পরিবর্তনের হাওয়ায় বাংলাদেশ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২২ জানুয়ারি, ২০১৭, ০৩:৩২:৪৭ দুপুর

বাংলাদেশ এখন আর ‘তলাবিহীন ঝুড়ি’ নয়, বরং ওই ঝুড়ি এখন পরিপূর্ণ হয়ে উপচে পড়ছে। এখন আর দুর্ভিক্ষ হয় না, মঙ্গা শব্দটিও নির্বাসিত। অথচ একাত্তরের তুলনায় জনসংখ্যা বেড়েছে দ্বিগুণেরও বেশি। তবে মাথাপিছু আয় বেড়েছে চার গুণ। কৃষিতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। কৃষি জমি কমতে থাকা, জনসংখ্যা বৃদ্ধিসহ জলবায়ু পরিবর্তনের ফলে বন্যা, খরা, লবণাক্ততা ও বৈরী প্রকৃতিতেও খাদ্যশস্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে উদাহরণ। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের ধানের উৎপাদন দ্বিগুণেরও বেশি, গম দ্বিগুণ, সবজি পাঁচ গুণ এবং ভুট্টার উৎপাদন বেড়েছে দশ গুণ। যা উন্নত দেশগুলোকেও ছাড়িয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন ওষুধ রফতানিকারক দেশ। রফতানির এই ধারাবাহিকতা ধরে রাখা গেলে আগামীতে বাংলাদেশের ওষুধ খাত তৈরি পোশাক শিল্পের মতো বৈদেশিক মুদ্রা উপার্জনের বড় একটি খাত হয়ে উঠবে। মানুষের জীবনযাত্রায় এক অভুতপূর্ব পরিবর্তন ঘটে গেছে। মানুষ এখন আর কোথাও অলস বসে থাকে না। প্রত্যেকেই কোন না কোন কর্মে লিপ্ত। দেশব্যাপী এ যেন এক অন্যরকম কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে। যার ফলে শহর-গ্রামের পার্থক্য অনেকটা কমে যেতে শুরু করেছে। এখন প্রত্যন্ত গ্রামেও বিদ্যুত চলে গেছে। ঘরে ঘরে টিউব লাইট কিংবা এনার্জি লাইটের আলোয় আলোকিত হয়ে উঠে প্রতিটি রাত। সেখানেও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রার চিত্র পুরোপুরি পাল্টে গেছে। রঙিন টিভি, ফ্রিজ, খাট-পালঙ্ক থেকে শুরু করে আধুনিক গৃহসজ্জার প্রায় সব সামগ্রীই এসব পরিবারে বিদ্যমান। অনেকে প্রয়োজনমতো ইন্টারনেটও ব্যবহার করছে। শতভাগ পরিবারে আধুনিক স্যানিটেশন ব্যবস্থা বিদ্যমান। পরিবারের আকার সীমিত করার জন্য জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করা থেকে শুরু করে সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য, ভবিষ্যত পরিকল্পনা সব ক্ষেত্রেই পরিবারগুলো যথেষ্ট সচেতন। উন্নয়নের যে সূচকগুলো সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার লক্ষ্য অর্জনে ভূমিকা রাখে সেগুলো এই সচেতনতার কারণে আমাদের অগ্রগতিতে এক বিরাট ভূমিকা পালন করে চলেছে। দেশ যে এগিয়ে যাচ্ছে প্রান্তিক মানুষের এই জীবনযাত্রার চিত্র দেখলে সহজেই অনুমান করা যায়। বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে সম্ভাব্য সব কার্যব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের সবার সচেতন থাকতে হবে কেউ যেন এই অপার সম্ভাবনা আর অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে না পারে। সবার সম্মিলিত কর্ম প্রচেষ্টায় বাংলাদেশ কয়েক বছরের মধ্যে আগামীর এক উন্নত বাংলাদেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে ঠাঁই নেবে।

বিষয়: বিবিধ

৮৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File