শস্য ভাণ্ডার থেকে মৎস্য ভাণ্ডারে

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০১ ডিসেম্বর, ২০১৬, ০৩:৪৫:১৫ দুপুর



‘শস্য ভাণ্ডার’ খ্যাত বরিশাল ক্রমেই পরিণত হচ্ছে মৎস্য ভাণ্ডারে। গত কয়েক বছরে এ অঞ্চলে মাছ চাষ বেড়েছে ব্যাপকভাবে। ফলে প্রান্তিক পর্যায়ের মানুষের মধ্যে বিভিন্ন শস্য চাষের ওপর নির্ভরশীলতা কমেছে অনেকাংশে। মৎস্য চাষের প্রশিক্ষণ পাওয়ায় নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছেন অনেকেই।৬ লাখ ২৫ হাজার টাকার বিভিন্ন প্রজাতির মাছের পোনা বিক্রি করা মাছে সর্বসাকুল্যে মোট খরচ হয় ২ লাখ ৭১ হাজার টাকা। এতে প্রায় সাড়ে ৩ লাখ টাকা লাভ

হয়। এমন অর্জন ছড়িয়ে পড়ছে সবার মাঝে।এ পর্যন্ত বাড়ির পুকুরে মাছ চাষ ও পাড়ে সবজি চাষ ব্যবস্থাপনার বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছেন শত শত পরিবার। অনেকেই সফল উদ্যোক্তা হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। সরকার তার সফলতার স্বীকৃতি হিসেবে উপজেলা পর্যায়ে জাতীয় মৎস্য সপ্তাহ-এ কার্পজাতীয় মাছের সফল নার্সারার হিসেবে পুরস্কার প্রদান করে মাছচাষীদের উৎসাহিত করছে।বরিশালের বিভিন্ন যায়গায় সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিতে হ্যাচারি পরিচালিত হচ্ছে। অনেক আগে থেকে হ্যাচারিগুলি মৎস্য চাষের সঙ্গে জড়িত হলেও ২০১৩ সাল থেকে বৈজ্ঞানিকভাবে এখানে মাছ চাষ হচ্ছে। এ অঞ্চলের বিভিন্ন ধরনের মাছের পোনা সরবরাহে বেশ সুনাম অর্জন করেছে ।আগে হ্যাচারি সম্পর্কে অনেকের কোনো অভিজ্ঞতা ছিল না। কিছুই জানত না মাছ চাষ বা হ্যাচারি সম্পর্কে। শুধু জানত মাছকে ইনজেকশন দিলেই ডিম দেয়।তবে ২০১৩ সাল থেকে ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত ইউএসএআইডি অ্যাকুয়াকালচার ফর ইনকাম অ্যান্ড নিউট্রিশন (ইউএসএআইডি-এআইএন) প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে জনগনের মাঝে বৈজ্ঞানিকভাবে মাছ চাষে আগ্রহ সৃষ্টি করে। তখন থেকেই হ্যাচারি ব্যবস্থাপনা, ব্রুড মাছ ব্যবস্থাপনা, ইনব্রিডিং ইত্যাদি বিষয়ের ওপর জ্ঞান অর্জন করছে মাছ চাষীরা।প্রকল্পের ব্রুডমাছ হতে উৎপাদিত মাছের পোনা এ অঞ্চলের চাষিদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।বরিশালের বিভিন্ন অঞ্চলে ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিভিন্ন কার্যক্রম গ্রহণের ফলে আগের চেয়ে মাছ উৎপাদন বেড়েছে কয়েকগুণ। এ অঞ্চলের কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ফলে মাছ চাষে আগ্রহ সৃষ্টি হয়েছে কয়েকগুণ।এখন পর্যন্ত প্রায় ৭০ হাজার কৃষককে এ বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এর মধ্যে প্রায় ৫৫ শতাংশ ছিল নারী।

বিষয়: বিবিধ

৯১০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380349
০১ ডিসেম্বর ২০১৬ সন্ধ্যা ০৬:০২
মনসুর আহামেদ লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File