রূপবতী স্বপ্নিল মায়াদ্বীপ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৭:০৬:১৯ সন্ধ্যা



বিশাল বালুকারাশি, ছোট ছোট ঢেউ আছড়ে এসে পড়ছে কিনারায়। রবিঠাকুরের ভাষায় ‘চিক চিক করে বালি কোথা নাই কাঁদা,’ ঠিক যেন তাই। মন-প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পাশ দিয়ে বয়ে চলা মেঘনা নদীর বুক চিরে জেগে ওঠা একটি চর। পতেঙ্গা কিংবা কক্সবাজারের মতো সি-বিচ না হলেও মেঘনার বুকে বালুকাময় অনিন্দ্যসুন্দর রূপবতী স্বপ্নিল মায়াদ্বীপ। ঋতু বৈচিত্র্যের এ দেশে এ চর যেন একেক ঋতুতে একেক রূপে ধরা দেয়। বর্ষায় বিশাল জলরাশি যেন মেঘনার রূপকে সাগরের আকার ধরা দেয়, আবার শরতে সারি সারি কাশবনের সমাহারে যেন হারিয়ে যেতে ইচ্ছে করে প্রকৃতির মাঝে। কিংবা হালকা শীতে মিষ্টি রোদে বালুকাময় তটভূমির ওপর দিয়ে সকাল কিংবা অন্তগামী সূর্যের সঙ্গে তাল মিলিয়ে পথ চলা যেন স্নিগ্ধতায় শান্তির পথে হাঁটা আর গ্রীষ্মের ধু ধু বালি যেন অন্যরূপে ধরা দেয় এ চরে, অথবা জ্যোৎস্না রাতে, ভরা চাঁদের হাসিতে হারিয়ে যেতে ইচ্ছে করবে অসীমের মাঝে। মোটকথা, কোনো বিশেষণই যেন উপযুক্ত নয় এর জন্য। চমৎকার একটি স্থান ঘুরে বেড়ানোর জন্য।

বিষয়: বিবিধ

৮৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File