মেড ইন বাংলাদেশ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ০৩:৫০:১০ দুপুর
সাশ্রয়ী দাম আর গুণগতমানে সেরা বলে বাংলাদেশের ডেনিম বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়। ডেনিম খাতে ব্যবসায়ীরা বিনিয়োগ বাড়ানোর কারণে বিদেশী ক্রেতারা আগ্রহী হচ্ছেন বাংলাদেশের ডেনিমের প্রতি। জিন্স নামে পরিচিত ডেনিম পোশাক তৈরিতে নতুন সম্ভাবনার নাম এখন বাংলাদেশ। কেবল তৈরিই নয়; ইউরোপের বাজারে রফতানির ক্ষেত্রেও টানা তিন বছর ধরে শীর্ষ অবস্থানে রয়েছে। বিশ শতকের মাঝামাঝি মার্কিন মুলুকে এর ব্যবহার শুরু হলেও বাংলাদেশ এখন এর অন্যতম উৎপাদনকারী দেশ। মাত্র তিন দশকের মধ্যে গড়ে উঠেছে ২৭টি বড় উৎপাদনকারী প্রতিষ্ঠান। আরও কিছু কারখানা প্রক্রিয়াধীন। বিশেষজ্ঞরাও ‘ডেনিম বা জিন্স পণ্যকে’ তৈরি পোশাক খাতের নতুন এক সম্ভাবনা হিসেবে দেখছেন। এই খাতের সম্ভাবনা কাজে লাগাতে হলে বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। ডেনিম উৎপাদনে বাংলাদেশে সম্ভাবনা আছে। কিন্তু নতুন কারখানা তৈরিতে পানি, গ্যাস এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের অভাব রয়েছে। যা এ খাতের সম্ভাবনার অন্তরায় হিসেবে কাজ করছে। পানি, গ্যাস এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের সমাধানে ইতিবাচক উদ্যোগ নিলে ডেনিম খাতে বড় পরিবর্তন আসতে পারে। ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী গত তিন বছর ধরে ইউরোপের বাজারে ডেনিম পোশাক রফতানিতে শীর্ষে বাংলাদেশ। ২০১৬ সালের প্রথম ছয় মাসে যার পরিমাণ ছিল ৫৬ কোটি ইউরো। অপর এক তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ডেনিম পোশাক রফতানিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়। গত বছর প্রথমার্ধে যেখানে রফতানির পরিমাণ ১৮ কোটি ৬৩ লাখ ডলার। বিশ্বে বর্তমানে ডেনিমের বাজার ৬ হাজার কোটি ডলারের। যদিও সেখানে বাংলাদেশ রফতানি করতে পারে মাত্র ৩৫০ থেকে ৩৭০ কোটি ডলার। কাজেই ব্যবসায়ীরা মনে করেন, এখানে বড় সুযোগ রয়ে গেছে বাংলাদেশের। ১৯৯২ সালের নভেম্বরে বিশ্বের ১১তম ডেনিম সরবরাহকারী দেশ হিসেবে স্বীকৃতি মেলে বাংলাদেশের। এর আগের বছরের তুলনায় সরবরাহ ৭৫ শতাংশ বৃদ্ধি পাওয়াই মেলে এ স্বীকৃতি। পরে ১৯৯৬ সাল থেকে তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো দেশীয় ডেনিম কাপড়ের ওপর নির্ভর করতে শুরু করে। ২০১৪ সালে বাংলাদেশ ইউরোপের বাজারে ১৭ কোটি পিসের বেশি ডেনিম পোশাক বিক্রি করে আয় করেছে প্রায় ৯৪ কোটি ডলার। অথচ একই সময়ে চীন একই বাজারে বিক্রি করে মাত্র সাড়ে ১১ কোটি পিস। ডেনিমের বিশাল বিশ্ববাজারে বাংলাদেশ সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন তথ্য বিশ্লেষণে দেখা গেছে-উদ্যোক্তাদের মতানুযায়ী বাংলাদেশের ডেনিমই বিশ্বসেরা। আশার খবর হচ্ছে- ইউরোপের বাজারে টানা তিন বছর ধরে রফতানিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে ডেনিম পোশাক। ইউরোপ আমেরিকার কিশোর, তরুণ-তরুণী এমন বয়স্কদের পরিহিত জিন্সটির গায়ে ছোট লেবেলে ‘মেড-ইন-বাংলাদেশ’ লেখা দেখতে পাওয়া এখন খুবই সাধারণ ব্যাপার।
বিষয়: বিবিধ
৯৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন