শীঘ্রই সুদিন ফিরছে সোনালি আঁশের
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৪ মে, ২০১৭, ০৬:২৮:৩০ সন্ধ্যা
সোনালি আঁশ খ্যাত পাটের সুদিন ফিরছে শিগগিরই। বর্তমান সরকারের নানা উদ্যোগে এরই মধ্যে দৃশ্যমান হয়েছে বিষয়টি। পাট দিবসের পর পাট রক্ষায় তহবিল গঠনের উদ্যোগ নেয় সরকার। এবার প্রক্রিয়াজাত কৃষিপণ্য হিসেবে পাট স্বীকৃতি পাচ্ছে। আর এ স্বীকৃতির পরই রফতানিতে ২০ শতাংশ নগদ ভর্তুকি পাবেন রফতানিকারকরা। এছাড়া মিলবে অল্প সুদে ঋণ। এ উদ্যোগ অব্যাহত থাকলে খুব শিগগিরই পাটের সুদিন ফিরবে। বর্তমানে বৈচিত্র্যকৃত পাটজাত পণ্য রফতানির ক্ষেত্রে ২০ শতাংশ নগদ ভর্তুকি দেয়া হচ্ছে। পাটজাত চূড়ান্ত দ্রব্য (হেসিয়ান, সেকিং ও সিবিসি) ক্ষেত্রে ৭ দশমিক ৫০ শতাংশ এবং পাট সুতার ক্ষেত্রে ৫ শতাংশ নগদ ভর্তুকি পেয়ে আসছেন রফতানিকারকরা। কৃষিপণ্য (শাকসবজি/ফলমূল) ও প্রক্রিয়াজাত (এগ্রোপ্রসেসিং) কৃষিপণ্য রফতানি খাতে রফতানি ভর্তুকি রয়েছে ২০ শতাংশ। পাটকে প্রক্রিয়াজাত কৃষিপণ্য হিসেবে চূড়ান্ত স্বীকৃতির পর এ খাতেও ২০ শতাংশ রফতানিতে নগদ ভর্তুকি দেয়া হবে। ব্যাংক থেকে অল্প সুদে ঋণ পাওয়া যাবে। তবে বর্তমানে পাটকাঠি থেকে উৎপাদিত কার্বন রফতানিতে ভর্তুকি রয়েছে ২০ শতাংশ। পাটকে ছোট করে দেখার সুযোগ নেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে এখন পর্যন্ত পাটের গুরুত্ব অপরিসীম। স্বাধীনতা-পূর্ব বাংলাদেশের একমাত্র অর্থকরী ফসল ছিল পাট। বাংলার পাটের আয় থেকেই সে সময়কার পাকিস্তান সমৃদ্ধ হতো। নানা কারণে পাটের ঐতিহ্য হারিয়ে যায়। কিন্তু মুক্তিযুদ্ধকালীন এ পণ্যটি যে আসলে আমাদের স্বাধীনতাযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত ছিল, সেটি অস্বীকার করার সুযোগ নেই। পাটকে প্রক্রিয়াজাত কৃষিপণ্য হিসেবে ঘোষণা করা দীর্ঘদিনের। এটি এখন বাস্তবায়ন হওয়ার পথে। এতে যে শুধু ব্যবসায়ীরা লাভবান হবেন, সেটি সত্য নয়। কারণ পাটের সঙ্গে কৃষক জড়িত। কৃষক যদি পাট বিক্রি করতে না পারে, তাহলে তারা পাট চাষে আগ্রহী হবেন না। আর পাট বিক্রি করে যদি ন্যায্যমূল্য না পান, তাহলেও তারা পাট চাষে আগ্রহ হারাবেন। একই সঙ্গে পাট কিনে যদি ব্যবসায়ীরা লাভবান না হন, তাহলে তারা এ ব্যবসায় থাকবেন না। পাটকে প্রক্রিয়াজাত কৃষিপণ্য হিসেবে ঘোষণা করা হলে এ খাতের ভর্তুকির হার বাড়বে। ব্যাংক থেকে অল্প সুদে ঋণ পাওয়া যাবে। পাটের সঙ্গে বাংলাদেশের প্রায় ৩ কোটি মানুষ প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত। পাটে সুযোগ-সুবিধা বাড়লে এসব মানুষেও ভাগ্যের পরিবর্তন আসবে। বিশেষ করে পাট যে এক সময় বাংলাদেশের সোনালি আঁশ ছিল এটি আবার পুনর্জীবিত হবে।
বিষয়: বিবিধ
৭০৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন