ফেরত আসছে হ্যাক হওয়া অর্থ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২০ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৩৪:০৫ দুপুর
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অংশের দেড় কোটি ডলার (১২০ কোটি টাকা) বাংলাদেশকে ফেরত দিচ্ছে ফিলিপাইন। ফিলিপাইনের রিজিওনাল ট্রায়াল কোর্ট শুনানি শেষে বাজেয়াপ্ত ও ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত ৪ দশমিক ৬৩ মিলিয়ন ডলার ও ৪৮৮ দশমিক ২৮ মিলিয়ন পেসো (সব মিলিয়ে প্রায় দেড় কোটি ডলার) বাংলাদেশের অনুকূলে অবমুক্ত করার আদেশ জারি করেছেন।ফিলিপাইনের সরকার বনাম কিম সিন অংয়ের মামলায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে ফিলিপাইনের ডিপার্টমেন্ট অব জাস্টিস। অর্থ আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ফিলিপাইনের সরকার ও ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক এ ব্যাপারে বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক ও ফিলিপাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। আশা করা যায় সম্পূর্ণ চুরি হওয়া অর্থ অচিরেই বাংলাদেশ আদায় হবে। এভাবে দেশের অর্থ দেশে ফিরে আসাতে দেশের মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে এবং দেশ সামনের দিকে আরও এগিয়ে যাচ্ছে।
বিষয়: বিবিধ
৬৯৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন