ভারত, পাকিস্তান ও নেপালের চেয়েও শান্তিপূর্ণ বাংলাদেশ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২১ জুন, ২০১৭, ০৪:৪১:৫৯ বিকাল
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ দেশ হিসেবে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে নেপাল, ভারত, পাকিস্তান ও আফগানিস্তান। আর বাংলাদেশের ওপরে রয়েছে ভুটান ও শ্রীলঙ্কা। সিডনি ভিত্তিক থিংক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ইকনোমিকস অ্যান্ড পিস’(আইইপি) প্রকাশিত গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই) ২০১৭-এ বাংলাদেশ এই অবস্থানে রয়েছে। তালিকায় থাকা ১৬৩টি দেশের মধ্যে ২.০৩৫ স্কোর নিয়ে বাংলাদেশের অবস্থান ৮৪তম। তিন ভাগে বিভক্ত ২৩টি নির্দেশক (ইনডিকেটর) বিবেচনায় নিয়ে শান্তি পরিমাপ করেছে আইইপি। এই নির্দেশকগুলোর মধ্যে রয়েছে, সামাজিক নিশ্চয়তা, নিরাপত্তা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সংঘাতের মাত্রা ও সামরিকীকরণ। বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশগুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে আইসল্যান্ড। ২০০৮ সাল থেকেই দেশটি শীর্ষ স্থান ধরে রেখেছে। তালিকায় আইসল্যান্ডের পর রয়েছে নিউজিল্যান্ড, পর্তুগাল, অস্ট্রিয়া ও ডেনমার্ক। আর যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান ও সিরিয়া তালিকার তলানিতে রয়েছে। জিপিআই অনুযায়ী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভুটান সবচেয়ে শান্তির দেশ। তালিকায় ভুটানের অবস্থান ১৩তম। ভুটানের পর রয়েছে শ্রীলঙ্কা (৮০), বাংলাদেশ (৮৪), ভারত (১৩৭), পাকিস্তান (১৫২) ও আফগানিস্তান (১৬২)। বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে। তবে সেই রাষ্ট্রকে পরিপূর্ণভাবে গড়ার সময় তিনি পাননি। স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ঘাতকদের হাতে সপরিবারে নিহত হন। দীর্ঘ ২১ বছর পর ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে একে একে নানান কর্মসূচি হাতে নেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৪ সালে তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পরপরই যার সুফল পেতে শুরু করেছে বাংলাদেশের জনগণ। তার দুরদর্শী নেতৃত্বের কারণেই অতীতে চিহ্নিত কুচক্রিদের দোসরদের অপশাসনে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হওয়ায় সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ আজ উন্নয়নের পথে অব্যাহত অগ্রযাত্রায় বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে। যাদুকরী নেতৃত্ব দিয়ে একের পর এক সাফল্য ছিনিয়ে আনছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এগিয়ে যাচ্ছে সোনার বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৬৩০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন