মহাশূন্যে উড়বে বিজয় নিশান
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৪ জানুয়ারি, ২০১৭, ০৪:২২:০৪ বিকাল
সুদূরপ্রসারী পরিকল্পনা আর সময়োপযোগী উদ্যোগ বাস্তবায়নের নিরলস প্রচেষ্টায় অর্জিত সাফল্যের ধারাবাবাহিকতায় দেশ এখন উন্নয়নের রোল মডেলে রুপান্তরিত হয়েছে, অর্জন করেছ আন্তর্জাতিক স্বীকৃতি। অর্জিত সাফল্যের এই ধারাবাহিকতাই এখন বাংলাদেশের সামনে এগিয়ে চলার দুর্নিবার প্রেরণা। শত সীমাবদ্ধতাকে অতিক্রম করে বাঙালি জাতি আজ আকাশ ছোঁয়ার স্বপ্নে বিভোর। তবে সমৃদ্ধ বাংলাদেশ আজ কোন স্বপ্নবিলাস নয়,
বাস্তবতার মানদন্ডে উন্নীত এক ভবিষ্যৎ বাণী। যুগান্তকারী নেতৃত্বের দিক নির্দেশনায় দেশ ও জাতি আজ ধীর, নিশ্চিত পদক্ষেপে এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির অভীষ্ঠ লক্ষ্যে। আর এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে মহাশূন্যে উড়বে অদম্য বাঙালি জাতির বিজয় নিশান - জানিয়েছে দেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। মোবাইল সিমের বায়োমেট্রিক ভেরিফিকেশন, অভিযোগ ব্যবস্থাপনা টাস্কফোর্স এবং কোয়ালিটি অব সার্ভিস, বাংলাদেশ সাব মেরিন ক্যাবল কোম্পানি কর্তৃক দেশকে দ্বিতীয় সাব মেরিন ক্যাবলে সংযুক্তকরণ, ইন্টারনেট ব্যবহারের মূল্য হ্রাসকরণ, ভারতে উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশগুলোতে ব্যান্ড উইথ লিজ দেয়ার উদ্যোগ এবং ব্যান্ড উইথ ব্যবহার বৃদ্ধিসহ নানা পদক্ষেপে অর্জিত সাফল্যের ধারাবাহিকতায় দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে এই প্রকল্প একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। সময়োপযোগী এ ধরণের উদ্যোগই নিশ্চিত করবে জাতির জনকের সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণের অপূর্ণ স্বপ্নের বাস্তবায়ন – বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ।
বিষয়: বিবিধ
৮৪২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন