বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন মাত্রা

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৮ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:৪৪:১৭ দুপুর



কানাডা সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হয়। কানাডার প্রধানমন্ত্রী বাংলাদেশের জঙ্গিবিরোধী অবস্থান এবং জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে চলমান অভিযানের ভূয়সী প্রশংসা করেন। দু’দেশের প্রধানমন্ত্রী বাণিজ্য বৃদ্ধি এবং বিনিয়োগ ও গার্মেন্টস পণ্যের রপ্তানির মতো অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়। ৩০বছর পর এই প্রথমবারের মতো বাংলাদেশের কোনো নির্বাচিত প্রধানমন্ত্রী কানাডা সফর করছেন। প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশ ও কানাডার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কে একটি নতুন মাত্রা যোগ হলো। এছাড়া আলোচনার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত পাঠানোর উপায় খুঁজতে ঢাকা ও অটোয়া মতৈক্যে পৌঁছেছে। শেখ হাসিনা বাংলাদেশ সফরের জন্য জাস্টিন ট্রুডোকে আমন্ত্রণ জানান। কানাডার প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে তার এই আমন্ত্রণ গ্রহণ করেন।

বিষয়: বিবিধ

৬৫৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377668
১৮ সেপ্টেম্বর ২০১৬ বিকাল ০৪:০০
হতভাগা লিখেছেন : বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি নূর চৌধুরীকে ফেরত দিতে তো এতদিন খুব ধানাই পানাই করছে । দেখা যাক এবার সোজা আঙ্গুলে ঘি ওঠে কি না !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File