আধুনিক পোষাকের উপকারিতা, অবাধ নগ্নতা ও ধর্ষণ সমাচার...

লিখেছেন লিখেছেন দিল মোহাম্মদ মামুন ২৭ জুন, ২০১৫, ০১:৪৩:১১ দুপুর

একটু আগে একটা আধুনিক মেয়ের স্ট্যাটাস দেখলাম -

"Do not teach us what to wear, teach your sons not to rape"

ভালো লাগলো কথাগুলা লাইকও দিলাম৷ একটু পরে ভাবলাম একটু দেখি তো কোথায় কোথায় ধর্ষণ এর Rate কেমন!!

তাতে দেখলাম Ranking এর শীর্ষ তালিকায় আছেঃ

১।মার্কিন যুক্তরাষ্ট্র : বিশ্বের সর্বাপেক্ষা ধনী ও শক্তিশালী দেশে মার্কিন যুক্তরাষ্ট্রেও নারী নিরাপত্তার হার চিন্তা করার মতো বিষয়। এদেশে ধর্ষণের শিকার হওয়াদের মধ্য়ে ৯১ শতাংশ মহিলা ও বাকী ৯ শতাংশ পুরুষ।

২।যুক্তরাজ্য : ইংল্ন্ড পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলির অন্যতম। অথচ সেদেশে ধর্ষণের ঘটনাও ঘটে বিস্তর। তথ্য বলছে, বছরে প্রায় ৮৫ হাজার মহিলা ধর্ষিতা হন গ্রেট ব্রিটেনে। প্রতি বছর যৌন হয়রানির শিকার হন প্রায় ৪০ হাজার মহিলা।

৩।দক্ষিণ আফ্রিকা : দক্ষিণ আফ্রিকায় কমবয়সী ও শিশুকন্যার ধর্ষণের ঘটনা ঘটে সবচেয়ে বেশি। আর সেদেশে সাজাও অত্যন্ত কম। কেউ দোষী প্রমাণিত হলে সাজা হয় মাত্র ২ বছরের জেল।

৪।সুইডেন : সুইডেনে প্রতি চারজনে একজন মহিলা ধর্ষণের শিকার হন। এবং প্রতিবছর ধর্ষণের সংখ্য়া হুহু করে বাড়ছে সুইডেনে।

৫।ভারত: বিশ্বের বৃহত্তম গণতন্ত্র ভারতে প্রতিমুহূর্তেই ধর্ষণের ঘটনা ঘটে চলেছে। নির্ভয়া কাণ্ডের পর সেভাবে কোনও প্রভাব পড়েনি সমাজজীবনে বা ধর্ষণের ঘটনাও কমার কোনও লক্ষণ চোখে পড়েনি।

৬।জার্মানি : ইউরোপের আর এক উন্নত দেশ জার্মানিতে এখনও পর্যন্ত ধর্ষণের ঘটনার প্রাণ হারিয়েছেন ২ লক্ষ ৪০ হাজার মানুষ।

৭।ফ্রান্স: ১৯৮০ সাল পর্যন্ত ফ্রান্সে ধর্ষণের ঘটনা অপরাধ হিসাবে গণ্য হতো না। পরে তা অপরাধের তালিকায় স্তান পেয়েছে। বছরে ৭৫ হাজারের বেশি ধর্ষণের ঘটনা ঘটে ফ্রান্সে অথচ ১০ শতাংশ ঘটনারও অভিযোগ জমা পড়ে না পুলিশে।

৮।কানাডা : হাফিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী বছরে ৪ লক্ষ ৬০ হাজার মানুষ যৌন নির্যাতনের শিকার হন কানাডায়। বেশিরভাগ ঘটনাই ঘটে বাড়িতে চেনা পরিবেশে এবং ৮০ শতাংশ ক্ষেত্রে পরিবার-বন্ধুবান্ধবরাই যৌন নির্যাতন করেন।

৯।অস্ট্রেলিয়া : অস্ট্রেলিয়াতে ২০১২ সালের হিসাব ধরলে পঞ্চাশ হাজারের বেশি মহিলা বছরে নির্যাতিতা হন।

১০।ডেনমার্ক : ডেনমার্কে ৫২ শতাংশ মহিলা যৌন নির্যাতনের শিকার হন প্রতিবছর।

- See more at: http://www.onnodiganta.com/article/detail/4144#sthash.rdPt6Kqh.dpuf

এবার আসি শেষের দিকে কারা আছেঃ



১) Saudi Arabia: শেষের দিক থেকে ১ নম্বর। এখানে প্রতি ১০লক্ষ নারীতে ৩ জন ধর্ষিত হয়। শিক্ষা ব্যবস্থা so called developed না। শরিয়া আইন এ চলে। মেয়েদের পর্দা না করে এবং একা বাইরে বের হওয়া মানা। বের হতে চাইলে স্বামী, বড় ভাই কাউকে নিয়ে বের হতে হবে।

২) Azerbaijan: শেষের দিক থেকে ২ নম্বর। ৯৫% মুসলিম। এখানে প্রতি ১০ লক্ষ নারীতে ৩জন ধর্ষিত হয়। শিক্ষা ব্যবস্থা, Morality so called developed না। মেয়েদের পর্দা করে বের হতে হয়।

৩) Yemen: শেষের দিক থেকে ৩ নম্বর। মুসলিম দেশ। West এর তুলনায় শিক্ষা ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা so called developed না । মেয়েদের পর্দা করে বের হতে হয়।

৪) Indonesia : শেষের দিক থেকে ৪ নম্বর। এখানে প্রতি ১০ লক্ষ নারীতে ৫ জন ধর্ষিত হয়। শিক্ষা ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা so called developed না। মেয়েদের পর্দা করতে হয়।

৫) Oman: মুসলিম দেশ। এখানে প্রতি ১০ লক্ষ নারীতে ১৮ জন ধর্ষিত হয়। শিক্ষা ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা so called developed না। মেয়েদের পর্দা করতে হয়।এটা কোন মধ্যযুগীয় তথ্য না। ২১ শতকের সভ্য জাতিগুলার তথ্য।

মহান আল্লাহ বলেন...."আর তোমরা নিজেদের গৃহ মধ্যে অবস্থান করো এবং পূর্বের জাহেলী যুগের মতো সাজসজ্জা দেখিয়ে বেড়িও না, নামায কায়েম করো, যাকাত দাও এবং আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করো৷" (সুরা আহযাব ৩৩)

কথিত নারীবাদীরা যে পোষাকের বা নারী স্বাধীনতার কথা বলে নগ্নতাকে ছড়িয়ে দিয়ে ধীরে ধীরে পরিকল্পিতভাবে নরকের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, তাদের স্লোগানে শামিল হওয়ার আগে অন্তত একটি বার তা ভেবে দেখুন, আপনার জন্য তা স্বাধীনতা, নাকি নগ্নতার অপ্রতিরোধ্য আকর্ষণ!

নারী যখন এয়ার-হোস্টেজ হয়ে বিমানের যাত্রীদের সামনে খাবার পরিবেশন করে, মিষ্টি সুরে কথা বলে, যাত্রীদের কামনার স্বাদ পুরা করে তখন সেটা হয় নারী স্বাধীনতা।

আর সে যখন নিজের ঘরে নিজের জন্য, স্বামী ও সন্তানের জন্য, পিতামাতার জন্য খাবার রান্না করে তখন সেটা হয় "পরাধীনতা"। এই অদ্ভূত দর্শনের কারণে নারী আজ পণ্যে পরিণত হয়েছে। ব্যবসায়ীদের ব্যবসা বাড়ানোর এক অসাধারণ মাধ্যম এক শ্রেণীর দেহ প্রদর্শনকারী নারী সমাজ।

এই নারীবাদি সমাজে নারীরা যেন পণ্যের মোড়কে পরিণত হয়ে গেছে। পণ্যের বিক্রি বাড়াতে যেমন আকর্ষণীয় মোড়ক ব্যবহার করা হয় তেমনি পাশাপাশি ব্যবহার করা হচ্ছে নারীর আকর্ষণীয় শরীরকে।

তাই এই জগতের শিল্পচর্চার সবচেয়ে বড় অংশটা একটা কেন্দ্রে এসে থমকে দাঁড়িয়েছে আর তা হল "নারীর শরীর"।

নারীর শরীরের উপর গবেষণা চলছে প্রতিনিয়ত, তাকে আরো কত আবেদনময়ী করে তোলা যায়।পরিশেষে এই নারীকে ব্যবহার করে বণিক শ্রেণী হাতিয়ে নিচ্ছে কাড়ি কাড়ি অর্থ। কেউ বিজ্ঞাপনের মাধ্যমে,কেউ নাটকে,কেউ সিনেমায়--একেকজনএকেক কৌশলে। ফলে নারী হারাচ্ছে সম্ভ্রম আর সমাজ হারাচ্ছে ভারসাম্যপূর্ণ যুবসমাজ। পাশাপাশি উপহার হিসেবে সমাজকে দিচ্ছে মাদক, ধর্ষন,হতাশা, আত্মহত্যা ইত্যাদি। আর ধূর্ত বণিক সমাজ এই দেহ প্রদর্শনীর নাম দিয়েছে "নারী স্বাধীনতা"।

সুতরাং আপুদের অনুরোধ করবো, দয়া করে ইসলামকে পরিপূর্ণ ভাবে বুজার ও মেনেচলার চেষ্টা করুন। হিজাব কে মন থেকেই কবুল করুন, আপনার নিরাপত্তার জন্য হিজাবই যথেষ্ট। এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী না, তাই আসুন আধুনিকতার হাওয়ায় গাঁ-ভাসিয়ে না দিয়ে মরণকে স্মরণ করি, কোরআন-হাদিস ও ইসলামকে বুঝার চেষ্টা করি, পর্দা মেনে চলি, আলেমদের সন্মান করি, তাহলেই আমরা দুনিয়াতে শান্তি ও পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো। আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক....আমিন।

বিষয়: বিবিধ

২৬৮০ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327632
২৭ জুন ২০১৫ দুপুর ০১:৫৫
আবু জান্নাত লিখেছেন : এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী না, তাই আসুন আধুনিকতার হাওয়ায় গাঁ-ভাসিয়ে না দিয়ে মরণকে স্মরণ করি, কোরআন-হাদিস ও ইসলামকে বুঝার চেষ্টা করি, পর্দা মেনে চলি, আলেমদের সন্মান করি, তাহলেই আমরা দুনিয়াতে শান্তি ও পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবো। আল্লাহ আমাদের সবাইকে ইসলামকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক....আমিন।

জাযাকাল্লাহ খাইর,

২৭ জুন ২০১৫ দুপুর ০১:৫৮
269914
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামুআলাইকুম, ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
327633
২৭ জুন ২০১৫ দুপুর ০১:৫৫
আবু জান্নাত লিখেছেন : রমজানের দিনে উপরের ছবিগুলো সবাইকে দেখার সুযোগ করে দিয়ে অশেষ সাওয়াবের ভাগী হবেন আশা করি।
২৭ জুন ২০১৫ দুপুর ০২:০৭
269917
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আবু জান্নাত ভাই, উপরের পোষাক গুলো তো মোটামুটি চলে, আর আমার অফিসে ফিলিপাইনি মেয়েদের পোষাকের যে আধুনিকতা তা দেখলে হয়তো শয়তান ও শরম পাবে। আর আপনি তো আবুধাবিতে আছেন, আপনি কি বলতে পারবেন, আপনার অফিস থেকে আপনার রুমে আসার পথে এর ছেয়েও খারাপ পোষাকের ললনা আপনি দেখেন নি ! পুরা দুনিয়াতে মনে হয় শয়তানের রাজতত চলতেছে,মাথা উচু করে রাসতায় চলার ও সুযোগ নাই, এমনকি মসজিদ থেকে বের হবার সাথে সাথে এই শয়তানরুপি মানবী গুলো চোখে পড়ে। সবচেয়ে বড় কথা হলো, আমি সচেতনতার জনয ছবি গুলো দিয়েছি। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
327659
২৭ জুন ২০১৫ বিকাল ০৪:২৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : কি সুন্দর ডায়ালগ!!
উনি ইচ্ছা মত চলবেন কিন্তু বাকিরা চোখ বন্ধ করে থাকবে!!
২৭ জুন ২০১৫ বিকাল ০৪:২৭
269932
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : এই ধরনের বেয়াদপ মেয়েগুলা যদি রেপড হয়, তাহলে কারো খারাফ লাগার কথা নয়, কারণ তারা ও চায়, তাদেরকে কেউ রেপড করুক। এরাই ইসলামের ও হিজাবের সমালোচনা করে।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
327673
২৭ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:০৮
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : শেষের কথাটাই পুরো লেখাটিকে মলিন করল. হিজাব করলে নারীরা নিরাপদ থাকবে এটা কি সঠিক? পশ্চিমা দেশগুলিতে নিতান্ত হিজাব পরিহিতা নারীরাই পশ্চিমা উগ্র খ্রীষ্টানদের দ্বারা আকস্মিক আক্রমন, হত্যা, যৌন হয়রানি সহ নানান সহিংসতার শিকার হন. পার্থক্য হল অন্য় নারীরা পশ্চিমা পুরুষদের স্বাভাবিক আচরনের কারনে ধর্ষণ সহ নানান সহিংসতার শিকার হন আর মুসলিম নারীরা ধর্মীয় কারনে. ইসলাম বলেছে যে, নারীরা পর্দা করার সাথে সাথে বাইরে বের হবার সময় যেন একা না বের হন. সাথে বাবা, ভাই, ছেলে, ভাগ্নে, ভাতিজা, চাচা,মামা অর্থাত রক্ত সম্পর্ক থাকার pd বের arira কারনে যাদের সাথে বিবাহ বৈধ না অথবা হাজবেন্ডকে সাথে রাখতে. কারন নারী পর্দা করুক বা নাই করুক, একা একজন নারী রাস্তায় সবসময়ই অনিরাপদ. একা পেলে কেউ গান গাইবেই, চুমকি চলেছে একা পথে সঙ্গী হলে দোষ কি তাতে? কিন্তু সাথে একজন পুরুষ থাকলে অন্যেরা সে সাহস পাবেনা. সাহস দেখাতে আসলেও নিশ্চয়ই সেই নারীর সাথে থাকা পুরুষটি বখাটেদের এমনি এমনি ছেড়ে দিবেনা. এটাই হল আসল কথা. আপনিও উপরে লিখেছেন সৌদি আরবে নারীরা পুরুষ ছাড়া একা হননা অথচ লেখার সময় সেই গতানুগতিক থিওরি এপ্লাই করলেন যে,বোরখা পরিয়ে নারীকে রাস্তায় ছেড়ে দাও সে safe.hilen নিরাপদ. ইদানিং সবাই এটার প্রচার করছে অথচ আমাকে প্রশ্ন কোরলেও আমি অনেকের উদাহরন দিতে পারব যারা বোরখা পরার পরেও ইভ টিজিং এর শিকার হয়েছেন কারন তারা একা ছিলেন.. বোরখা পরলেই সমস্যা সমাধান এটা কোথা থেকে আসল জানিনা. ইসলামের আধা অর্ধেক না আসুন পুরোটাই বলি.
২৭ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:৩৭
269960
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই,আপনি বলতেছেন মুসলিম নারীরা হিজাবের কারনেই লাঞ্চিত হচ্ছে! আপনি ইউরোপ, আমেরিকার ২/১ টা সন্ত্রাসী ও উগ্রবাদী ঘটনার জন্য হিজাব কে কিভাবে দায়ী করবেন, যেখানে মুসলিম নারীদের জন্য হিজাব হচ্ছে ফরজে আইন!!! আমি কোন অমুসলিম নারীকে হিজাব পরাতে বলিনাই,শুধুমাত্র মুসলিম বেপর্দা নারীদের সচেতনতার জন্য বলেছি। মধ্যপাচ্যের দেশগুলোতে মেয়েরা হিজাব পরেই তাদের সব কাজ করে। মধ্যপাচ্য ছাড়া বাংলাদেশসহ অন্যান্য দেশে মেয়েদের সাথে তাঁর অভিভাবক আবশ্যক, কারন এখানে শরীয়া আইন কার্যকর নাই।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
২৮ জুন ২০১৫ সকাল ০৯:২৯
270025
ছালসাবিল লিখেছেন : ঘুমাপির সাথে আমি সহমত পোষন করছি Angel Smug
২৮ জুন ২০১৫ দুপুর ১২:১১
270087
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
327735
২৮ জুন ২০১৫ রাত ০২:৩৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মাশাআল্রাহ রীতিমত গবেষণা?। মামুন ভাই সূত্র জানালে আরো ভাল হতো। ধন্যবাদ ধন্যবাদ..
২৮ জুন ২০১৫ সকাল ০৬:১২
270012
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ লিংকটা সংযোগ করে দিব।
327810
২৮ জুন ২০১৫ দুপুর ০৩:০৭
মোহাম্মদ লোকমান লিখেছেন : সমাজ সচেতনতামূলক পোস্ট। জাযাকাল্লাহ্ খাইরান।
২৮ জুন ২০১৫ দুপুর ০৩:২১
270101
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
328057
৩০ জুন ২০১৫ রাত ০৮:৪৫
হতভাগা লিখেছেন :
একটু আগে একটা আধুনিক মেয়ের স্ট্যাটাস দেখলাম -

"Do not teach us what to wear, teach your sons not to rape"


0এটা তো একজন আধুনিক মেয়ের স্ট্যাটাস । এখানে আধুনিকের উপর আধুনিক আরেকজনের মন্তব্য দেখতে পাবেন

http://timesofindia.indiatimes.com/videos/celebs/Rape-is-not-a-crime-it-is-surprise-sex-Sunny-Leone/videoshow/18315308.cms

মেয়েদেরকে আমরা কতই না করুনা করি যে তারা ধর্ষিত হয়ে কি অসন্মানিতই না হয় ! আসলে যে উনারা এটাকে উপভোগ করেন তলে তলে এটা এখন বুঝলাম । কারণ সানি ইন্ডিয়াতে ভালই দাপিয়ে বেড়াচ্ছে ।
০১ জুলাই ২০১৫ রাত ০৪:৩৭
270408
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাইয়া আপনি ঠিক বলেছেন। খুবই দুঃখজনক, কি আর বলবো। সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
328256
০২ জুলাই ২০১৫ রাত ০৪:১৭
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : ভালো লাগলো
০২ জুলাই ২০১৫ দুপুর ১২:৩০
270609
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামুআলাইকুম, ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File