আজব দেশে আছে কতনা আজানা আজব প্রানী
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২২ এপ্রিল, ২০১৭, ০৭:২৩:৪২ সন্ধ্যা
আজব এই দেশে আছে কতনা আজানা আজব প্রানী আবার কত পরিচিত প্রানির অজানা ইতিহাস। তারই একটি প্রানি হল প্রজাপতি। সবার পরিচিত কিন্তু তারও আছে অজানা ইতিহাস। সুনির্দিষ্ট গাছ ছাড়া কখনও ডিম দেয় না প্রজাপতি। তাই একেক জাতের প্রজাপতির বেঁচে থাকার জন্য দরকার একেক জাতের গাছ। আবার পরাগায়নের মাধ্যমে গাছের বংশ বৃদ্ধিতেও মূল ভূমিকা রাখে এই পতঙ্গ। তাই প্রজাপতিকে বলা হয় পরিবেশের সূচক। যেখানে যত বেশি জাতের প্রজাপতি আছে সেখানকার পরিবেশ তত ভাল। পাখায় পাখায় রঙ ছড়ায় ছবি আঁকা জামা গায়ে উড়ে উড়ে যায়। রংধনুর সাত রঙে সাজানো এই প্রজাপতি শুধু সৌন্দর্যের আধারই নয় পরাগায়নের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যত বেশি গাছ তত বেশি প্রজাপতি। কারণ এক এক জাতের প্রজাপতি, ডিম দেয়ার জন্য বেছ নেয় ভিন্ন ভিন্ন গাছ। যেখানে যত বেশি প্রজাপতি সেখানকার পরিবেশ ততই ভাল। সূর্যের আলো না পেলে উড়তে পারেনা প্রজাপতি। তারা ওড়ার আগে ডানা মেলে যে সৌরশক্তি নেয় তা অধুনিক সোলার প্যানেলের চেয়ে আশি গুণ বেশি। আবার মানুষ যেখানে মাত্র তিনটি রং দেখতে পায়, প্রজাপতি দেখে সাত রঙ। প্রকৃতিতে মিলবে না প্রজাপতির রঙীন পাখা এমন তো হতে পারে না।
বিষয়: বিবিধ
৬২৯ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন