আসছে পুলিশের কমান্ডো ফোর্স
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১২ ফেব্রুয়ারি, ২০১৭, ০৪:৪৪:৪৩ বিকাল

সম্প্রতি ধর্মের নামে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের নৃশংস সন্ত্রাসী হামলায় জর্জরিত হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। বাংলাদেশও সন্ত্রাসের সেই থাবা থেকে বাদ পড়েনি। বর্তমান সরকারের জঙ্গি-সন্ত্রাসবাদে জিরো টলারেন্সের পরিকল্পনা বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে এবং এই প্রক্রিয়ায় আরও গতি আনতে পুলিশবাহিনীকে নতুন নতুন প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। সম্প্রতি পুলিশ সদস্যদের জঙ্গী ও সন্ত্রাসের বিরুদ্ধে বিশেষ কৌশলের প্রশিক্ষণের জন্যে বিশেষায়িত কমান্ডো কোর্স চালু করা হয়েছে। এই প্রশিক্ষণের পর কমান্ডোরা জঙ্গী ও সন্ত্রাসীদের যেকোন অপতৎপরতা রোধ করতে সক্ষম হবে। এর ফলে জঙ্গী দমনে পুলিশ সদস্যদের বিশেষ সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধি পাবে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগে অন্তত একটি করে কমান্ডো প্রশিক্ষণপ্রাপ্ত টিম থাকবে। দেশে বড় ধরনের জঙ্গী-সন্ত্রাসী হামলা কিংবা আপৎকালীন যেকোন পরিস্থিতি মোকাবেলার জন্য নিয়মিতভাবে কমান্ডো প্রশিক্ষণের অংশ হিসেবে বিশ্বমানের পুলিশের এ প্রশিক্ষণের উদ্যোগ। গুলশানের হলি আর্টিজান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলাসহ বিভিন্ন স্থানে সশস্ত্র জঙ্গী হামলার প্রেক্ষাপটে পুলিশবাহিনীর সামর্থ্য বৃদ্ধির জন্য অত্যাধুনিক প্রশিক্ষণ ও সরঞ্জামসহ সব ধরনের ‘লজিস্টিক সাপোর্ট’ দিয়ে পুলিশের কমান্ডো ফোর্সকে সুসজ্জিত করার পরিকল্পনা করেছে সরকার। যাতে তারা যেকোন সঙ্কটকালীন পরিস্থিতি মোকাবেলায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারে। এর আগে কঠোর প্রশিক্ষণ ও অনুশীলনের মাধ্যমে সাধারণত সশস্ত্র বাহিনীতে কমান্ডো বা প্যারা কমান্ডো তৈরি করা হয়েছিল। উল্লেখ্য গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি ভারতে গিয়ে বাংলাদেশ পুলিশের ৪০ সদস্য কমান্ডো প্রশিক্ষণ নিয়ে দেশে ফেরেন। এদের মধ্যে এক নারী সহকারী পুলিশ সুপারসহ পাঁচ নারী পুলিশ সদস্যও রয়েছে। এখন প্রশিক্ষিত ঐসকল সদস্য অন্যদের প্রশিক্ষণ দেবেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী থেকে এবং বিশ্বের বিভিন্ন দেশে উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা কমান্ডো ট্রেনিংয়ে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। যুক্তরাষ্ট্রের এফবিআইসহ বিভিন্ন দেশ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ডিএমপির বিশেষায়িত কাউন্টার টেররিজম ইউনিট, সোয়াতসহ বিভিন্ন টিমের অভিজ্ঞ চৌকস কর্মকর্তারা এ কমান্ডো প্রশিক্ষণ দেবেন।
বিষয়: বিবিধ
৯৫৯ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন