আউটসোর্সিংয়ে বিশ্বজয়ের হাতছানি
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৮ ডিসেম্বর, ২০১৬, ০৪:৫৩:৩৫ বিকাল
বাংলাদেশের তরুণদের কাছে এখন স্বাধীন, সম্মানজনক এবং দক্ষতানির্ভর চাকরি মানেই আউটসোর্সিং। বাংলাদেশে যেখানে বেকারত্বের হার দিন দিন বাড়ছে, সেখানে আউটসোর্সিংয়ের মাধ্যমে তরুণ-তরুণীরা ঘরে বসেই অর্থ উপার্জন করছেন। আউটসোর্সিং সৃজনশীল পেশা হিসেবেই বিবেচিত। আর বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষ আউটসোর্সিং দেশগুলোর অন্যতম। গত বছর আউটসোর্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ আয় করেছে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। এ বছর এক বিলিয়ন মার্কিন ডলার আয় করার টার্গেটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর ২০৪১ সালে আউটসোর্সিংয়ের মাধ্যমে ৫০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আউটসোর্সিংয়ের মাধ্যমে ৫০ বিলিয়ন ডলার আয়ের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে দক্ষ মানবসম্পদ তৈরিতে বেশ কিছু প্রকল্পও বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য মোট ৩৪ হাজার তথ্যপ্রযুক্তি (আইটি) বিশেষজ্ঞ তৈরি করা হচ্ছে। যারা কিনা নিজেও শিখবে অন্যদেরও আউটসোর্সিং শেখাবে। বৈদেশিক মুদ্রা উপার্জনের একটি বড় মাধ্যম হবে তথ্যপ্রযুক্তি খাত। বর্তমানে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা সাড়ে ৫ কোটি। ইন্টারনেট সুবিধা বৃদ্ধির সঙ্গে আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্থ আয়ের হারও দিন দিন বাড়ছে। এরই মধ্যে আউটসোর্সিং আধুনিক ও সম্মানজনক পেশার স্বীকৃতি পেয়েছে। তাছাড়া আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ৩৪ হাজার তরুণ-তরুণীকে আবাসিক সুবিধাসহ তিন থেকে ছয় মাসের প্রশিক্ষণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এটি বাস্তবায়িত হলে দেশের প্রতিটি স্তরে আইটি সেক্টরে বাংলাদেশের তরুণরাই নেতৃত্ব দেবে।
বিষয়: বিবিধ
৮৪৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন