আমরা আসলেই কপাল পোড়া জাতী!!

লিখেছেন লিখেছেন দিল মোহাম্মদ মামুন ২০ অক্টোবর, ২০১৫, ১২:১৪:৫৮ দুপুর



ছোটকালে পাঠ্য বইতে পড়েছিলাম বাঙালি জাতীর গর্ব বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু অনেক চেস্টা ও পরিশ্রমের ফলে বেতারযন্ত্র আবিষ্কার করেছিলেন। শুধুমাত্র দুনিয়াবাসীর সামনে ঘোষনাটাই দেওয়ার বাকি ছিল। কিন্তু তার আগেই বিজ্ঞানী মার্কনি বেতারযন্ত্র আবিষ্কারের ঘোষণা দিয়ে দিল। পুরা দুনিয়াবাসী বেতার যন্ত্রের আবিষ্কারক হিসেবে মার্কনিকেই ছিনলো! তখনকার সময়ে দুনিয়ার সেরা বিজ্ঞানী হয়েও বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর নামটা চাপা পড়ে গেল।

কয়েকযুগ পর মহান আল্লাহ এই অভাগা জাতীর প্রতি করুনা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এক বিজ্ঞান মনস্কা সন্তান দান করলেন। দুনিয়ায় আসার পর থেকেই তিনি এই অভাগা জাতীর জন্য, এই অভাগা জাতীকে মাথা উচু করে দুনিয়ার বুকে দাড় করানোর জন্য নিরবে বছরের পর বছর চেস্টা চালিয়ে যুগের সেরা চমক চার্চিং ইঞ্জিন আবিস্কার করলেন। কিন্তু এই হতভাগা জাতীর পিছনে ষড়যন্ত্রকারীরা যুগ যুগ ধরে লেগেই আছে। তাই এবার ও এই হতভাগা জাতীর কর্ণধার স্বনামধন্য বিজ্ঞানী সজিব ওয়াজেদ জয়কে বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর ভাগ্য বরণ করতে হলো।

"গুগল" বিজ্ঞানী সজিব ওয়াজেদ জয়ের সব চেস্টা ও পরিশ্রমকে বিপল করে দিয়ে এই হতভাগা জাতীকে নিরাষার সাগরে ভাসিয়ে দিল।

দেশী-বিদেশী ষড়যন্ত্র আমাদের সব স্বপ্ন চুরমার করে দিল। এইভাবে আর কত দিন? আমরা কি পারিনা জাতিসংঘের সামনে গিয়ে একটা প্রতিবাদ সভার আয়োজন করতে? মাননীয় প্রধানমন্ত্রী দয়া করে আপনি আর চুপ থাকবেন না। আপনি এর একটা বিহিত করুন, আমরা আপনার সাথে আছি, পাছে লোকে কত কথা বলবে তাতে কি আসে যায়, আপনি এগিয়ে যান..।

বিষয়: বিবিধ

১৯৫৭ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

346503
২০ অক্টোবর ২০১৫ দুপুর ০১:৫৪
মোহাম্মদ লোকমান লিখেছেন : জাতির জন্য না, নাতির জন্য দুঃখ হয় আমার!
২০ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২১
287596
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হা হা হা হা, কেন ভাইয়া?
জানিনা ভবিষ্যতে যদি নাতির হাতে দেশের শাসনভার আসে, তখন এই অভাগা জাতির কি হবে !!!
ধন্যবাদ আপনাকে ভাইয়া
346533
২০ অক্টোবর ২০১৫ বিকাল ০৫:৩৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


যথার্থ বলেছেন, সহমত Big Grin Big Grin Rolling on the Floor Rolling on the Floor
২১ অক্টোবর ২০১৫ দুপুর ১২:২৯
287771
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ওয়াইলাইকুম সালাম, কেমন আছেন সাইফ ভাই? সহমত পোষন ও সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
346535
২০ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : জগদিশ বসু কিন্তু ঠিকই আবিস্কার করেছিলেন বেতার যন্ত্র। তবে তিনি মাইক্রো ওয়েভ লেংখে কাজ করছিলেন আর তার পেটেন্ট এর জন্য আবেদন করেননি। কিন্তু জাতিয় নাতি কি আবিস্কার করেছিলেনসেই বিষয়ে আমরা অজ্ঞ!!
২১ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৩১
287772
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? কিরে ভাইয়া, জাতীর নাতি নানান তথ্য সহ এত কিছু আবিস্কার করলো, ঐ গুলোর একটাও কি আপনার চোখে পড়েনা? বুঝতে পারছি আপনিও জামাত শিবিরের লোক....হা হা হা হা
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
346566
২০ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
আবু জান্নাত লিখেছেন : কপাল পোড়া কথাটি হিন্দুদের ধর্মীয় প্রথা। জন্মের ৭ম দিনে অন্তীম ঋষি এসে শিশুর কপারে তার ভাগ্য লিখে যান। তাই কোন বিপদ আসলে বলা হয়ঃ কপাল পোড়া, কপাল খারাপ, হায়রে কপাল মন্দ।

মুসলিমদের বলতে হবেঃ নসীব খারাপ, তাকদীরের লিখন, ভাগ্য খারাপ ইত্যাদি।

সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর
২১ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৩৩
287773
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাইয়া কেমন আছেন? আমি কি আর আপনার মত আলেম যে এত কিছু বুঝবো? মাঝে মধ্যে আমাদের মত লোকদের একটু বুঝালেই তো হয় !!!
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
346574
২০ অক্টোবর ২০১৫ রাত ০৯:০২
আফরা লিখেছেন : মুখ ফসকে বেচারা না হয় একটা কথা বলেই ফেলেছে তাই আপনারা এত কথা বলছেন কেন ভাইয়া Good Luck Good Luck Good Luck Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Crying Crying Crying
২১ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৩৫
287774
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, আপুমনি কেমন আছেন?
হা হা হা দেখুন আমি বিরোধীতা করতেছিনা। আপনি হয়তো জানেন না, জাতীর নাতির দু:খে আমার কলিজা ফেটে যায় যায় এমন হয়ে গেছে....
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
346657
২১ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৩২
দ্য স্লেভ লিখেছেন : আমি আছি জয় ভায়ের সাথে। গুগলের বিরুদ্ধে মামলা করব। জাতির নাতীর বিরুদ্ধে স্পষ্ট ষঢ়যন্ত্র হয়েছে,আমার কাছে তথ্য আছে
২১ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৩৮
287776
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, যাক ভাইয়া অনেক পরে হলেও একজন লোক পাইলাম, তাহলে আর দেরি কেন, চলুন আমরা মসজিদে গিয়ে মামলা করি, থানাতে গিয়ে মোমবাতি দিয়ে আসি। এমন ষঢ়যন্ত্রর পর আর বসে থাকার সুযোগ নাই। হা হা হা হা
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
346668
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:০৯
হতভাগা লিখেছেন : এরা জিনিয়াস চিনে নাই । নেত্রীকে নোবেল না দেওয়া এদের দৈন্যতাকেই ফুটিয়ে তুলেছে ।
২১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২৩
287813
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাইয়া আমি সিউর এখানেও রাজাকারদের হাত আছে !! আমার কাছে তথ্য আছে, জাতীয় নাতির কাছেও আছে।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
346688
২১ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:০৩
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম।

চমৎকার উপমা টেনে বিশ্লষন করেছেন। বেশ উপভোগ্য ! সামনে আরো অনেক কিছু শুনতে হতে পারে Not Listening

শুকরিয়া Good Luck
২১ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৪২
287852
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ওয়াইলাইকুম আসসালাম, কেমন আছেন আপু? তথ্যবাবার কালেকশনে আরোও কত কিছু যে আছে, তা পুরা বের হয়ে আসলে একটা পাগলা জাতী হিসেবে দুনিয়ার বুকে পরিচিতি পেতে মনে হয় আমাদের খুব বেশি সময় লাগবেনা। ধন্যবাদ আপনাকে
347947
৩১ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৫৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হাসলাম মনের মত করে! কেউ দেখল না এই হাসি! ভালো লাগলো ধন্যবাদ
....
৩১ অক্টোবর ২০১৫ দুপুর ০৩:০৩
288885
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাইয়া আপনার হাসি দেখে আমি চেতনায় আঘাত খাইলাম !!! তবুও আপনাকে হাসাতে পেরে ভাল লাগলো। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১০
353900
১৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:৩৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।

প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
১১
354829
২১ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৪০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ধন্যবাদ ভাইয়া, আমি বিগত একমাস খুব বিজি ছিলাম, তাই ব্লগে তেমন সময় দিতে পারিনি। আমি ব্যক্তিগত ভাবে অনেক ভাইকে এই ব্লগে লিখার জন্য অনুরোধ করি

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File