রিজার্ভ ফের ৩৩ বিলিয়ন ডলার

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৬ আগস্ট, ২০১৭, ০৭:২৪:৪৯ সন্ধ্যা

অর্থবছরের শুরুতে রেমিটেন্স ও রপ্তানি বৃদ্ধিতে ভর করে ১৭ বছরের মাথায় বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার ভাণ্ডার ফের তিন হাজার ৩০০ কোটি (৩৩ বিলিয়ন) ডলার ছাড়িয়েছে। চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিটেন্স ১১ শতাংশ বেড়েছে। গত অর্থবছরে রপ্তানি আয়ে কম প্রবৃদ্ধি হলেও (১.১৬ শতাংশ) জুলাই মাসে প্রবৃদ্ধি হয়েছে ২৬ শতাংশের বেশি। গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বাড়ছে রিজার্ভ। গত বছরের ১ সেপ্টেম্বর অর্থনীতির অন্যতম প্রধান এই সূচক ৩১ বিলিয়ন ডলার ছাড়ায়। ৪ নভেম্বর ছাড়ায় ৩২ বিলিয়ন ডলার। গত ২২ জুন অতীতের সব রেকর্ড ছাপিয়ে রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার অতিক্রম করে। নতুন অর্থবছরে রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়ার কারণেই বাড়ছে রিজার্ভ।



বিষয়: বিবিধ

৬৫৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383800
১৭ আগস্ট ২০১৭ সকাল ০৯:০৬
হতভাগা লিখেছেন : লাভ কি ?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File