বই মেলাকে কেন্দ্র করে আবার শাহবাগী প্রজনন চত্বর
লিখেছেন লিখেছেন তুষার শুভ্র ২৮ জানুয়ারি, ২০১৫, ০২:৫৪:১৬ দুপুর
কয়েকদিন আগেই এক ছোট ভাই মামুন বলছিল ভাই দেইখেন আর কয়েকদিন পর অর্থাৎ ফেব্রুয়ারী মাসে গণজাগরণ মঞ্চের ভন্ডামী বসে যাবে। কেমনে বুঝলা জিজ্ঞেস করতেই বলল- বইমেলায় আগতদের তাদের লোক বলে প্রচার করে বলবে দেশের মানুষের মধ্যে আজ গণজোয়ার উঠেছে কামরুজ্জামানের ফাঁসির দাবিতে। টিভির স্ক্রলে দেখতে পেলাম আগামী ৫ ফেব্রুয়ারী থেকে গণজাগরণের গণঅবস্থান কর্মসূচীর সংবাদ। ছোট ভাইটি বলল ভাই দেখেন আমার কথা সত্যি হল।। আমিও বললাম ঠিকতো! তুমি তো দেখি একদম জ্যোতিসী হয়ে গেলে!
প্রতি বছর ফেব্রুয়ারী ১ তারিখ থেকে শুরু হয় বাংলাদেশের বইপ্রেমী মানুষের প্রাণের বইমেলা। যেখানে শুধু বইপ্রেমী মানুষের আনাগোনা। গত বছর থেকে এই সুন্দর পরিচ্ছন্ন মেলাটিকে রাজনৈতিক দুর্গন্ধযুক্ত করছে একটি মহল। তা হল ইমরান এইডস এর গণজাগরন মঞ্চ!! সারা বছর যে আন্দোলন হালে পানি পায় না, অনেক চিল্লা-পাল্লা করে ৫০ জন মানুষ একজোট করতে পারে না সে আন্দোলন বইমেলাতে আগত বইপ্রেমী দর্শনাথীদেরকে পুজি করে হলুদ মিডিয়ার মাধ্যমে টাকা-পয়সা, নারী, ভোগবিলাস, বিরানী, জৈবিক চাহিদা থেকে শুরু করে রাজনৈতিক উদ্দেশ্য পর্যন্ত হাসিল করার চেষ্টা করছে। তারা বইমেলার বইপ্রেমীদেরকে মিডিয়ার মাধ্যমে প্রচার করে বোঝাতে চায় যে দেশের অধিকাংশ মানুষ তাদের পক্ষে। কিন্তু তাদেরকে বলব এক গোলাম আজম এর জানাযায় যে পরিমান লোক জমায়েত হয়েছিল সারা মাসের বইমেলার সমস্ত পক্ষ-নিরপেক্ষ দর্শনার্থীদের মিলিয়ে এত লোক জমায়েত করতে পারবে না।। অন্যান্যদের কথা আর নাইবা বললাম।।
বিষয়: বিবিধ
১০৪৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন