নার্সরাও আমাদের বোন, বোনদের যথাযথ সন্মানদিন!!!
লিখেছেন লিখেছেন দিল মোহাম্মদ মামুন ১৪ ডিসেম্বর, ২০১৪, ১১:২০:০১ সকাল
গুরুতর অসুস্থ হয়ে কেউ যখন হাসপাতালে যায়, তখন দেখা যায়, ড়াক্তার সাহেব একবার এসে রোগীকে গভীর পর্যবেক্ষণ করে তারপর নার্সের হাতে একটা প্রেসক্রিপশন দিয়ে চলে যান। এই নার্সরাই প্রেসক্রিপশন অনুযায়ী সময় মত মেডিসিন পরিবেশন করে, রোগীর জন্য অক্লান্ত পরিশ্রম করে, মা ও বোনের স্নেহ মমতা দিয়ে একজন রোগীকে সুস্থ করে তোলার জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। রোগী ও তার আত্বিয়-স্বজন নার্সদেরকে সন্মান করেই সিস্টার বলে ড়াকেন।
আমরা যেমন নিজের বোনকে সন্মান দিয়ে কথা বলি, তারাও ঐ সন্মানের হকদার বলে আমি মনে করি। পর্দা হচ্ছে ফরজে আইন, মানে সবচেয়ে বড় ফরজ!! একজন মুসলিম মেয়ে হিসেবে নার্সরা পর্দা মেনে চলবে এটাই স্বাভাবিক। ৯০% মুসলিমের দেশে ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলার অধিকার সবার রয়েছে। কোন নামদারী মুসলিম যদি এর বিরোধীতা করে, তাহলে বুজতে হবে সে ইসলাম ধর্মের মধ্যেই নেই।
আওয়ামীলীগের একজন প্রভাবশালী মন্ত্রী বোনের সমতুল্য এই নার্সদের বিরুদ্ধে যে বিশ্রী ভাষা ব্যবহার করেছে, আমি মনে করি, একজন মহিলা হিসেবে শেখ হাসিনার ও লজ্জা পাওয়া উচিত!!! যে লোক মা-বোনদের সন্মান দিয়ে কথা বলতে পারেনা, সে আর যাইহোক তবে কোন সন্মানী লোক হতে পারেনা। হয়তো ঐ মন্ত্রীর কোন লজ্জা সরম না থাকতে পারে, কিন্ত আওয়ামীলীগ এর সবাই কি লজ্জাহীন হয়ে গেল!!! প্রতিবাদ করার মত কি কেউ নাই!! ঐ বেয়াদব টা মন্ত্রিত্ব পাওয়ার পর থেকেই একটার পর একটা বিশ্রী ভাষা ব্যবহার করেই যাচ্ছে তবুও হাসিনা তার বিরুদ্ধে কোন প্রতিক্রিয়া দেখায়নি, তাহলে কি জনগণ ধরে নিবে এই ইসলামবিরোধী তৎপরতার পেছনে হাছিনার ও হাত আছে!!!
নার্সদের বিরুদ্ধে এই অশালীন ভাষা ব্যবহারের জন্য যদি ঐ বেয়াদব মন্ত্রীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে অদূরভবিষ্যতে কোন ভদ্র পরিবারের মেয়ে এই পেশায় আসবে বলে মনে হয়না। আওয়ামীলীগকে ডুবানোর জন্য এই রকম ২/১ জন বেয়াদবই যথেষ্ট!!
বিষয়: বিবিধ
১৭৫৯ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঐ সমাবেশে কোন নার্সও কি এর প্রতিবাদ করেছে ?
কারণ অপারশনের আগে ডাক্তারের অর্ডারই থাকে যে , রোগীর যে জায়গায় কাটা হবে সেটা সেভ করে দেবার ।
০ না । বলতাম এটার প্রতিবাদ করতে।
তবে কথা হল , বাংলাদেশের ব্যাপারে পুরুষ রোগীর অপারেশন এরিয়া ওয়ার্ড বয়রা শেভ করে থাকে ।
আমি মেনে নেওয়া বা না নেওয়া বড় কথা না , যারা স্পটে আছে তারা কি মেনে নেয় নি ?
- ক্লিব ল্যান্ডের মত বিশ্ববিখ্যাত আমেরিকান হাসপাতাল এখানেই।
- জন হফকিন্সের মত দুনিয়ার সেরা হাসপাতাল গুলো এই দেশে্ই আছে।
- এসব হাসপাতালে বিদেশী চিকিৎসকেরা সেবা দিয়ে থাকে।
- বিদেশী নার্সেরাও এই হাসপাতালে কাজ করে থাকে।
- হাসপাতালের মুসলিম নার্সেরা এখানে হিজাব পড়ে কাজ করে, এমনকি ডাক্তারেরাও কাজ করে।
- মন্ত্রীদের ইসলাম বিদ্ধেষ ভাব থেকেই এসব কথার জন্ম হয়। মূলত তারা নিজেদের চিন্তাকে লুকিয়ে রাখতে পারেনা। বোকামী করে মুখ ফসকে কদাচিত সত্য কথা বের হয়ে যায়।
- যেভাবে এই্চ টি ইমাম পুরো সরকারকেই বেকায়দায় ফেলে দিল।
- এদেরকে বলতে দেন, নিজেদের মুখই এদের সর্বনাশের কারন হবে।
অনেক ধন্যবাদ
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
্ি্িএই লোকটা সবসময় মাতালের মত ভঙ্গি করে থাকে।
বাংলাদেশ ইসলামী রাষ্ট্র নয় অনেক আগ থেকেই,মুসলিম প্রধান দেশ বলতেও ভাবতে হয়!
জনতাই দায়ী এমন পরিস্হিতির জন্যে!
সানি লিয়ন রা যেখানে আমন্ত্রিত হয়,রুখতে কেউ এগিয়ে আসে না, সেখানে এসব কথার এতো প্রতিবাদ!!!
চেহারার সাথে মিল রেখে পতিতার দালাল ঐ ব্যাটা শুরু থেকেই কত দূর্গন্ধ ছড়িয়ে যাচ্চে!!
মন্তব্য করতে লগইন করুন