রাষ্ট্রের অভিভাবকত্ব
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৯ ডিসেম্বর, ২০১৬, ০৪:০১:২০ বিকাল
আধুনিক সমাজ কাঠামোয় জনজীবনে রাষ্ট্র তথা সরকারের ভূমিকা অপরিসীম। জনকল্যানমূলক পরিকাঠামোর পরিকল্পনা ও তার সুষ্ঠু বাস্তবায়নে আন্তরিকতা আর নিষ্ঠার মানদন্ডেই তাই নিরুপিত হয় যে কোন সরকারের গণমুখীতা আর জনগণের প্রতি দায়বদ্ধতা। গণরায়ে নির্বাচিত দেশের বর্তমান সরকার তার অতীতের নানা ইতিবাচক কর্মপরিকল্পনা প্রণয়ন আর বাস্তবায়নের ধারাবাহিকতায় ইতোমধ্যে জনগণের প্রতি দায়বদ্ধতার একটি সমৃদ্ধ ইমেজ প্রতিষ্ঠায় সক্ষম হয়েছে। দেশে ডিজিটালাইজেশনের দুর্নিবার সাফল্যকে প্রশ্নবিদ্ধ করা তরুণ প্রজন্মের ইন্টারনেট ভিত্তিক পর্নগ্রাফি ও আপত্তিকর কন্টেন্ট আসক্তি প্রতিরোধের কার্যকর প্রক্রিয়ার অংশ হিসেবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি শুরুতে দেশে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সহায়তায় পর্নগ্রাফি ও আপত্তিকর কন্টেন্ট সমৃদ্ধ ৫৬০টি সাইট বন্ধ করেছে। পালন করেছে দেশের তরুন প্রজন্মের নৈতিকতার বিরুদ্ধে আগ্রাসনে প্রতিরোধে রাষ্ট্রের অভিভাবকত্বের দায়িত্ব। গত সোমবার বিটিআরসির পক্ষ থেকে দেশের ইন্টারনেট গেইটওয়ে (আইআইজি), ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান (আইএসপি) ও মোবাইল অপারেটরসহ সংশ্লিষ্টদের ৫৬০টি সাইটের তালিকা দেয়া হয়েছিল, বুধবার থেকে সেই নির্দেশনা কার্যকর হয়ে গেছে। এক্ষেত্রে যেসব পেজ দেশের ভেতর জেনারেট হচ্ছে এ সাইটগুলো বন্ধ করবে স্থানীয় সকল আইএসপিগুলো, তবে দেশের বাইরের পর্নসাইটগুলো বাংলাদেশে দেখার পথ পুরোপুরি বন্ধ করা কঠিন হবে। উল্লেখ্য, গত ২৮ নভেম্বর অনলাইনে আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণ সংক্রান্ত সভায় বাংলাদেশে ইন্টারনেটে পর্নগ্রাফি ও আপত্তিকর কন্টেন্ট প্রকাশ বন্ধে একটি কমিটি গঠন করেছিল টেলিযোগাযোগ বিভাগ। বিটিআরসির হিসাবে গত সেপ্টেম্বরে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৬৮ লাখের বেশি। এর মধ্যে ৬ কোটি ৩০ লাখের বেশি মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করে থাকেন। ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে কত শতাংশ নিয়মিত পর্নসাইটে যান, সে বিষয়ে সরকারি পর্যায়ে কোনো পরিসংখ্যান না থাকলেও চলতি বছর বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের চালানো এক জরিপের তথ্য অনুযায়ী, ঢাকার স্কুলগামী শিশুদের প্রায় ৭৭ শতাংশ নিয়মিত পর্নোগ্রাফি দেখছে। গণমুখী সরকারের দায়বদ্ধতায় রাষ্ট্রের সময়োপযোগী অভিভাবকত্বে দেশের ভবিষ্যত প্রজন্মের চেতনার রাজ্যে এই মহামারির আগ্রাসন প্রতিহত হবেই।
বিষয়: বিবিধ
৮৫৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন