আপনার সন্তানের সেক্স এডুকেশন ঠিকমতো হচ্ছে তো?

লিখেছেন লিখেছেন দিল মোহাম্মদ মামুন ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:১৪:০২ রাত



বইটির নাম ‘নিজেকে জানো’ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে প্রজনন স্বাস্থ্যবিষয়ক এ বই বিতরণ করেছে।

বইটিতে ‘শারীরিক ও মানসিক পরিবর্তন’ অধ্যায়ে লেখা হয়েছে, যখন একটি মেয়ে ১০-১২ বছর বয়সে পৌঁছে তখন তার

শারীরিক পরিবর্তন শুরু হয়। যেমন, উচ্চতা বাড়ে, মাসিক শুরু হয়, স্তন বড় হয়, বগলে ও … চুল বা লোম গজায়। এ বয়সে ছেলেদের শরীরের শুক্রাণুযুক্ত রস মাঝে মাঝে মূত্রনালী দিয়ে বের হয়ে আসে, যাকে …বলা হয়।

বইটির ‘বন্ধুত্ব ও ভালবাসা’ শীর্ষক অধ্যায়ে একটি শিরোনাম হলো ‘প্রেম করলে কেন ছেলেমেয়েরা ধরাধরি করে?’ এখানে লেখা হয়েছে প্রেম এমন একটি সম্পর্ক যেখানে প্রেমিক প্রেমিকা দু’জনের প্রতি প্রচণ্ড আকর্ষণ অনুভব করে, এ অনুভব হতেই তারা পরস্পরের খুব কাছাকাছি পেতে চায় এবং এ কারণেই অনেক সময় তারা পরস্পরকে স্পর্শ করে।

এ অধ্যায়ে আরেকটি শিরোনাম হলো, ‘পরিস্থিতির চাপে যদি দৈহিক মিলনের সম্ভাবনা দেখা দেয় তবে আমি সে অবস্থায় কী করবো?’পরিচয়ের একপর্যায়ে দৈহিন সম্পর্ক গড়ে উঠতে পারে। যদি দৈহিক সম্পর্ক হওয়ার সম্ভাবনা থাকে তবে গর্ভধারণ থেকে

নিরাপদ থাকার জন্য কোনো অস্থায়ী পদ্ধতি ব্যবহার করা জরুরি। এরপরও যদি কোনো সমস্যা হয় তবে উপদেশের জন্য তুমি কাছের কোনো ক্লিনিকে যেতে পারো। (বইটির শেষে বিভিন্ন এনজিও পরিচালিত বেশ কয়েকটি ক্লিনিক/সেবা সংস্থার তালিকা দেয়া রয়েছে এ সংক্রান্ত সেবা গ্রহণের জন্য)

এ অধ্যায়ে একটি শিরোনাম হলো ‘সতী পর্দা কি জানতে চাই?’ এ বিষয়ে যে বিবরণ বইটিতে দেয়া হয়েছে তা প্রকাশযোগ্য নয়।

এ অধ্যায়ে আরেকটি শিরোনাম হলো ‘প্রথম মিলনে কি সব মহিলার রক্ত পড়বে? এ বিষয়ে যে বিবরণ বইটিতে দেয়া হয়েছে তা প্রকাশযোগ্য নয়।

দৈহিক সম্পর্ক অধ্যায়ে আরেকটি শিরোনাম হলো ‘মায়ের পেট থেকে কিভাবে বাচ্চা বের হয়ে আসে ?’

এখানে সন্তান প্রসবের যে বিবরণ দেয়া হয়েছে তাও প্রকাশযোগ্য নয়। ‘বাচ্চা কিভাবে হয়?’ শিরোনামে লেখা হয়েছে কিভাবে মায়ের গর্ভে সন্তান আসে তার বর্ণনা।

দৈহিক মিলন অধ্যায়ের আরেকটি শিরোনাম হলো ‘অনেকের সাথে দৈহিক সম্পর্ক গড়ে উঠলে তা ক্ষতিকর। এরকম হলে কিভাবে নিরাপদ থাকা যায়?’ এখানেও লেখা হয়েছে অনেকের সাথে দৈহিক সম্পর্ক থাকলে কনডম ব্যবহার খুবই জরুরি।

বইটিতে যৌনমিলন অধ্যায় আলোচনার আগে কিভাবে বয়স বাড়ার সাথে সাথে ছেলেমেয়েরা পরস্পরের প্রতি আকর্ষণ বোধ করে, সে আকর্ষণ এবং ভালোলাগা প্রকাশের উপায় কী সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এ ছাড়া যৌন অনুভূতি প্রকাশের বিভিন্ন উপায় নিয়েও আলোচনা করা হয়েছে। বইটির পেছনে লেখা রয়েছে মহিলা ও শিশুবিষযক মন্ত্রণালয়।

আজ থেকে ৭/৮ বছর আগের কথা একটু ভাবুন, তখন পাঠ্যপুস্তকে এই বইটা ছিল না। আমরা এই বইটি পড়িনি, তাই বলে কি পরিণত বয়সে আমরা ঐ বিষয়ের কিছুই জানি না? কোমলমতি শিশুদের এগুলো শিখানো কি এতটাই জরুরী !! আপনি আপনার সন্তানকে সাইকেল চালানো শিখিয়ে যদি সাইকেল কিনে না দেন তাহলে আপনার সন্তান কি করবে? হয়তো ক্লাসমেট যাদের সাইকেল আছে অথবা পাড়ার মধ্যে যাদের সাইকেল আছে তা কিছু সময়ের জন্য হলেও চালানোর চেষ্টা করবে তাই না? আপনি আপনার সন্তনকে ইভটিজিং থেকে বিরত থাকার জন্য বলবেন কিন্তু আপনার সন্তানকে বিদ্যালয়ে কি শিখাচ্ছে তাও আপনার জানা দরকার। অভিভাবকদের সময় থাকতে প্রতিবাদী হওয়া উচিত, কারণ আপনার নিরবতাই আপনার সন্মতি। সরকার ইভটিজিং এর জন্য কঠোর আইন করতেছে অথচ কোমলমতি শিশুদের সযত্নে কিভাবে ইভটিজিং করতে হয় তা শিখাচ্ছে !

বিরোধীতা নয়, নিজের ছেলে-মেয়ে অথবা ছোট ভাই-বোনের কথা মাথায় রেখে একটু ভাবুন, আমাদের কে কোনদিকে নিয়ে যাওয়া হচ্ছে???

বিষয়: বিবিধ

৪১০৫ বার পঠিত, ৪২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360452
২৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:২৯
আবু জান্নাত লিখেছেন : সত্যিই ভাবনার বিষয় Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming Day Dreaming
বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে কোন ভালো মানুষ তৈরী হচ্ছে না, বেশির ভাগই বখাটে ও ইভটিজার তৈরী হচ্ছে। ধন্যবাদ
২৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:১৭
298730
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মুহতারাম শরিফ ভাই
360458
২৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:৫৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : বিষয়গুলো জানা দরকার তবে এরকম খোলাখুলিভাবে না বলাই ভালো।
২৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:১৯
298731
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই, আমাদের সময়তো বিষয়টাও ছিল না, এটা কি খারাপ কাজে উৎসাহ দিচ্ছে না??
ধন্যবাদ আপনাকে
360461
২৫ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১১:০২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:১৯
298732
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আপনাকেও ধন্যবাদ কষ্ট করে পড়ার জন্য
360468
২৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০১:২৮
আয়নাশাহ লিখেছেন : বিষয়টা জানার দরকার ছিল। জানানোর জন্য ধন্যবাদ।
২৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:২০
298733
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই যখন টিউশনি তে ছাত্র-ছাত্রীদের পড়াতে যাই তখন খুব লজ্জা লাগে।
ধন্যবাদ আপনাকে
360469
২৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০২:৪২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।

পাশ্চাত্যের অনুকরণ ভালভাবেই হচ্ছে বোঝা যাচ্ছে।


এই জেনারশনের কাছে কি ভালো কিছু আশা করা যাবে?
২৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:৩২
298738
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ওয়াইলাইকুম সালাম, আপু কেমন আছেন?
যখন টিউশনি তে ছাত্র ছাত্রীরা বইটা আমাকে পড়াতে বলে তখন আমার বিবেকে বাধা দেয়। আমি কিভাবে এগুলো পড়াবো? খুব কষ্ট লাগে যখন দেখি অভিভাবকেরাও নিরব!অভিভাকদের কি কোন ভুমিকা নেই? ধন্যবাদ আপনাকে।
360473
২৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৪:১৫
আনিসুর রহমান লিখেছেন : Thanks for your post. This is not really sex education. Actually in name of sex education they try to teach our kids FUCK Education. So that they can
get available girl for their entertainment.
২৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:৩৩
298739
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : You are correct dear brother Anisur Rahman. Thank you so much for your nice comments.
360475
২৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৫:৫২
শেখের পোলা লিখেছেন : মুক্তিযুদ্ধের এজেণ্ডা কি ছিল আমার জানা নাই৷ অর্থাৎ কোন কোন বিষয় আমাদেের বঞ্চিত হতে হত,যার জন্য তিরিশ লাখ জীবন দিল৷ কয়েক হাজার ইজ্জত দিল৷তা আদায় করার লক্ষ্যে আমরা স্বাধীন হলাম৷ যদি তাতে এসব বিষয় থেকে থাকে, আর প্রতিবাদ করি, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলায় ফাঁসীও হতে পারে৷অতএব সাবধান৷
২৬ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:৩৫
298740
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাই যখন কোন ছাত্রী ধর্ষিত হয় তখন দেখি অভিভাবক শুদ্ধ সবাই প্রতিবাদে রাস্তায় নেমে আসে, কিন্তু পাঠ্য পুস্তকে যৌন শিক্ষার বিরুদ্ধে কেউ রাস্তায় নামেনা!!!
ধন্যবাদ আপনাকে।
২৯ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৪৭
299022
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম ভাই মনে হয় আগামি দিনগুলো পরিমলদেরই হবে, আর বাংলার নামধারী ৯০% মুসলিম ওদের হাতেই জিম্মি থাকবে।
ধন্যবাদ আপনাকে
360483
২৬ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:০২
বিবর্ন সন্ধা লিখেছেন : Assalamu alaykum

টিভি তে একটা এড দেখায় ,
" নাথিং টু হাইড "
মনে হয় পৃথিবী এখন সেই পথে ই চলছে …
আপনি , আমি যদি পিছিয়ে থাকি ,
তবে ছাগু উপাধি পেতে হবে যে… Crying

উদের উদ্দেশ্য হল ,
মিষ্টির বাটি খুলা থাকবে কিন্তু কেউ খেতে তো পারবে ই না এমন কি চেয়ে দেখেলে ও জরিমানায় পড়তে হবে …
আমাদের সন্তান অই ক্লাস পর্যন্ত পড়তে পরতে আরো কত কিছু জানি দেখেতে হয় , আল্লাহ ই ভালো জানেন Good Luck
২৬ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:১০
298741
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ওয়াইলাইকুম সালাম,জানিনা আগামি প্রজন্মের মধ্যে লজ্জাবোধ থাকবে, নাকি লজ্জাবোধ শব্দটা যাদুঘরে থাকবে।
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য
২৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১১
298764
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাই যখন থিউরিক্যাল ক্লাস হয় এবং মুখিখ পরীক্ষা হয়, তখন ছাত্র-শিক্ষক ও অভিভাবকেরাও খুব উপভোগ করে। কিন্তু যখন পরিমল বাবু প্যাক্টিক্যাল ক্লাস নেন তখন ছাত্র, শিক্ষক ও অভিভাবকেরা রাস্তায় নেমে আন্দোলন করেন!
ধন্যবাদ আপনাকে।
২৯ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:৫২
298994
হতভাগা লিখেছেন : পরিমলেরা ছোট খাট টিচার, এরা কি সিস্টেম চালু হয়ে গেলে কলকে পাবে ?
360487
২৬ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৪৬
হতভাগা লিখেছেন : এই সাবজেক্টে কি শুধু লিখিত পরীক্ষাই হয় নাকি ব্যবহারিক পরীক্ষাও আছে ?

আর সেক্সের বিষয়টি যেহেতু জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত , তাই বাঁচতে হলে এ ব্যাপারে জানতে হবে
২৬ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৪৬
298762
শেখের পোলা লিখেছেন : এক সময় দুই বাংলা মিলে সাত কোটি ছিল৷ স্বাধীনতার সময় পূর্ব পাকিস্তানে বা আজকের বাংলাদেশেই সাড়ে সাত কোটি হল৷ এ বই পাঠ্যপুস্তক হওয়ার আগেই ষোল কোটি হল৷ এ সব না জেনে কি ভাবে সম্ভব হল? তবেকি জানা ওয়ালরা বানিয়ে দিয়ে গেল? পরে আবার হয়ত প্রাক্টিক্যাল করে দেখাবার জন্য দাবী উঠবে আর পরিমলেদের নিয়োগ দেওয়া হবে৷ কি বলেন?
২৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১১
298763
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাই যখন থিউরিক্যাল ক্লাস হয় এবং মুখিখ পরীক্ষা হয়, তখন ছাত্র-শিক্ষক ও অভিভাবকেরাও খুব উপভোগ করে। কিন্তু যখন পরিমল বাবু প্যাক্টিক্যাল ক্লাস নেন তখন ছাত্র, শিক্ষক ও অভিভাবকেরা রাস্তায় নেমে আন্দোলন করেন!
ধন্যবাদ আপনাকে।
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:২৫
298878
হতভাগা লিখেছেন : ব্যবহারিক পরীক্ষা কি দৈনন্দিন ক্লাসের (পদার্থ বিজ্ঞান , রসায়ন , জীব বিজ্ঞান) মত সারা বছর ব্যাপী হবে নাকি শুধু পরীক্ষার সময়ে হবে?
২৮ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:২৫
298879
হতভাগা লিখেছেন : ব্যবহারিক পরীক্ষা কি দৈনন্দিন ক্লাসের (পদার্থ বিজ্ঞান , রসায়ন , জীব বিজ্ঞান) মত সারা বছর ব্যাপী হবে নাকি শুধু পরীক্ষার সময়ে হবে?
২৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:৩০
298896
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : "ব্যবহারিক পরীক্ষা কি দৈনন্দিন ক্লাসের (পদার্থ বিজ্ঞান , রসায়ন , জীব বিজ্ঞান) মত সারা বছর ব্যাপী হবে নাকি শুধু পরীক্ষার সময়ে হবে?" হা হা হা হা, হতভাগা ভাইয়া, আপনার কথায় হাসি থামিয়ে রাখতেও পারতেছিনা.....এটা পরিমলদের জিগ্গেস করলে হয়তো ভালো কোন যুক্তিসংগত উত্তর পাওয়া যেতে পারে, ধন্যবাদ আপনাকে
১০
360495
২৬ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:১১
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাই যখন থিউরিক্যাল ক্লাস হয় এবং মুখিখ পরীক্ষা হয়, তখন ছাত্র-শিক্ষক ও অভিভাবকেরাও খুব উপভোগ করে। কিন্তু যখন পরিমল বাবু প্যাক্টিক্যাল ক্লাস নেন তখন ছাত্র, শিক্ষক ও অভিভাবকেরা রাস্তায় নেমে আন্দোলন করেন!
ধন্যবাদ আপনাকে।
১১
360497
২৬ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:২১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ ভাইয়া।

আপনার মূল্যবান লিখায় শিক্ষা ব্যবস্থার ভয়ংকর চিত্র ফুটে উঠেছে। পড়ে সত্যিই বিস্মিত হয়েছি!
এর খেসারত মারাত্মকভাবে এই জাতিকে একদিন পরিশোধ করতে হবে।

অভিভাবকগণ পরিমলদের বিরুদ্ধে পথে নামলেও কুরুচিপূর্ণ এসব সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে টু শব্দটি পর্যন্ত করে না! এটাই পরিতাপের বিষয়!

ইচ্ছাকৃতভাবেই একটি গোষ্ঠী আমাদেরকে বিপথগামী করছে।

এখনই সময় তীব্র প্রতিবাদ গড়ে তোলার।

মূল্যবান সুন্দর লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
২৬ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৫:৫৪
298752
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ওয়াইলাইকুম সালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আপু আমি বুঝতেছিনা অভিভাবকেরা কেন না বুঝার ভান করে আছে? কেন তারা প্রতিবাদ করতেছেনা? তাদের এই নিরবতা কি সন্মতির লক্ষণ নয়? একজন টিউটর হিসেবে যখন পড়াতে যাই তখন নিজের কাছেই লজ্জা লাগে।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
২৬ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:০৪
298753
সন্ধাতারা লিখেছেন : আপনার মত আমিও অবাক ভাই! মনে হয় ওনাদের বোধ বিবেচনা নাই।

সর্বনাশা পরিণতিতে না পৌঁছানো পর্যন্ত ওনারা বোবার অভিনয় চালিয়ে যাবেন।

সুশীল সমাজের বড় বড় কর্তাব্যত্তিরাও কী এখন ঘুমিয়ে আছেন!!

এটাই আমাদের দুর্ভাগ্য!
২৬ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:১৩
298754
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : খুব খুব দুঃখজনক, জানিনা এই জাতির কপালে কি আছে। ধন্যবাদ আপনাকে
২৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৯:২৫
298773
আফরা লিখেছেন : আমি বুঝতেছিনা অভিভাবকেরা কেন না বুঝার ভান করে আছে? কেন তারা প্রতিবাদ করতেছেনা ?

কারন অভিবাবকদের মধ্যে তিন গ্রপ আছে ১ম গ্রপ হল অশিক্ষিত বাবা, মা এরা কিছু এ সব কিছু বুঝে না , এসব নিয়ে মাথাও ঘামায় না ।মনে হয় এই গ্রপটাই সব চেয়ে বড় ।

২য় গ্রপ : এরা বুঝে এটা ভুল কিন্তু এরা সংখ্যায় কম তাই প্রতিবাদ করে না ।

৩য় গ্রপ : এরা মনে করে এটা ঠিক ই আছে এটার তাদের সন্তানদের প্রয়োজন । তাই প্রতিবাদের প্রশ্নই আসে না ।

২য় গ্রপের দায়িত্ব হল প্রথম গ্রপকে বুঝানো এটা তাদের ভবিষ্যত প্রজন্মকে ধ্বংস করার পরিকল্পনা ছাড়া আর কিছু নয় ও এক সঙ্গে প্রতিবাদ করা । কিন্তু করবে সবাই যার যার ব্যাক্তিগত কাজ নিয়ে ব্যাস্ত ।
২৬ ফেব্রুয়ারি ২০১৬ রাত ১০:০২
298782
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম আফরা আপু, আপনার বিশ্লেষণ অসাধারণ। সাথে আমরাও যদি অনলাইনে তুমুল ঝড় তুলি হয়তো বাংলাদেশের অর্ধসচেতন অভিভাবকদের ও সচেতন সমাজের টনক নড়তে পারে।
ধন্যবাদ আপনাকে
১২
360666
২৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৪০
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : খুব দুঃখজনক।
২৮ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০১:৪৯
298893
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : জানিনা এই জাতির কপালে কি আছে। ধন্যবাদ আপনাকে
১৩
361204
০৩ মার্চ ২০১৬ সকাল ১০:৫৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : কিছু বিষয় থাকে যা বয়স বাড়ার সাথে সাথে মানুষ বুঝে যায় যাকে আমরা আক্কেল বলি। সব জিনিস কাগজে কলমে শিখতে হয়না। কুকুর বিড়ালের সেক্স এডুকেশন বলতে কিছু নেই কিন্তু তাদের যোউন জীবন তো থেমে নেই। এগুলো সেক্স নেনিয়াক দের কাজ
০৩ মার্চ ২০১৬ সকাল ১১:০৬
299336
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাই যখন থিউরিক্যাল ক্লাস হয় এবং মুখিখ পরীক্ষা হয়, তখন ছাত্র-শিক্ষক ও অভিভাবকেরাও খুব উপভোগ করে। কিন্তু যখন পরিমল বাবু প্যাক্টিক্যাল ক্লাস নেন তখন ছাত্র, শিক্ষক ও অভিভাবকেরা রাস্তায় নেমে আন্দোলন করেন!পুরা জাতিতেই বেহায়া পনার দিয়ে নিয়ে যাওয়ার সব প্লান শেষ এখন বাস্তবায়ন চলতেছে..।
ধন্যবাদ আপনাকে
১৪
362035
১০ মার্চ ২০১৬ সকাল ১১:৪৭
মেঘবালক লিখেছেন : বর্তমান সরকারের এসব শিক্ষা বিষয়ক নীতি নির্ধারকগণ তাদের গুরু ভারতীয় দাদাদের সংস্কৃতিক শিক্ষা পেয়ে আমাদের দেশের কোমলমতি ছাত্র ছাত্রীরা বড় হবে আর ভারতের মত অরাজকতা সৃষ্টি করবে এমনটই চায়। ভারতীয় চ্যানেল ”সনি আট” এ ক্রাইম সংক্রান্ত যে সকল ডকুমেন্টারী দেখানো হয় তাতে বেশির ভাগই পরকিয়া, ধর্ষণ, হত্যা, গুম, খুন ইত্যাদি সংক্রান্ত এবার তাহলে বুঝুন।

অফ টপিকঃআমি যে প্রতিষ্ঠানে পড়াশুনা করে বড় হয়েছি সেখানেই আমার ছোটবোনকে পড়াশুনার জন্য ভর্তি করিয়েছি। এখন কয়েকদিন আগে সেই প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডের অপরাধে এখন কারাগারে আছে। আমি আমার বোনকে সেই শিক্ষা প্রতিষ্ঠানে আর যেতে নিষেধ করেছি।

এই দেশ এই দেশেরে জনগণ এই শান্তির জন্য হাহাকার করা জাতি’র ভবিষ্যত ভেবে অনেক মর্মাহত হই।
১০ মার্চ ২০১৬ দুপুর ১২:০০
299991
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : শারীরিক শিক্ষার থিওরিক্যাল পরীক্ষার অভিভাবকগন ভাল নাম্বার কামনা করেন, কিন্তু পরিমল বাবুরা যখন প্যাকটিক্যাল ক্লাস নেন তখন অভিভাবকদের টনক নড়ে!!
ছেলে মেয়েরা পাঠ্যবইতে কি পড়তেছে তা কি কোন অভিভাবক খবর রাখে? আমার মনে হয় মোটেও না... আগামী প্রজন্ম হবে একটা অশ্লিল-বেহায়াপনাময় প্রজন্ম, যার বীজ এই ইসলাম ও মানবতা বিরোধী সরকার বপন করেছে।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৫
364722
০৫ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০৬
আবদুল্লা আল মামুন লিখেছেন : সুলতান সালাহ উদ্দিন আইয়ুবী বলেছেন,"যদি অস্ত্র ছাড়া কোন জাতীকে ধ্বংস করতে চাও, তাহলে তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে ব্যভিচার কে সহজ করে দাও।" বাংলাদেশকে একটি ব্যভিচারী রাষ্ট্রে পরিনত করার পরিকল্পনা এটা। তারানা হালিম ফেসবুক বন্ধ করতে পারে কিন্তু Adult site বন্ধ করতে গায়ে লাগে। তাদের মূল উদ্দেশ্য নৈতিকতা হরণ করে একটি অসভ্য জাতীতে পরিণত করা।
২৪ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৩৩
304475
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, প্রিয়ভাই আব্দুল্লাহ আল মামুন আপনি যথার্থই বলেছেন। তবে আরেকটা বিষয় হচ্ছে কোন সমাজ খারাপ লোকদের। কারনে ধ্বংস হয়না, ধ্বংস হয় সমাজে অবস্থানরত ভালো মানুষগুলোর নিষ্কৃয় থাকার কারনে। ধন্যবাদ আপনাকে
১৬
366929
২৪ এপ্রিল ২০১৬ দুপুর ০২:০৭
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : যে সমাজে শিষ্টের দমন এবং দুষ্টের লালন চলে -সেই সমাজের লোকেরা কেমনে প্রতিবাদ করবে? আর প্রতিবাদ করলেও ডান্ডার ভয় আছে। মন্ত্রী এডাল্ট সাইট বন্ধ করার কথা বলেও পিছিয়ে গেছেন-এক অদৃশ্য হ্যামিলিনের বাঁশিওয়ালায় পেয়েছে জাতিকে, চলছে সেই অনিশ্চিত গন্তব্যের দিকে। ...ধন্যবাদ সময়োপযোগী পোস্টটির জন্য।
২৪ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৩৭
304476
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম প্রিয় মাছুম ভাই, তারানা হালিম ফেইসবুকের মন্তব্যে ঘোষনা দেওয়াতে খুব আশা করেছিলাম মনে হয় এবার অশ্লীলতা বন্ধ হবে। কিন্তু অদৃশ্য কারণে মন্ত্রীর ঐ মন্তব্যটাই ফেইছবুক থেকে মুছে গেলো!!! তার মানে দেশ আর আওয়ামীলীগ এর হাতে নাই... ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File