তাপমাত্রা কমাতে ‘সবুজ ঢাকা’
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:১৯:৫৬ দুপুর
রাজধানীতে নতুন নতুন সুউচ্চ ভবন গড়ে উঠছে। কোনো কোনো প্লটে দু-একটা গাছ থাকলেও তা কেটে ফেলা হচ্ছে। নতুন করে উদ্যান গড়ে উঠছে না। ফলে সবুজ প্রকৃতির ছোঁয়াও মিলছে না। দেশের অন্যান্য স্থানের তুলনায় ঢাকার তাপমাত্রা দিনে দিনে বাড়ছে। তাপমাত্রা বৃদ্ধির কবল থেকে রেহাই পেতে তাই মেয়র ‘সবুজ ঢাকা’ গড়ে তোলার ব্যপারে পদক্ষেপ নিচ্ছে। রাজধানীর তাপমাত্রা স্বাভাবিক রাখতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ‘গ্রিন ঢাকা’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। ‘ভবিষ্যৎ প্রজন্মকে নির্মল বাতাস উপহার দিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ‘গ্রিন ঢাকা’ প্রকল্প নামে একটি প্রকল্প গ্রহণ করেছে। ইতিমধ্যে অনেক বাড়ির মালিক ছাদ ও আঙিনায় নানা জাতের গাছের চারা রোপণ করেছেন। এ ছাড়া ডিসিসি দক্ষিণের প্রধান সড়কে মিডিয়ান ও ফুটওভারব্রিজে বিভিন্ন জাতের গাছ লাগানো হয়েছে। আগামী বছর রাজধানীর বড় বড় সড়কে বৃক্ষ রোপণ করা হবে। এর উদ্দেশ্য বৃক্ষায়ণ করে রাজধানীর তাপমাত্রা কমানো ও রাজধানীকে সুন্দর করে তোলা। গ্রিন ঢাকা প্রকল্পের মাধ্যমে রাজধানীর তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনা সম্ভব। নগরবাসীদের এ কাজে উৎসাহিত করতে হোল্ডিং করের ওপর ১০ শতাংশ রেয়াত ঘোষণা করেছে সরকার যা গ্রীন ঢাকা প্রকল্পের জন্য একটি টনিক হয়ে দাঁড়াবে।
বিষয়: বিবিধ
৭৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন