দেশের বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থই সবার আগে

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১১ জুন, ২০১৭, ০৫:৪০:৪৫ বিকাল



আইন তার নিজস্ব গতিতে চলবে। কেউই ছাড় পাবে না। যদিও আমরা অতীতে দেখেছি বিএনপি-জামায়াত শাসন আমলে ওরিয়েন্টাল ব্যাংকটি পুরো ধসে গেল, কোনো আইনি ব্যবস্থাই নেয়া হয়নি। বর্তমানে যেখানেই অনিয়ম হচ্ছে সেখানেই ব্যবস্থা নেয়া হচ্ছে। অথচ কিছু অপশক্তি প্রতিনিয়ত অপপ্রচার করে যাচ্ছে। ‘লুটেরা চক্র’ শব্দটা এখন একটা গল্প হয়ে গেছে। সকল যুক্তি যেখানে হারিয়ে যায়, সেখানেই চলে আসে এই শব্দের ব্যবহার। পদ্মা সেতু নিয়েও এরকমই গল্প ফাঁদা হয়েছিল। সুশীল সমাজ আর বিএনপি-জামায়াত-বামাত দল বেঁধে মিথ্যা প্রচারণায় নামলো। কিন্তু দেখা গেল কি? কানাডিয়ান কোর্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলো। তথ্য প্রমাণ আর যুক্তি যে সমাজে নেই, আছে শুধু কথার ফুলঝুরি সে সমাজ এগিয়ে যায় না। এর আগে সব ধরনের আমানতেই (এমনকি ১,০০,০০০ টাকার নিচে আপনার ২০,০০০ হলেও) ৫০০ টাকা শুল্ক ছিল। নতুন প্রস্তাবে ১,০০,০০০ টাকার নিচের আমানতে এটা সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। বাংলাদেশের ব্যাংকগুলোতে মোট আমানতকারীর শতকরা ৮০% ভাগের আমানত ১,০০,০০০ টাকার নিচে। সরকার এই বাজেটে কৃষক, জেলে, কামার, কুমার, দিনমজুর, রিকশাচালক, শ্রমিক, গার্মেন্টকর্মীসহ এই ৮০ ভাগ ডিপোজিটরদের পয়সা রহিত করেছেন। যা আগে ছিল ১৫০ কিংবা ২৫০। তাহলে যারা ‘সরকার ব্যাংকে আমার জমা টাকা সব নিয়ে গেল’ বলে চেঁচামেচি করছেন তারা কারা? সরকার তো দেশের বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থই সবার আগে দেখবে। তাই না? ৮০% গরিব মানুষকে এখন কোনো পয়সা দিতে হবে না। এটা কি খুব খারাপ হলো? আমানতের ওপর শুল্ক থাকা উচিত কিনা, এটা একটা মৌলিক প্রশ্ন। এই প্রশ্ন আপনি তুলতেই পারেন। কিন্তু এটা তো নতুন নয়। আগেও ছিল। শুধু গরিব মানুষদের এটা থেকে রেহাই দেয়া হয়েছে আর যাদের অপেক্ষাকৃত বেশি টাকা আছে তাদের ক্ষেত্রে কিছুটা বাড়ানো হয়েছে। মৌলিক প্রশ্ন উঠিয়ে যদি বলেন যে আমানতের ওপর শুল্ক থাকাই উচিত না, আমি আপনার সঙ্গে একমত হবো এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিবেদনও করবো এটিকে উঠিয়ে দেয়ার জন্য। কিন্তু, আপনার কাছে আমার মৌলিক প্রশ্ন থেকেই যাবে, দেশের গরিব মানুষ যখন এই কর দিচ্ছিল আপনি তখন কথা বলেননি কেন? তাহলে কি দেশ চলবে শুধুমাত্র ২৫ লাখ ফেসবুক ব্যবহারকারীদের স্বার্থ শুধু রক্ষা করে, যারা চাইলেই ‘হাউকাউ’ বাঁধাতে পারে? তাই শেখ হাসিনাকেই দেশের বৃহত্তম জনগোষ্ঠীর স্বার্থচিন্তা করতে হয়।

বিষয়: বিবিধ

৬৪১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383335
১২ জুন ২০১৭ রাত ১২:০৯
মনসুর আহামেদ লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File