প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সাইবার অপরাধ সচেতনতায়
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৯ এপ্রিল, ২০১৭, ০৭:৩২:৩৭ সন্ধ্যা
সাইবার অপরাধ বাংলাদেশসহ সারা বিশ্বেই একটি বড় অপরাধে দাঁড়িয়েছে। বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে সাইবার অপরাধ। অল্প বয়সী মেয়েরা যার প্রধান শিকার। অনেক সময় তারা বুঝতে পারেনা কি করবে, কাকে জানাবে? অনেকে এমনকি আদৌ কাউকে জানায় না। নীরবে ব্ল্যাকমেইলের শিকার হয়, হতে থাকে। তথ্য মন্ত্রণালয়, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যৌথ আলোচনায় দেখা গেছে, বাংলাদেশে সাইবার অপরাধের শিকার মানুষের বড় অংশটি অল্পবয়সী নারী বা কিশোরী মেয়েরা। সেকারণে সাইবার হয়রানির শিকার হওয়া ঠেকানো এবং সাইবার অপরাধের শিকার হলে করনীয় সম্পর্কে সচেতন করার জন্য স্কুল কলেজের প্রায় সাড়ে ১০ হাজার ছাত্রীকে প্রশিক্ষণ দেবার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে আট বিভাগের মোট ৪০টি স্কুলের নবম ও দশম শ্রেণীর ছাত্রীদের প্রশিক্ষণ দেয়া হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে তাদের হাতে কলমে শেখানো হবে সাইবার আক্রমণের বা অপরাধের শিকার না হওয়ার কি কি উপায় ও সতর্কতা রয়েছে। সেই সঙ্গে কোনভাবে অপরাধের শিকার হলে কি কি আইনি সুরক্ষা মেয়েটি পেতে পারে, কোথায় অভিযোগ করতে হবে, কার কাছে প্রতিকার চাইতে হবে। এছাড়া সরকার ৯৯৯ নামে একটি হটলাইন চালু করেছে, যেখানে সাইবার অপরাধের শিকার হলে এই হটলাইনে ফোন করে অভিযোগ জানাতে পারে। এভাবে সরকার দেশের নারীসহ সকল মানুষকে সাইবার অপরাধ থেকে বাঁচাতে এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছে।
বিষয়: বিবিধ
৭৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন