পচা স্লোগানের রাজনীতি তাদের একমাত্র সম্বল

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১২ এপ্রিল, ২০১৭, ০৫:১৪:৫১ বিকাল



ভারতের সঙ্গে কোন চুক্তি হলেই একটি পক্ষ বলছে দেশ বিক্রি হচ্ছে। এটি একটি স্লোগান। স্লোগানটির বয়স ষাট-সত্তর বছর পেরিয়ে গেছে। এটাকে এখন ফসিল বলা চলে। একুশ শতকে এই ধরনের বস্তাপচা স্লোগানের টিকে থাকার কথা নয়, জনমনে কোন আবেদন থাকারও কথা নয়। কিন্তু বাংলাদেশে একটি মহলে স্লোগানটি চমৎকারভাবে বেঁচে আছে এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য এখনও ব্যবহৃত হচ্ছে। যে মহলটি স্বাধীনতার আগে স্লোগানটি ব্যবহার করতেন তারা পরিচিত ছিলেন সাম্প্রদায়িক মুসলিম লীগ নামে। সাপ যেমন একটা নির্দিষ্ট সময়ের পর খোলস পাল্টায়, বাংলার স্বাধীনতার পর মুসলিম লীগও তেমনি খোলস পাল্টেছে। এর নাম এখন বিএনপি। বাংলাদেশে তেমনি মুসলিম লীগপন্থীরা নাম ও খোলস পাল্টে হয়েছে বিএনপি। মুসলিম লীগের একই চরিত্র এবং একই বুলি বিএনপিরও। তৎকালীন বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের গণতান্ত্রিক ও সেক্যুলার রাজনৈতিক নেতা এবং দলগুলোকে মুসলিম লীগ নেতারা নাম দিয়েছিলেন ভারতের চর। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যার নেতৃত্বে ১৯৪৬ সালে অবিভক্ত বাংলায় মুসলিম লীগ সাধারণ নির্বাচনে জয়ী না হলে পাকিস্তান প্রতিষ্ঠিত হতো না, তাকে পাকিস্তানের মুসলিম লীগ সরকারের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান ‘ভারতের দালাল’ আখ্যা দেয়া হয়েছিল। মওলানা ভাসানী, যার অক্লান্ত পরিশ্রমে সিলেটের গণভোটে অসম থেকে বিচ্ছিন্ন হয়ে সিলেট পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়, সেই ভাসানীকে মুসলিম লীগ শাসকরা আখ্যা দিয়েছিলেন ‘ভারতের তাঁবেদার মওলানা’। মুসলিম লীগ ও তার সরকারের হাতে শেরে বাংলা ফজলুল হককে পর্যন্ত নির্যাতিত হতে হয়েছে। এই শেরে বাংলাই ১৯৪০ সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব উত্থাপন করেছিলেন। পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর তাকেই বলা হলো ভারত ও হিন্দুর দালাল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তো একই অভিযোগে আগরতলা মামলায় ঝুলিয়ে ফাঁসি দেওয়ার আয়োজন করা হয়েছিল। সেই পুরনো, পচা স্লোগান এখন তোলা হয়েছে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। বেগম খালেদা জিয়া এবং তার সঙ্গে তার দলের নেতা ও পাতি নেতারা পর্যন্ত বলতে শুরু করেছেন, দিল্লি চুক্তি দ্বারা শেখ হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়ে এসেছে। কোন তথ্য প্রমাণের প্রয়োজন নেই। বিএনপি নেতাদের হাতে তা নেইও। তাই পচা ও বাসি স্লোগানের রাজনীতি আবার তাদের করতে হচ্ছে। কোন সুস্থ ও সঠিক কর্মসূচী তাদের হাতে না থাকায় এই পচা স্লোগানের রাজনীতি তাদের একমাত্র সম্বল।

বিষয়: বিবিধ

৮০৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

382630
১২ এপ্রিল ২০১৭ রাত ১১:৫৯
আকবার১ লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File