।- সেই পথেই আমাদের শিক্ষা ব্যবস্থা। সময় থাকতে ব্যবস্থা না নিলে জাতি হিসাবে আমাদের দুর্দিন অতিনিকটে।
298357
৩১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : চমক লাগানো ফলাফল নয়, তাতে সরকারের
সাফল্য ফুটে উঠতে পারে কিন্তু শিক্ষার সঠিক মান নিশ্চিত হয়না, যার প্রমাণ আমরা পেয়েছি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায়।
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:০৯
241566
মোহাম্মদ গোলাম ছাকলাইন লিখেছেন : সত্য বলেছেন ভাই এ+ এর মান যে কত তা এবছর (২০১৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিষয়ের ভর্তি পরীক্ষার ফলাফল তার প্রমান।

ঢাবিতে ইংরেজী বিভাগে ভর্তির যোগ্য মাত্র ২ জন-দৈনিক জনকন্ঠ (http://oldsite.dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2014-09-25&ni=186721)
298359
৩১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৯
প্রবাসী মজুমদার লিখেছেন : সস্তা বাহবা পাওয়ার জন্য রাষ্ট্রকে এভাবে ক্ষতির দিকে এগিয়ে দেয়ার অপপ্রচেষ্টা যেন আমাদের সন্তানদের ধ্বংস করে দেয়া।্এ ধরণের শিক্ষামন্ত্রী আমাদের প্রয়োজন নেই। ছি। সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধব্ংসের দিকে নিয়ে যাচ্ছ্্ এভাবে জাতির মেরুদন্ডকে ভেং্গে দেয়ার নামান্তর।
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৪
241567
মোহাম্মদ গোলাম ছাকলাইন লিখেছেন : বাংলাদেশের নোংরা রাজনীতির সস্তা বাহবা পাবার জন্য শিশুদের মেধা ধ্বংশ করা খুবই কষ্টের বিষয়। তাই মাঝে মাঝে মনে হয় "বাংলাদেশ যদি রাজনীতি মুক্ত হতো"?
298415
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৪০
হতভাগা লিখেছেন : এমনই শিক্ষা ব্যবস্থা যে পরীক্ষা না দিয়েও পোলাপাইন জিপিএ ৫ পেয়ে যায় ।
০১ জানুয়ারি ২০১৫ সকাল ১০:১১
241648
মোহাম্মদ গোলাম ছাকলাইন লিখেছেন : ভাই হতভাগা, পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পাওয়া আর পরীক্ষা না দিয়ে জিপিএ ৫ পাওয়ার মধ্যে খুব বেশী পার্থক্য নেই বর্তমান শিক্ষা ব্যবস্থায়। থুবই দু:খজনক জাতির জন্য এ শিক্ষা ব্যবস্থা।
298421
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ১১:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তাও ভাল পরিক্ষা দিয়ে পেয়েছে না দিয়ে পাওয়া ও সম্ভব।
০১ জানুয়ারি ২০১৫ সকাল ১০:১৩
241649
মোহাম্মদ গোলাম ছাকলাইন লিখেছেন : রিদওয়ান কবির সবুজ ভাই, পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পাওয়া আর পরীক্ষা না দিয়ে জিপিএ ৫ পাওয়ার মধ্যে খুব বেশী পার্থক্য নেই বর্তমান শিক্ষা ব্যবস্থায়। Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File