বাঙ্গালী জাতি বীরের জাতি
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৭ ডিসেম্বর, ২০১৬, ০৩:৩৮:১৭ দুপুর
পাকিস্তানের প্রবৃদ্ধি যখন তিন থেকে চারে ঘুরছে আমরা ছয় থেকে সাত-এ আছি। তাদের চাইতে আমাদের রপ্তানি বিলিয়ন ডলার এগিয়ে। তাদের আমলে খাদ্য আমদানির এইদেশ এখন রপ্তানি করেও কাউকে সাহায্য দেয়ার শক্তি রাখে। রিজার্ভ ফান্ডে যা আছে তা পাকিদের তাক লাগানোর জন্য যথেষ্ট। তারপরও একদল মানুষ আর একধরনের রাজনীতিক পাকিস্তানপ্রেমে মশগুল। সংস্কৃতি, খেলাধুলা বা জীবনের উদারতায় পাকিস্তান ধারে-কাছেও নেই আমাদের। তাদের সমাজ ও জীবনে যা আছে তাকে ছোট না করেই বলি এগুলো না থাকলে কোনো জাতি বাঁচে না বলেই হয়তো রয়ে গেছে। আজ আমাদের দেশের মানুষের ভাত-কাপড়ের অভাব নেই। আপনি এমন মানুষ খুঁজে পাবেন না যার পেটে অন্ন নাই। হতে পারে সুষম খাদ্য বা পরিপাটি জীবন এখনো অধরা কিন্তু দেশের দিকে তাকালে আমরা কি দেখি? বিগত ৪৫ বছরে বাংলাদেশের যে বিপুল অর্জন তাকে আমরা বড় করে তুলতে পারিনি। অথচ যা কোনোদিন ভাবা যায়নি তাই সম্ভব করেছে আমাদের সন্তানেরা। এককালে স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে নিবেদিত আমাদের অগ্রজেরা করেছিলেন মাটি ও জাতি মুক্তির যুদ্ধ। এখন যারা লড়ছে তাদের হাতে আছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার দায়ভার। একজন ক্রিকেটার একজন এভারেস্ট বিজয়ী যে মেয়েটি দুনিয়া কাঁপিয়ে আমাদের গৌরব আনে বা যে নারী ব্রিটিশ পার্লামেন্টে আমাদের জাতির সম্মানের প্রতীক তারাও লড়ছে। এ লড়াই আন্তর্জাতিকতার সঙ্গে যোগ হবার লড়াই। এরা একটু একটু করে আমাদের বড় করে তুলছে। আজ দুনিয়ার কোথাও বাংলাদেশের নাম বললে না চেনার উপায় নাই। আগের মত নেক্সট টু ইন্ডিয়া নামে পরিচিত হবার দরকার পড়ে না। পাকিস্তানের ছায়া হয়ে থাকলে এই সুনাম দূরে থাক দেশে দেশে অপমানিত হবার বিকল্প থাকতো না। বাংলাদেশের জন্ম না হলে আমরা কোনোদিনও স্বতন্ত্র ও নিজের মত করে বাঁচতে পারতাম না। শুধু কি তাই? আমাদের গৌরব ও অর্জনকে নিজের মনে করতেও পারতাম না। বিজয়ী ও বিজিত কখনো এক ভাষায় কথা বলে না। এক আচরণ করে না। বিজয়ীকে সবাই বরমাল্য পরিয়ে দেশ শাসন ও গঠনের ভার তুলে দেয়। আমর বিজয়ী জাতি আমাদের যেতে হবে অনেকদূর। তাই সব হানাহানি আর কলহের বাইরে পরিচয় হয়ে উঠুক আমরা বাংলা মায়ের সন্তান। বাংলাদেশ আমাদের জন্মভূমি। তার জয়েই বিজয়ের মাস হবে পরিপূর্ণ।বাঙ্গালী জাতি বীরের জাতি। আমরা বাংলা মায়ের অকুতো ভয় সন্তান। ভয়কে জয় করাই আমাদের লক্ষ্য। আর তারই ফলশ্রুতিতে আজ বাংলাদেশ স্বাধীন। ধন্য এদেশে জন্ম গ্রহণ করতে পেরে। এভাবেই এগিয়ে যাবে দেশ এ প্রত্যাশা সবার।
বিষয়: বিবিধ
৯০৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আজ তাদের অর্থনৈতিক অবস্থা আর আমাদের অর্থনৈতিক অবস্থা কি এক ?
২য় বিশ্বযুদ্ধে হেরে গিয়েও জাপান এখন ১/২ নং অর্থনৈতিক শক্তি । আমরা বাঙ্গালীরা যদি বীরের জাতি হই তাহলে আমাদের ইকোনমিক পজিশন বর্তমানে কি হওয়া উচিত ছিল?
মন্তব্য করতে লগইন করুন