স্বনির্ভরতার সবচেয়ে বড় অর্জন
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২০ নভেম্বর, ২০১৬, ০৪:৫৬:০৯ বিকাল
চলতি মৌসুমে আশানুরূপ বৃষ্টিপাত কম হওয়ায় কয়েক বছরের ব্যবধানে এবার রোপা আমন নিয়ে শঙ্কায় ছিল কৃষকরা। তবে শেষের দিকে কয়েক দফা বৃষ্টিপাত ও সবশেষে ঝড়োহাওয়া আর বৃষ্টি মিলিয়ে আশা নিরাশার দোলায় সকল বৈরিতা কাটিয়ে বাম্পার ফলন হয়েছে। শীর্ষ কৃষি প্রধান জনপদ মীরসরাই উপজেলার ১৬ ইউনিয়ন ও ২ পৌর ফসলের মাঠে এখন ঝিলিক মারছে সোনালি ধান। কোথাও কোথা ও আংশিক আধাপাকা থাকলে ও প্রায় মাঠেই এখন ধান পেকে সোনালি রূপ ধারণ করেছে। কোথাও আবার কিছু কিছু আগাম ধান কাটতে শুরু করেছে কৃষক। শিগগিরই উপজেলার সব মাঠেই ধান কাটা-মড়াই এর ধুম পড়ে যাবে। এবার কিছুদিন পূর্বের ঝড়ো হাওয়ায় ফসলের মাঠে বিপর্যয়ের শংকা থাকলে ও বিপর্যয় কাটিয়ে আমনের ভালো ফলন অটুট থাকায় কৃষক-কৃষাণিদের মুখের হাসি অবশেষে মস্নান হয়নি এবার। উপজেলার দুর্গাপুর, কাটাছরা, ওয়াহেদপুর, হিঙ্গুলী, ওসমানপুর, ইছাখালী, হাইতকান্দি, সাহেরখালী, করেরহাট, মিঠানালা, মঘাদিয়া ইউনিয়নে প্রতি বছরই কিছু না কিছু আমন ধান বিনষ্ট হতো। সেই অনুপাতে এবার বিপর্যয় নেই বললেই চলে। এবছর আবহাওয়া অনুকূল থাকায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে এবার ৭ হাজার ৬শত হেক্টর রোপা আমনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ধানের ফলনও হয়েছে ভালো। আমাদের দেশের স্বনির্ভরতার সবচেয়ে বড় অর্জন এই ধান। তাই ধান চাষাবাদে সবাইকেই এগিয়ে আসতে হবে। তবেই কৃষকের সোনালি হাসির পাশাপাশি সকলের সোনালি হাসি অটুট থাকবে।
বিষয়: বিবিধ
১০৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন