ওষুধে ৫ শতাংশ ছাড়

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৬ নভেম্বর, ২০১৬, ০৪:৩১:৩৬ বিকাল



বাংলাদেশে বেশ কয়েক বছর ধরেই অনলাইনে কেনাকাটার আগ্রহ বাড়ছে মানুষের মাঝে। কর্মব্যস্ততার কারণে রাস্তার যানজট ঠেলে, দোকানে গিয়ে কেনাটাকে তাই অনেকেই এখন সময়ের অপচয় বলে মনে করে। সময়ের পরিবর্তনের সাথে সাথে জনজীবনেও এসেছে আমুল পরিবর্তন। বাংলাদেশে এখন ওয়েবসাইটসহ এবং এর বাইরেও

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে বিভিন্ন পেজ খুলেও বেচাকেনা হচ্ছে বিভিন্ন জিনিসের। এসব প্রতিষ্ঠান মানুষের নিত্য নৈমত্তিক চাহিদার প্রাপ্তিতে সহজতর করেছে। নিজের পছন্দের যেকোন পণ্য চাহিদা করলেই অতি দ্রুত সময়ের মধ্যেই চলে আসে হাতের মধ্যেই। পায়ের জুতো থেকে শুরু করে চুলের খোপা পর্যন্ত এসব পণ্যের তালিকায় রয়েছে। এসব পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সাথে সম্প্রতি যোগ হয়েছে ওষুধ সরবরাহকারী প্রতিষ্ঠানও। বর্তমানে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, যারা রাজধানীতে মানুষের ঘরে ঘরে ওষুধ পৌঁছে দিচ্ছে। অনলাইনে, ফেসবুক, ভাইবার, খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে তাঁরা ওষুধ হোম ডেলিভারি দিয়ে থাকেন। ওষুধের ব্যবস্থাপত্র অনলাইনে, ফেসবুকে ও ভাইবারে আপলোডের ব্যবস্থা আছে। তা দেখে গ্রাহককে তাঁর বাড়ির ঠিকানা বা কাঙ্ক্ষিত ঠিকানায় ওষুধ পৌঁছে দিচ্ছে। প্রতিষ্ঠানটি ৩৫০ টাকার নিচে ওষুধ কিনলে সার্ভিস বাবদ ৫০ টাকা এবং ৩৫০ টাকার বেশি ওষুধ অর্ডার করলে কোনো সার্ভিস চার্জ নেয় না। ধানমন্ডিতে কোনো অর্ডার হলে তাতেও সার্ভিস চার্জ দিতে হয় না। এ ছাড়া ওষুধে ৫ শতাংশ ছাড় দেওয়া হয়। সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত অর্ডার নেওয়া হয়। ডেলিভারি দেওয়া হয় দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত। তাঁরা মোটরসাইকেলে করে ওষুধ পৌঁছে দেন। টাকা নেওয়া হয় ওষুধ পৌঁছে দেওয়ার পর। অনলাইনে ওষুধ বাসায় পৌঁছে দেওয়ার কাজ করছে অ্যাপোলো হাসপাতালের ‘অ্যাপোলো ফার্মাসি’। বসুন্ধরা, গুলশান, বনানী ও উত্তরার বিভিন্ন স্থানে ওষুধ হোম ডেলিভারি দিচ্ছেন। এ ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকার ওষুধ অর্ডার করতে হয়। প্রায় তিন বছর ধরে তাঁরা অনলাইনের মাধ্যমে ও ফোনে ওষুধ হোম ডেলিভারি করছেন। প্রতি মাসে গড়ে ২০০ জন এ সেবা নিচ্ছেন বলে জানালেন তিনি। তাঁদের হোম ডেলিভারি সেবা পাওয়া যাবে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। ‘ওষুধ ডট কম’ নামের (http://www.ousud.com) একটি অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান এবং ‘উপহার বিডি ডট কম’ (http://www.upoharbd.com) নামের একটি অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান এদের মধ্যে উল্লেখযোগ্য। অনলাইনে পণ্য ক্রয়ের ক্ষেত্রে মূল্য পরিশোধে পাওয়া যাচ্ছে ব্যাংকের সহায়তাও। অনেকেই মোবাইল ফোনের মাধ্যমেই পরিশোধ করছেন মূল্য। ক্যাশ অন ডেলিভারি পদ্ধতিতে বা গ্রাহক পণ্য হাতে পাওয়ার পর দাম মেটানোর সুযোগও রয়েছে। তাই ক্রেডিট কার্ডে কেনার বাধ্যবাধকতা নেই। বাংলাদেশে এখন তাই অনলাইন বাজারে কেনাকাটা করতেই স্বচ্ছন্দ বোধ করছেন ক্রেতাদের একটা বড় অংশ।

বিষয়: বিবিধ

৯৫৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379758
১৬ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:০১
মনসুর আহামেদ লিখেছেন :

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File