ভৌত অবকাঠামো নির্মানে একধাপ এগিয়ে বাংলাদেশ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ০৬:০৮:৪০ সন্ধ্যা



বাংলাদেশের অবকাঠামোগত প্রকল্পের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য পদ্মা বহুমুখী সেতু নির্মান। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আগামী ২০১৮ সালের মধ্যে এই সেতুর নির্মাণকাজ সম্পন্ন হবে। যার দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ৬.১৫ কিলোমিটার ও ২২ মিটার। দ্বিতল এ সেতুর ওপর দিয়ে যানবাহন এবং নীচ দিয়ে ট্রেন চলাচলের মধ্য দিয়ে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলা রাজধানী ঢাকাসহ পূর্বাঞ্চলের সঙ্গে সংযুক্ত হবে। অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে বর্তমান বিশ্বে একটি দেশ ক্রমাগত অপর একটি দেশকে ছাড়িয়ে যাচ্ছে। যে দেশ অবকাঠামোগত দিক থেকে যত বেশি আধুনিক ও উন্নত, সে দেশ আন্তর্জাতিক অঙ্গনে ঠিক ততটাই এগিয়ে রয়েছে। এদিক থেকে উন্নত দেশগুলোর থেকে বেশ পিছিয়ে থাকলেও, বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে শক্ত অবস্থানে রয়েছে। তাছাড়া এই সেতু বাস্তবায়িত হলে দেশের জিডিপির প্রবৃদ্ধি ১.২% বৃদ্ধি এবং দারিদ্র্য ০.৮৪% হ্রাস পাবে। অন্যদিকে আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতার সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে মোট তিন ধাপে কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে গভীর সমুদ্রবন্দর নির্মাণ প্রকল্প গৃহীত হয়েছে। এ সমুদ্রবন্দর নির্মিত হলে প্রতিবেশী দেশ নেপাল, ভুটানসহ ভারতের সেভেন সিস্টার্সের ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে, যা আন্তর্জাতিক বাণিজ্যে একটি হাব হিসেবে প্রতিষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন শিক্ষা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ ভৌত অবকাঠামো নির্মাণ করা হয়েছে, যা বিশ্বদরবারে বাংলাদেশের অবস্থানকে ধীরে ধীরে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে।

বিষয়: বিবিধ

৭৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File