কৃষকের মুখে সোনালি হাসি

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৬ ডিসেম্বর, ২০১৬, ০৪:১৮:২৯ বিকাল



চলতি মৌসুমে (২০১৬-১৭) সারাদেশে ৫৫ লাখ ৫১ হাজার হেক্টর জমিতে ১ কোটি ৩৫ লাখ ৪৪ হাজার মেট্রিক টন আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তবে আবাদ হয়েছে ৫৬ লাখ ৯০ হাজার হেক্টর জমিতে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ১ লাখ ৩৯ হেক্টর বেশি জমিতে আমনের আবাদ হয়েছে। এর মধ্যে রোপা আমনের আবাদ হয়েছে ৫৩ লাখ ৮০ হেক্টর জমিতে। বোনা আমনের আবাদ হয়েছে ৩ লাখ ১০ হাজার হেক্টর

জমিতে। চারদিকে ম-ম গন্ধ। ফসলি মাঠে এখন শেষ মুহূর্তের জন্য ঝিলিক দিচ্ছে আমন। কাটা শেষ হয়েছে অর্ধেকের বেশি জমির ধান। তবে এখনও কোন কোন মাঠে শুইয়ে রাখা হয়েছে ধানের গোছা, শুকানো শেষেই তা যাবে উঠানে। সেখানে মাড়াই শেষে তা উঠবে কৃষকের গোলায়। আবার কারও ধান বিক্রি হচ্ছে মাঠ থেকেই সরাসরি। মাঠে মাঠে কৃষকের মহাব্যস্ত সময় অতিবাহিত হচ্ছে আমনের শেষ সময়। এদিকে সরাদেশে চলতি আমন মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ১ লাখ ৩৯ হেক্টর বেশি জমিতে আমনের আবাদ হয়েছে। আর এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ কোটি ৩৫ লাখ ৪৪ হাজার মেট্রিক টন। কৃষি সম্প্র্রসারণ অধিদফতরের সূত্রমতে, হেক্টর প্রতি ২ দশমিক ৪৪ থেকে সর্বোচ্চ ২ দশমিক ৪৭ লক্ষ মেট্রিক টন আমন উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছে। সে হিসেবে চলতি মৌসুমেও ছাড়িয়ে যাচ্ছে উৎপাদনের লক্ষ্যমাত্রা। কৃষক, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা বলছেন, চলতি মৌসুমে সরাদেশে আমনের বাম্পার ফলন হয়েছে। আর ধানের দাম পেয়ে এবার কৃষকও খুশি। জাত ভেদে মণপ্রতি আমনের দাম পড়ছে ৭৫০ থেকে ৯০০ টাকা। অথচ গত মৌসুমে কৃষককে এই আমনই বিক্রি করতে হয়েছে গড়ে ৭০০ টাকায়। সবমিলিয়ে, এবার বাম্পার ফলনে সোনালি ধানের মতো কৃষকের মুখেও দেখা দিয়েছে সোনালি হাসি।

বিষয়: বিবিধ

৮৭৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380521
০৭ ডিসেম্বর ২০১৬ রাত ০১:৫৯
মনসুর আহামেদ লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File