ক্রিকেট কিংবদন্তিদের প্রশংসায় ভাসছে টাইগাররা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১০ জুন, ২০১৭, ০৪:২৫:৪০ বিকাল

সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর ব্যাটে যে রূপকথার জন্ম কার্ডিফে, সেটি মুখে মুখে ফিরবে বহুকাল। শুধু বাংলাদেশের মানুষের মুখে মুখে না, ঘুরবে বিশ্ব ক্রিকেটের প্রতি অলিতে গলিতে। নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার চ্যাম্পিয়ন্স ট্রফিকে অবিশ্বাস্য এক জয়ের কীর্তি গড়েছে টাইগাররা। আর তাদের এই জয়ের পর বিশ্ব ক্রিকেটের বর্তমান-সাবেক বহু কিংবদন্তি প্রশংসার জোয়ারে ভাসিয়ে চলেছেন বাংলাদেশকে। শ্রীলঙ্কার সাবেক উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা ক্যারিয়ারের শুরু থেকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। এখন বিপিএলে খেলেন। বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটেও সাফল্য তার অনেক। সেই সাঙ্গাকারা বাংলাদেশের ৫ উইকেটের বিস্ময়কর জয় দেখে টুইট করেছেন, 'টাইগারদের অসাধারণ চেষ্টার ফল। সাকিব আর মাহমুদউল্লাহ দারুণ ব্যাট করলো। অসাধারণ লড়াই ও স্পিরিট।' ফিরে আসার গল্প যদি বলেন একে তাহলে ইংল্যান্ডের মাইকেল ভন বুঝি এটাকেই এগিয়ে রাখবেন অনেক খেলার আগে। ৩৩ রানে ৪ উইকেট নেই। এরপর সাকিব-মাহমুদউল্লাহর ২২৪ রানের জুটি পঞ্চম উইকেটে। যেটি ক্রিকেট ফোকলোরে জায়গা করে নেবে অনায়াসে। সাকিব ১১৪ রান করে জয়ের দরজায় গিয়ে আউট। ১০২ রানে অপরাজিত থেকে মাহমুদউল্লাহ জয়ের উৎসব করতে করতে ফেরেন। আর এসব দেখে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ভনের টুইট, 'এর চেয়ে ভালো ওডিআই পার্টনারশিপ দেখেছি বলে মনে করতে পারছি না। জিততেই হবে এমন ম্যাচে ৩৩ রানে ৪ উইকেট নেই, বল সুইং করছে। ক্যারিবিয়ান গ্রেট ইয়ান বিশপ ছিলেন মাঠেই। ধারাভাষ্যকার দলে। ম্যাচশেষে সাক্ষাৎকার পর্বটাও করেছেন তিনি। তারপরও সব কাজ শেষ করে কতোটা বিস্ময়ে অভিভূত মন নিয়ে ফিরেছেন তা স্পষ্ট বিশপের টুইটে, '৩৩ রানে ৪ উইকেট থেকে এটা এক কথায় বাংলাদেশের অবিশ্বাস্য কাণ্ড।' নিউজিল্যান্ডেরই সাবেক অল-রাউন্ডার স্কট স্টাইরিসও বাংলাদেশকে করেছেন কুর্নিশ, 'অভিবাদন টাইগাররা'।

বিষয়: বিবিধ

৬৯৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

383320
১০ জুন ২০১৭ বিকাল ০৫:৫২
হতভাগা লিখেছেন : আমাদের চ্যাম্পিয়নস্‌ ট্রফিতে পাবার আর কিছু নেই । যা হবে তা বোনাস।
383322
১০ জুন ২০১৭ রাত ১১:৩৫
মনসুর আহামেদ লিখেছেন : ভালো লাগলো , অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File