মাঠে ঢুকে পড়া ভক্তকেও বুকে টেনে নিলেন মাশরাফি
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০২ অক্টোবর, ২০১৬, ০৪:৫১:০২ বিকাল
এমন দৃশ্য ইউরোপিয়ান ফুটবলের মাঠে নিয়মিত দেখা যায়। প্রায়ই এর শিকার হন লিওনেল মেসি কিংবা ক্রিশ্চিয়ানো রোনালদোর মত ফুটবলাররা। ক্লাব ফুটবলে কিংবা জাতীয় দলের ম্যাচে প্রায়ই দেখা যায়, ম্যাচ চলা অবস্থাতেই নিরাপত্তার বাঁধ ভেঙে মাঠে ঢুকে পড়েন দু-একজন পাগলাটে দর্শক। বিদেশি গণমাধ্যমে প্রকাশিত তেমন অনেক ছবি নিয়মিতই এই দেশের পত্র-পত্রিকাগুলো ছাপায়। এবার সেই কাণ্ডটা ঘটলো বাংলাদেশে। তাও আবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তখন চলছে ২৯ তম ওভারের খেলা। বল করেছিলেন পেসার তাসকিন আহমেদ। ব্যাটিংয়ে আফগানিস্তানের রশিদ খান।এ মন সময় এক দর্শক ঢুকে গেলেন মাঠে। উদ্দেশ্য আর কিছুই না। স্রেফ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে একবার ছুঁয়ে দেখা। সেই স্বপ্ন তার পূরণ হল। মাশরাফি তাকে কোনোই বাঁধা দিলেন না। হাত মেলালেন, বুকে জড়িয়ে ধরলেন। মানুষের হ্রদপিন্ডে মমতার কতটুকু মোম জমাট বাধলে একজন ভক্তকেএ ভাবে বুকে জড়িয়ে আগলে রাখতে পারে? সত্যি দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, দেশের সম্মানের প্রতি তোমার যে কতটুকু ভালবাসা রয়েছে-তা বাংলার প্রায়১৭ কোটি মানুষসহ বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্ত আজ অবলোকন করতে পেরেছে। তুমি জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে সার্বজনীন স্বীকৃত। তুমি বাংলার বন্ধু, তুমি বাংলার গর্ব। তুমি জাতীয় বীর। তুমি এক লড়াকু সৈনিক।
বিষয়: বিবিধ
৭৯০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন