তেলের খনি VS চোরের খনি!!!

লিখেছেন লিখেছেন দিল মোহাম্মদ মামুন ০১ ডিসেম্বর, ২০১৪, ১০:৩৭:০৬ সকাল



বাংলাদেশ এবং আরব-আমিরাত একই সময়ে স্বাধীনতা অর্জন করেছে। বাংলাদেশের জনগণকে মরহুম শেখ মুজিব স্বাধীনতর জন্য উজ্জীবিত করেছিলেন আর আরব-আমিরাতের স্বাধীনতার জন্য মরহুম শেখ জায়েদ সামনে থেকেই নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তিতে দুই জনই দুই দেশের প্রেসিডেন্ট ছিলেন।

দেশ স্বাধীনের পর দেশের জনগণ দেশের উন্নয়ন তথা তাদের সমগ্র দায়িত্ব এই দুই রাষ্ট্রনায়কের হাতে তুলে দিয়েছিলেন। মরহুম শেখ মুজিবের চারপার্শ্বে চাটুকার, সুবিধাভোগী ও অযোগ্য লোকেরা তাদের অবয়ারন্য করে কার্যত তারা সারা দেশে লুটের রাজনীতি চালু করেছিল। শেষে মরহুম শেখ মুজিব বলতে বাধ্য হয়েছিলেন, "দেশ স্বাধীনের পর অনেকে অনেক কিছু পেলেও আমি পেয়েছি চোরের খনি!!!" ঐ স্বার্থান্বেষী মহল শেখ মুজিবের আকাশচুম্বী জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে দিয়ে নির্মমভাবে খুন করতেও দ্বিধা করেনি!!!

মরহুম শেখ জায়েদ স্বাধীনতার পর ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলোকে সংযুক্ত করে মধ্যপাচ্যের মধ্যে একটা শক্তিশালী রাষ্ট্রব্যবস্থা কায়েম করেছিলেন। বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে একটা বিচ্ছিন্ন জাতীকে বিশ্বের মধ্যে একটা শক্তিশালী ও উন্নত জাতীতে পরিণত করেছিলেন। একটা সম্পূর্ণ অনুন্নত দেশকে উন্নত দেশে পরিণত করেছিলেন। আজ পর্যন্ত পুরা জাতী এই মহান ব্যক্তিটিকে তাদের মনের মধ্যে স্থান দিয়ে শ্রদ্ধার সাথে বাবা জায়েদ বলে ডাকেন।

আজ স্বাধীনতার ৪৩ বছর পর আরব-আমিরাত অর্থনীতিক দিক থেকে বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে অবস্থান (২০১৩ এর রির্পোট অনুযায়ী) করতেছে। একটা আধুনিক ও উন্নত রাষ্ট্রহিসেবে বিশ্বের বুকে নিজেদের তুলে ধরেছেন, কারণ মরহুম শেখ জায়েদের পর তার যোগ্য সন্তানেরা দেশের উন্নয়নের ধারা আরো দ্রুত গতিতে অব্যাহত রেখেছেন।

কিন্তু স্বাধীনতার ৪৩ বছর পর মরহুম শেখ মুজিবের উত্তরসূরীরা পুরা জাতীকে বিভক্ত করে একটা সম্ভাবনাময় দেশের স্বপ্নকে চুরমার করে দিয়েছে। পুরা জাতীকে রক্তাক্ত করেছে, মানুষের প্রতি মানুষের ভালবাসার পরিবর্তে আজ হিংস্রতায় ভরে গেছে। আজ সুজলা, সুফলা, শস্য শ্যামলা সোনার বাংলাদেশকে প্রত্যেক শাসক ঘোষ্টি দুর্নীতির আখডায় পরিণত করেছে।

সন্মানীত ভাই ও বন্ধুরা, আজ সময় এসেছে রুখে দাডাবার, দুঃখী মাতৃভূমিকে নতুন করে গড়বার। আমি আওয়ামীলীগ অথবা বি,এন,পি বুঝিনা,কারন এরা একই মুদ্রার এপিঠ ওপিঠ। আমি চাই আমার সোনার দেশটা সুশিক্ষিত, যোগ্য ও দেশপ্রেমিক লোকদের দ্বারা শাসিত হোক। দেশের মাঝে হিংস্রতার পরিবর্তে আবার শান্তি ও ভালবাসা বিরাজ করুক।

দিল মোহাম্মদ মামুন

আবুধাবি, আরব-আমিরাত।

বিষয়: বিবিধ

২১৮০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

290185
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:১৫
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : শেখ জায়েদ নেতৃত্ব দিয়েছে, দেশ স্বাধীন করেছে আর মুজিব আত্বসমর্পন করেছে, জনগন দেশ স্বাধীন করেছে। দুজনের আচরণ এক হওয়ার নয়।
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৩৮
233962
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ, আপনাদের সুন্দর মন্তব্য আমাকে আরো বেশি লিখতে প্রেরণা যোগাবে।
290245
০১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:২৮
ছালসাবিল লিখেছেন : ভাইয়া, কথাগুলো কিন্তু অনেক ভাবনায় ফেলে দেয় Day Dreaming এরখম জদি অন্যরা বুঝতো Day Dreaming ইশশশ Rose Rose
০১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২৯
234015
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ধন্যবাদ ভাইয়া, আপনাদের সুন্দর পরামর্শ ও সুন্দর মন্তব্য আমাকে অনুপ্রাণিত করবে।ভাইয়া দেশটা তো সবার,তাই কষ্ট লাগে
297063
২৫ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫০
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া ।
২৫ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:২০
240576
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আফরা আপু, কষ্ট করে পড়ার জন্য ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
297192
২৬ ডিসেম্বর ২০১৪ রাত ০১:১৭
কাহাফ লিখেছেন :

আপনার সাবলীল উপস্হাপনা বিষয়ের গভীরে গিয়ে ভাবতে বাধ্য করে!
কিন্তু আমাদের জনতা হুজুগে মাতাল বলে এসব নিয়ে ভাবনা বেশীক্ষণ স্হায়ী হয়না!!
অনেক ধন্যবাদ আপনাকে!!
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ০১:২৫
241127
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : কাহাফ ভাইয়া, কষ্ট করে আমার লিখাটা পডার জন্য ও সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের ভাল লাগাই আমার লেখার সার্থকতা।
306642
০১ মার্চ ২০১৫ সকাল ১১:৪৫
হতভাগা লিখেছেন : বীরের জাতি বলে যে বাঙ্গালীকে আমরা জানি এখানে সেই থিওরী কিভাবে কাজে লাগবে?

শুধু আরব আমিরাত না , সম সাময়িক স্বাধীন হওয়া অনেক দেশ বাংলাদেশেকে পিছনে ফেলে গেছে বহু আগেই ।
০১ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫৭
248151
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : জী ভাইয়া, যারা নিজের জীবন বাজী রেখে যুদ্ধ করেছিলেন তারা যদি জানতেন ৪২ বছর পরে দেশের এই অবস্থা হবে, তখন হয়তো তারাও বংগবীর কাদের সিদ্দিকীর মত বলতেন, "দেশের এই অবস্থা হবে জানলে যুদ্ধ করতাম না, আজ ৪২ পর আমি যা বুঝতেছি, তা জামাত ইসলামি ৪২ বছর আগে বুঝতে সক্ষম হয়েছিল, এই জন্য আমি জামাতকে এখন আর দোষারোপ করিনা"
০১ মার্চ ২০১৫ বিকাল ০৫:৪১
248154
হতভাগা লিখেছেন : জামায়াতের দর্শন অনুযায়ী চললে আজও আমাদের উর্দূ ভাষীদের জুতা সাফ করা লাগতো যত বড় ডিগ্রীধারীই হতাম না কেন ।
306711
০১ মার্চ ২০১৫ বিকাল ০৫:৫০
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : বাংলাদেশের ইতিহাসে ২টি গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ে ২জন জন পূর্ণ মন্ত্রী ৫বছর দায়িত্বপালন করার পর, ফখর উদ্দিন-মঈন উদ্দিন ও আওয়ামীলীগ এর দুর্নীতি দমন কমিশন, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও মাওলানা মতিউর রহমান নিজামির বিরুদ্ধে দূরবীন দিয়ে খুজেও ২টাকার দুর্নীতি খুজে পায়নি। তাদের দায়িত্বশীল ভূমিকার জন্যেই ঐ দুইটা মন্ত্রনালয় স্বয়ংসম্পূর্ণ ছিল। যেটা বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে।
বাংলাদেশের ছাত্র সংগঠন গুলোর মধ্যে আজ পর্যন্ত কেউ ছাত্র শিবিরের বিরুদ্ধে টেন্ডারবাজি,চাঁদাবাজি,ধর্ষণ, দলীয় কোন্দল, মাদকসেবন ও মাদক ব্যবসায়ের অভিযোগ তুলতে পারিনি। তারা ছাত্র সমাজের হাতে অস্রের পরিবর্তে খাতা কলম,কোরান হাদিস ও ইসলামি সাহিত্য তুলে দিচ্ছে, সিনেমা হলে নিয়ে যাবার পরিবর্তে ছাত্র সমাজকে মসজিদে নিয়ে যাচ্ছে।
ভাই হতভাগা, এবার আপনিই বলুন, কারা দেশকে ভালবাসে??? কারা দেশের জন্য ও দেশের জনগনের জন্য কাজ করে যাচ্ছে??

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File