মেয়েরা হচ্ছে কাচের গ্লাসের মত!!
লিখেছেন লিখেছেন দিল মোহাম্মদ মামুন ২৭ নভেম্বর, ২০১৪, ০১:৫৪:৫২ রাত
ছেলেদের অনেক কেলেঙ্কারী থাকলেও সমাজে চলে কারণ ছেলেরা হচ্ছে লোহার মত, মচকে গেলে অথবা ভেংগে গেলেও কেজি হিসাবে বিক্রি করা যায়!!!!!
মেয়েদেরজীবনে একবার কেলেঙ্কারী হয়ে গেলে সে আর সমাজে চলেনা, হোক সেটা ইচ্ছাকৃত ভাবে অথবা অনিচ্ছাকৃত ভাবে, কারণ মেয়েরা হচ্ছে কাচের গ্লাসের মত, যেটা একবার ভেংগে গেলে দ্বিতীয় বার কোন কাজে আসেনা!! কলংকিত জীবনের গ্লানি মৃত্যুর আগ মুহূর্ত্ব পর্যন্ত বহন করতে হয়।
আজকের যুগের নাস্তিক্যবাদী হলুদ মিডিয়া নারী জাতীকে ভোগ্যপণ্যে রুপান্তরিত করেছে। আধুনিকতার নামে কৌশলে ইজ্জত হরণ করতেছে! স্বাধীনতার নামে নারী সমাজকে উলংগ করে রাস্তায় নামিয়ে দিয়েছে।ক্রমান্বয়ে নারীদের কে জাহিলিয়াতের দিকে নিয়ে যাচ্ছে, যেখানে কন্যা সন্তানদেরকে জীবন্ত কবর দেওয়া হত। জাহেলিয়াতের যুগে কন্যাসন্তানদের অন্তত দুনিয়াতে আসার সুযোগ দেওয়া হত, কিন্তু বর্তমানে আধুনিক জাহেলিয়াতের যুগে মাতৃগর্ভের মধ্যেই কন্যা সন্তানদেরকে হত্যা করা হচ্ছে, দুনিয়াতে আসার সুযোগ টুকুও দেওয়া হচ্ছেনা!!!
সন্মানীত বোনেরা, তোমাদের কে আল্লাহ এতবেশি সন্মানীত করেছেন যে, তোমাদেরকে শুধু স্বামী ও পিতার সম্পত্তিতে অধিকারী বানিয়ে ক্ষান্ত হননি বরং আল্লাহ জান্নাত তোমাদের পায়ের নিচে ঘোষনা করে দিয়েছেন। ইসলাম নারীদের যে বিপুল মর্যাদা ও অধিকার দিয়েছে তা যদি তারা পুরোপুরিভাবে বুঝতে পারতো, তাহলে হয়তো তারা সেই অধিকার ও মর্যাদা আদায় করার জন্য আন্দোলন করতো! হে আপুরা, তোমরা তো আমার মায়ের জাতি, তোমরা কি চাওনা সমাজের সকল মানুষ তোমাদেরকে সন্মান করুক???
সুতরাং আপুদের অনুরোধ করবো, দয়া করে ইসলামকে পরিপূর্ণ ভাবে বুজার ও মেনেচলার চেষ্টা করুন। হিজাব কে মন থেকেই কবুল করুন, আপনার নিরাপত্তার জন্য হিজাবই যথেষ্ট।
বিষয়: বিবিধ
২১৪১ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Eita to ojuhat o hoilo na, sref vondami hoilo ...
ভালো লাগ্লো লেখাটি। জাযাকাল্লাহ।
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ @প্রিয়ন্তি
স্বীয় সম্মান-মর্যাদা কেই যদি স্বেচ্ছায় ভূলন্ঠিত করে তাহলে অন্যের বেশী কিছু করার থাকে না!
তেমনি... নারী জাতির বৃহতাংশই নিজেদের ব্যাপারে বেখেয়াল! ওদের নিয়ে খেলবে না কী হবে........।!!!
০ এখনকার সমাজ এই ধারনা থেকে বের হয়ে এসেছে । নাট্যভিনেত্রী প্রভার আমাদের সামনে তার জ্বলন্ত উদাহরণ ।
চলচিত্র অভিনেত্রী হ্যাপী সমাজকে বড় একটা লেসনই দিচ্ছে ।
মেয়েরা এখন আর আগের মত মুখ বুঝে সহ্য করার মানসিকতায় নেই ।
০ আর নারীরা ইসলামের বিপরীতে মনুষ্য আইন নিজেদের সুবিধা মত ব্যবহার করছে ।
আপনার এই কথাটা কিন্তু ধর্ম বলে নাই। ধর্ম বলছে অপরাধ/কেলেঙ্কারী হচ্ছে ঘৃনীত কার্য। সেটা ছেলে করুক বা মেয়ে করুক। দঃখ জনক হলেও সত্য যে আজকের কিছু কিছু ইসলাম পন্থী মেয়েদের দোষ নিয়ে বেশি ঘাটাঘাটি করে। যার ফলে ইসলাম বিদ্ধেষিগন নারীবাদী হওয়ার সুযোগ পায় ।
নারী কেন বাবার সম্পত্তিতে ভাইয়ের সাথে দুইভাগের এক পেয়ে মন করে বসে থাকবে? সে স্বামীর বাড়িতেও পাচ্ছে। এতো গেলো সম্পত্তির ভাগের কথা। সম্মান?
দেখুন আল্লাহর রাসূল কি বলেন-
আয়েশা (রাঃ) থেকে বর্ণিত, । আমি রাসূল কে প্রশ্ন করিঃ 'নারির ওপর সর্বাধিক অধিকার কার? তিনি উত্তরে বলেন,ঃ তার স্বামীর। তারপর আমি জিজ্ঞেস করি, পুরুষের ওপর সর্বাধিক কার? তিনি উত্তর দেন যে, তার মায়ের।
দেখুন। স্ত্রীর উপর স্বামীকে অগ্রাধাকিরা দিয়েছেন, অথচ স্বামীর ওপর স্ত্রীকে অগ্রাধিকার দেন নি সত্য, কিন্তু সন্তানের ওপর? বাবা কে দিয়েছেন অগ্রাধিকার? দেন নি। দিয়েছেন মা কে। তাহলে নারী পুরুষের মর্যাদা কতইনা সুন্দর ভাবে সমান করে দিয়েছেন।
আর মূর্খরাই কেবল বেহুদা তর্ক করে।
মন্তব্য করতে লগইন করুন