দেশে পরিবেশবান্ধব কারখানার নীরব বিপ্লব ঘটছে

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৮ মে, ২০১৭, ০৬:৫৮:২৫ সন্ধ্যা

বিশ্বব্যপী বাংলাদেশের গার্মেন্টস নিয়ে সরব আলোচনার মধ্যে অনেকটা নীরবেই বিশালসংখ্যক পরিবেশববান্ধব ও কর্মপরিবেশসম্পন্ন কারখানা স্থাপন হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক কারখানা ইতোমধ্যে আন্তর্জাতিক স্বীকৃতিও লাভ করেছে। এ পর্যন্ত ৬৭টি গার্মেন্টস ও টেক্সটাইল কারখানা ‘গ্রীন ফ্যাক্টরি’ হিসেবে যুক্তরাষ্ট্রের গ্রীন বিল্ডিং কাউন্সিলের স্বীকৃতি পেয়েছে। আরো ২২৭টি কারখানা পরিবেশবান্ধব হিসেবে গড়ে উঠছে। পরিবেশবান্ধব কারখানা প্রতিষ্ঠার ক্ষেত্রে এক ধরনের নীরব বিপ্লব চলছে। সবচেয়ে বেশি পরিবেশবান্ধব স্থাপনা এখন বাংলাদেশে! শুধু তাই নয়, পরিবেশবান্ধব কারখানার মান বিচারে বিশ্বের শীর্ষস্থানে থাকা তিনটি কারখানাও বাংলাদেশে। এর মধ্যে দুটি নারায়নগঞ্জে আর একটি পাবনার ঈশ্বরদী ইপিজেডে। আর ইউএসজিবিসির’ তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ দশে থাকা পরিবেশবান্ধব কারখানার সাতটিই বাংলাদেশের। চারটি ক্যাটাগরিতে পরিবেশবান্ধব হিসেবে সনদ দিয়ে থাকে ইউএসজিবিসি। পরিবেশবান্ধব স্থাপনার শর্ত পরিপালন বিবেচনায় প্লাটিনাম, গোল্ড, সিলভার হিসেবে সনদ দেওয়া হয়। এর বাইরে কেবল পরিবেশবান্ধব হিসেবেও সনদ দেওয়া হয়। সব ধরনের শর্ত পরিপালন করা হলে সেটি প্লাটিনাম হিসেবে বিবেচিত হয়। বাংলাদেশে এরকম কারখানার সংখ্যা ১৩টি। এর পেছনে থাকা কারখানা গোল্ড ও তার পেছনে থাকা কারখানা সিলভার হিসেবে সনদ পায়। দেশে গোল্ড ও প্লাটিনাম সনদ পাওয়া কারখানা যথাক্রমে ২০ ও ২৭টি। আর সাধারনভাবে পরিবেশবান্ধব হিসেবে সনদ পাওয়া কারখানা ৭টি। পরিবেশবান্ধব স্থাপনার তালিকায় থাকা ইউএসজিবিসি’র লিডারশিপ ইন এনার্জি এন্ড এনভায়রনমেন্টাল ডিজাইন সনদ পেয়েছে শীর্ষ কারখানা নারায়ণগঞ্জের রেমি হোল্ডিংস। ১২০ কোটি টাকা ব্যয়ে স্থাপন করা বিটপি গ্রুপের এ কারখানাটি নিট পোশাক তৈরি করে থাকে। এ গ্রুপের আরেকটি পরিবেশবান্ধব কারখানা মানিকগঞ্জে তারাসিমা অ্যাপারেলস। রেমি হোল্ডিংস কারখানাটি পরিবেশবান্ধব হিসেবে সব ধরনের শর্ত পরিপালনের ক্ষেত্রে ১১০ নম্বরের মধ্যে ৯৭ পেয়ে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ভালো অর্ডার পাচ্ছে তারা। ক্রেতাদের কাছে বার্তা গেলে আরো বাড়বে। বাংলাদেশে এখন ইউএসজিবিসি’র সনদপ্রাপ্ত কারখানার সংখ্যা সর্বোচ্চ। দিন দিনই প্রতিযোগিতা বাড়ছে। মূলত প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে এসব কারখানা স্থাপন করা হচ্ছে। বাংলাদেশের প্রতিনিধিত্বকারী এসব কারখানা আমাদের গর্ব। এভাবেই এগিয়ে যাক বাংলাদেশ।

বিষয়: বিবিধ

৭৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File