সক্ষমতা সূচকে বাংলাদেশের অগ্রগতি ঈর্শনীয়

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৭ জানুয়ারি, ২০১৭, ০৬:৫১:২৮ সন্ধ্যা



ধারাবাহিক উন্নয়নের ফলে উন্নয়ন সূচকে বাংলাদেশের অগ্রগতি আজ বিশ্বময়। বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটি খাতে ব্যাপকহারে উন্নতি ঘটেছে। তারই ধারাবাহিকতায় অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন সূচকে এক বছরে আট ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিশ্বের উন্নয়নশীল ৭৯টি দেশের মধ্যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বর্তমানে বাংলাদেশ ৩৬তম অবস্থানে রয়েছে। এক বছর আগে একই সূচকে বাংলাদেশ ৪৪তম অবস্থানে ছিল। বাংলাদেশের মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি) আয়ের ভিত্তিতে উন্নয়নশীল দেশগুলোর মধ্যে ৬৬তম স্থানে থাকলেও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ৩০ ধাপ এগিয়েছে। বাংলাদেশের অনুসরণ করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন পদ্ধতি একই আয়ের অন্য দেশের তুলনায় অনেক বেশি কার্যকর। ব্যাংক ও আর্থিক খাত থেকে অর্থ সংগ্রহে বাংলাদেশ একই আয়সীমার অন্য দেশের তুলনায় এগিয়ে আছে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি স্থিতিশীল রয়েছে। বাংলাদেশের জন্য অবকাঠামো উন্নয়ন এবং মৌলিক সেবা খাতে বড় ধরনের পরিবর্তন আসছে। শিক্ষার মান উন্নয়নেও বাংলাদেশ বিশেষ ভূমিকা পালন করেছে। শ্রমিকদের কর্মদক্ষতার হিসাবে উন্নয়নশীল দেশগুলোর সাথে পাল্লা দিয়ে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের শ্রমিকদের মাথাপিছু কর্মদক্ষতার আর্থিক মূল্য ৫ হাজার ৪৩৩ ডলার। যা উন্নয়নশীল দেশগুলোর তুলনায় কম নয়। উন্নত দেশগুলোর মধ্যে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের শীর্ষে রয়েছে নরওয়ে। বাংলাদেশের চলমান উন্নয়ন অব্যাহত থাকলে, উন্নয়নের শীর্ষে পৌছাতে বেশিদিন লাগবে না।

বিষয়: বিবিধ

৯৩৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381334
১৮ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৭:৫৪
আইল্যান্ড স্কাই লিখেছেন : রডের পরিবর্তে বাঁশ উন্নয়ন,গুম -খুঁনে উন্নয়ন,রিজার্ব চুরির উন্নয়ন,দুই বোনের পরিবারের ব্যাপক উন্নয়ন ও লুট-পাট,গণতন্ত্র হত্যার উন্নয়ন, রাজনৈতিক প্রতিহিংসায় ফাঁসির উন্নয়ন,হাইকোটকে পেটিকোট বানানোর উন্নয়ন,...লিখতে লিখতে পাতা ও কালি শেষ হবে তার পর বুবুর উন্নয়নের শেষ হবে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File