দুর্নীতিরোধে সরকারি চাকরির শুরুতেই ফ্ল্যাট
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৩ অক্টোবর, ২০১৬, ০৩:৫৪:৩৫ দুপুর
চাকরি জীবনের চার বছরের মধ্যেই সহজ কিস্তি ও সুদে ঋণ দিয়ে সরকারি চাকরিজীবীদের নিজস্ব আবাসনের (ফ্ল্যাটের) ব্যবস্থা করে দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি চাকরিজীবীদের পেশাজীবনে দুর্নীতি থেকে দূরে রাখতে এবং মেধাবীদের সরকারি চাকরির প্রতি আকৃষ্ট করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় নিজস্ব মালিকানার অব্যবহৃত জমিতে বহুতল ভবন (ফ্ল্যাট) নির্মাণের পরিকল্পনা নিয়েছে। একইভাবে বিভিন্ন স্থানীয় উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক, রাসিক, চউক, খুউক) পরিকল্পনা গ্রহণ করবে। সব গ্রেডের সরকারি কর্মকর্তা-কর্মচারী এ সুবিধা পাবেন। সরকারি চাকরিজীবীরা কর্মজীবনের শুরুতে একটি ফ্ল্যাটের মালিক হলে দুর্নীতি অনেকটাই হ্রাস পাবে। মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত হলে কেউ আর নিজেকে আকণ্ঠ দুর্নীতিতে জড়াবেন না। তারা আন্তরিকতার সঙ্গে কাজ করায় উৎসাহিত হবেন।
বিষয়: বিবিধ
১০৪৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন