মেইড ইন বাংলাদেশ মেশিন রফতানি হচ্ছে ভারতে

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৭ জুলাই, ২০১৬, ০৩:৪৮:৩২ দুপুর

বাংলাদেশের তৈরি মেশিন যাচ্ছে ভারতে। যশোর জেলায় ৩০০টি হালকা ও ভারী শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ২৫টি প্রতিষ্ঠান ভারী শিল্পপণ্য তৈরি করছে। এর মধ্যে রয়েছে পাথর, খোয়া ভাঙা মেশিন ও কৃষি কাজে ব্যবহৃত মেশিনারি। এসব শিল্প প্রতিষ্ঠানে বছরে হাজার কোটি টাকার পণ্য তৈরি হচ্ছে। আশরাফুল ইসলাম বাবু নামের এক ব্যক্তি ১৯৯২ সালে যশোর শহরে রিপন মেশিনারিজ নামে কৃষিতে প্রয়োজনীয় যন্ত্রাংশের ব্যবসা শুরু করে। ব্যবসা ভালো হলে ১৯৯৫ সালে রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ গড়ে তোলেন। বর্তমানে তার প্রতিষ্ঠানে তৈরি হচ্ছে স্টোন মিনি ক্রাশার, ইট ও পাথরভাঙা মেশিন, ইস্পলার, প্রেসার পুলি, লাইনার স্লট প্লেট, পানির পাম্প, শ্যালো ইঞ্জিনের মেশিনসহ বিভিন্ন যন্ত্র। এই প্রতিষ্ঠানের তৈরি পাথর ভাঙা মেশিন রফতানি হচ্ছে ভারতে। প্রতি মাসে তাদের তৈরি ১৫টি পাথরভাঙা মেশিন ভারতে রফতানি হচ্ছে। প্রতিটি মেশিনের দাম সাড়ে ৪ লাখ টাকা। এ ছাড়া দেশেও তাদের ইট ও পাথরভাঙা মেশিনের বাজার ভালো। শুধু রিপন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নয়, যশোরে বেশ কিছু হালকা ও ভারী প্রকৌশল শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যাদের পণ্য সারাদেশে ব্যবহার হচ্ছে। যশোরের ইঞ্জিনিয়ারিং শিল্প প্রতিষ্ঠানগুলি অনেক আগে থেকেই জাতীয় অর্থনীতিতে অবদান রেখে চলেছে। তাদের আরও বিকশিত হতে হলে আন্তর্জাতিক বাজার খুঁজে বের করতে হবে। কেননা উৎপাদিত পণ্যের পরিচিতি না থাকলে তা খুব বেশি এগোবে না। আর ব্যাংগুলোকে ভালো প্রতিষ্ঠানে এসএমই ঋণ দিতে হবে। যশোরের কারখানায় উৎপাদিত গাড়ির যন্ত্রাংশ সারাদেশে বিক্রি হচ্ছে। এগুলো মানসম্মত যন্ত্রাংশ, যা আগে বিদেশ থেকে আমদানি করা হতো। এখন গাড়ির মালিকরা তাদের যন্ত্রাংশ ব্যবহার করছেন। আরও উৎপাদিত হচ্ছে সরিষার তেল ভাঙানো মেশিন, বোতলজাতের জন্য ফিল্টার, টিউবওয়েল, বিচালিকাটা মেশিন ও অটো বাইকের পার্টস। চট্টগ্রাম থেকে জাহাজ ভাঙা কাঁচামাল হিসেবে কিনে এনে তা গলিয়ে পণ্য উৎপাদন করছেন, যা দেশের অর্থনীতিতে অবদান রাখছে।





বিষয়: বিবিধ

১৫৪৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375383
২৭ জুলাই ২০১৬ বিকাল ০৫:৪৭
হতভাগা লিখেছেন : এর বিমিময়ে দাদাবাবুরা আমাদেরকে কাশি সারানোর জন্য সিরাপ দিচ্ছেন।


375423
২৮ জুলাই ২০১৬ সকাল ০৫:৩০
রক্তলাল লিখেছেন : ঈগলের চোখে: তুই কবে ভারতে রফতানি হবি সেটা ক।

হাসিনা ইনুসহ সব ভাদারে ঐপারে চালান দিতে চাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File