প্রয়োজন একটি সুখী সুন্দর বাসযোগ্য পরিবেশ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৭ এপ্রিল, ২০১৭, ০৭:৩৪:৪৭ সন্ধ্যা
একটি দেশকে সুখী ও সুন্দরতম বাসযোগ্য করতে হলে প্রয়োজন সেই দেশের পরিবেশ প্রথমে ঠিক করা। সমাজে চলাফেরার নিরাপত্তা নিশ্চিত করা। দিন দিন দেশে বখাটেদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে উদ্বেগজনকভাবে। সামাজিক অনৈক্য ও বিশৃঙ্খলার সুযোগ নিয়ে তারা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। আমাদের দেশে বখাটেদের নারী উত্ত্যক্ত করার ঘটনা নজরে আসে গত শতকের আশির দশকের দিকে। বর্তমানে এই সামাজিক ব্যাধিটি ধারণ করেছে ভয়াবহ আকার। স্কুলছাত্রী হতে শুরু করিয়া তরুণী, এমনকি কর্মজীবী নারীদের রাস্তাঘাটে, এলাকায়, স্কুল-কলেজের সামনে পথ আটকিয়ে টিটকারী, অশালীন অঙ্গভঙ্গিসহ নানাভাবে উত্ত্যক্ত করছে বখাটেরা। এখন তারা এই কাজে মোবাইল, ফেসবুকসহ নানা প্রযুক্তিরও ব্যবহার করছে। অনেক সময় অভিযোগ করলেও হুমকিতে নীরবে ফিরে আসতে হয় অভিভাবকদের। ফলে অনেক সময় বাধ্য হয়ে স্কুল-কলেজে আসা-যাওয়া বন্ধ করে দেয় ছাত্রীরা। কখনো কখনো তাকে বাল্যবিবাহের শিকার হতে হয় বা অপমান-অভিমানে দিতে হয় আত্মাহুতি। কখনো কখনো প্রতিবাদ করেতে গিয়ে সে বা তাহার আত্মীয়-স্বজন হামলার শিকার হয়। দিতে হয় প্রাণও। বাধা না পাওয়ায় বা বিচার না হওয়ায় বখাটেরা এভাবেই অপ্রতিরোধ্য হইয়া উঠিতেছে। সাধারণত যারা বখাটেপনা করে, তারা হয় ধনীর দুলাল কিংবা কোনো পরিবারে অনাদরে বেড়ে ওঠা, বেকারত্বের শিকার বা মাদকাসক্ত কোনো তরুণ। এটা ছাড়া বখাটে হতে পারে কোনো বিকৃত মন-মানসিকতাসম্পন্ন ব্যক্তিও। বখাটেপনার সহিত মূল্যবোধ, সামাজিক অবক্ষয়, প্রকৃত শিক্ষা ও সুস্থ সংস্কৃতির অভাব, বৈষম্য এবং হতাশা ইত্যাদি জড়িত। তাই তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এই সামাজিক ব্যাধি হইতে পরিত্রাণ পাইতে হলে মূল্যবোধের অবক্ষয় দূর করা প্রয়োজন। ফিরিয়ে আনা প্রয়োজন সামাজিক অনুশাসন। বখাটেপনাসহ সকল অন্যায়-অপকর্মের বিরুদ্ধে দরকার সামাজিক ঐক্য। সেই সাথে সকল মা বাবার তাদের ছেলে মেয়েদের ছোট থেকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে তাহলেই দেশ থেকে এই বখাটেদের দৌরাত্ম্য কমে যাবে, সৃষ্টি হবে একটি বাসযোগ্য সুন্দর পরিবেশ।
বিষয়: বিবিধ
৬৮৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন