বৃদ্ধি পাচ্ছে দিনে দিনে দেশের সম্পদ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৬ নভেম্বর, ২০১৬, ০৩:৩৪:১৯ দুপুর



বাংলাদেশ দিনে দিনে উন্নতির দিকে যাচ্ছে। হচ্ছে নানা ধরণের অর্থনৈতিক উন্নয়ন। তারই ধারাবাহিকতায় গত এক বছরের ব্যবধানে বাংলাদেশি প্রাপ্তবয়স্কদের হাতে থাকা সম্পদের পরিমাণ বেড়েছে ১ লাখ ৬৩ হাজার ৮শ কোটি টাকা। মাথাপিছু সম্পদের পরিমাণ ১০৬৯ ডলার বা ৮৩ হাজার টাকার বেশি। বিভিন্ন দেশের জনসংখ্যা ও তাদের সম্পদের তথ্য নিয়ে এই প্রতিবেদন প্রকাশ করছে সুইজারল্যান্ড ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ক্রেডিট সুইস রিসার্চ ইন্সটিটিউট। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু জিডিপির পরিমাণ হলো ১৪০৪ মার্কিন ডলার। সবমিলিয়ে বাংলাদেশিদের সম্পদের আকার ২৫৮ বিলিয়ন ডলার। যা বিশ্ব সম্পদের মাত্র শুন্য দশমিক ১ভাগ। ২০০০ সালের শেষ দিকে বাংলাদেশের প্রাপ্তবয়স্কদের হাতে থাকা সম্পদের পরিমাণ ছিল মাত্র ৭৮ বিলিয়ন ডলার। গতবছর ২০১৫ সালে বাংলাদেশিদের সম্পদের পরিমাণ ছিল ২৩৭ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে বাংলাদেশিদের প্রাপ্ত বয়স্কদের হাতে সম্পদের পরিমাণ বেড়েছে ২১ বিলিয়ন মার্কিন ডলার। টাকার অংকে ১ লাখ ৬৩ হাজার ৮শ কোটি টাকার সম্পদ বেড়েছে এক বছরের ব্যবধানে। চলতি বছরের মধ্য সময়ের তথ্য নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এক বছরের ব্যবধানে ডলারের বিপরীতে টাকার মান বেড়েছে শুন্য দশমিক ৮ ভাগ। এর পরেও বাংলাদেশিদের এ সম্পদ বেড়েছে। এভাবে সরকারের সঠিক সিন্ধান্তের কারনে বাংলাদেশের সব ক্ষেত্রে বিপুল উন্নয়ন হচ্ছে।

বিষয়: বিবিধ

১০৯১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380152
২৬ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:০৫
হতভাগা লিখেছেন : ব্যাংক থেকে হ্যাকিং করে লুট হয়ে যাবে বা শেয়ার বাজারে খাটাতে গিয়ে দেউলিয়া হয়ে যাবে।
380154
২৬ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:১৩
মনসুর আহামেদ লিখেছেন :

380158
২৬ নভেম্বর ২০১৬ রাত ০৮:৩১
মনসুর আহামেদ লিখেছেন :
380191
২৭ নভেম্বর ২০১৬ সকাল ০৯:৪৪
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : দিনে দিনে বৃদ্ধি পচ্ছে খুন গুম হত্যা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File