আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৪ সেপ্টেম্বর, ২০১৬, ০৩:২৪:৩৬ দুপুর
বেসরকারি খাতকে আরও বেগবান এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ‘বাংলাদেশ বিনিয়োগ বোর্ড’ ও ‘বাংলাদেশ বেসরকারিকরণ কমিশন’কে একীভূত করে সরকার ‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ’ বা বিডা নামে নতুন এই সংস্থাটির যাত্রা শুরু। বিডা’র নিজস্ব কার্যালয় না হওয়া পর্যন্ত রাজধানীর দিলকুশায় জীবনবীমা করপোরেশনে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড কার্যালয় এবং বাংলাদেশ সচিবালয়ের পশ্চিম পাশে জাতীয় প্রেসক্লাবের পেছনে পরিবহন পুল ভবনে বাংলাদেশ বেসরকারিকরণ কমিশনের যে কার্যালয় রয়েছে, সেখানেই আপাতত বিডা’র কার্যক্রম চলবে। এই দুটি ভবনেই বিডা’র সাইনবোর্ড লাগানো হয়েছে। সংস্থার ১৭ সদস্যের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান থাকবেন প্রধানমন্ত্রী। নতুন আইনের বলে গঠিত ‘বিডা’র মাধ্যমেই বেগবান ও আকৃষ্ট হবে বিনিয়োগ খাত।
বিষয়: বিবিধ
৯৫০ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন