মার্কিনিদের কাছে বাংলা ভাষা একটি গুরুত্বপূর্ণ ভাষা
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১০ নভেম্বর, ২০১৬, ০৪:৫৯:২৭ বিকাল
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বুধবার মার্কিন নির্বাচনে হিলারিকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ধনকুবের ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের দিন ভোটারদের হাতে যে ব্যালট পেপার দেয়া হয়েছে তাতে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টসহ প্রার্থীদের নাম ইংরেজিসহ বেশ কয়েকটি ভাষায় লেখা ছিলো। তবে এর মধ্যে বাংলা ভাষাও ছিলো।
নিউইয়র্ক সিটির কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস, নিউজার্সি রাজ্যের প্যাটারসন, আটলান্টিক সিটি, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস, মিশিগানের হ্যামট্রমিক ও ডেট্রয়েট, পেনসিলভানিয়ার ফিলাডেলফিয়া ও আপার ডারবি এসব কেন্দ্রের ব্যালটে অন্যান্য ভাষার মতো বাংলা ভাষাতেও দিকনির্দেশনা লেখা ছিলো। এছাড়া কয়েকটি কেন্দ্রে পোলিং অফিসার হিসেবে বাংলাদেশিরাও ছিলেন। উল্লেখ্য, নির্বাচনের আগে নিউইয়র্কের সিটি এলাকায় বাংলাভাষীদের সুবিধার জন্য ব্যালট পেপারে বাংলা ভাষা ব্যবহারের জন্য সরকারিভাবে নির্দেশ দেয়া হয়েছিল। এবারের নির্বাচনে বাংলা ভাষাভাষী মানুষদের জন্য একটা বড় অর্জন হলো; ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাও ছিলো। এর মধ্য দিয়ে দেশটিতে বাংলা ভাষাও একটি গুরুত্বপূর্ণ ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করলো।
বিষয়: বিবিধ
৮৫০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগলো / অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন