আফ্রিকার সিয়েরা লিওনে যাচ্ছে বাংলাদেশের তৈরি পোশাক

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২২ জুলাই, ২০১৬, ০৩:৪৯:৪৬ দুপুর



বাংলাদেশী তৈরি পোশাকের চাহিদা এখন বিশ্বব্যাপি। ইউরোপ-আমেরিকা ছাড়িয়ে বাংলাদেশের পোশাকশিল্পের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আফ্রিকা। এ অঞ্চলের বিশাল বাজার ধরতে উদ্যোক্তাদের পাশাপাশি চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকারও। বাংলাদেশ সফররত সিয়েরালিওনের চার সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ থেকে পোশাক নেওয়ার আগ্রহ দেখিয়েছে । তাছাড়াও সিয়েরা লিওন প্রতিনিধিদলের সদস্যরা চীনের বিকল্প হিসেবে বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি নিট পণ্য আমদানি করার ইচ্ছা পোষণ করেছেন। বাংলাদেশ ও সিয়েরালিওনের মধ্যকার বাণিজ্য হার কম হলেও বর্তমানে দুই পক্ষের দিক থেকেই ইতিবাচক মনোভাব লক্ষ করা যাচ্ছে। ২০০২ সালে সিয়েরা লিওন বাংলা ভাষাকে সম্মানমূলক অফিসিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তা ছাড়া শান্তি মিশনের সফলতার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের নামে সেই দেশে একটি রাস্তার নামকরণ করা হয়েছে। বাংলাদেশের নিরবচ্ছিন্ন নৌবন্দর ব্যবস্থাপনার সুবিধা, কারখানায় অত্যাধুনিক পদ্ধতিতে উৎপাদনব্যবস্থা বাস্তবায়নের কথা বিবেচনায় নিয়ে সিয়েরালিওনের প্রতিনিধিরা চীনের বিকল্প হিসেবে বাংলাদেশ থেকে নিট পণ্য আমদানি করতে ইচ্ছা পোষণ করেন। সিয়েরালিওনে নিট পোশাক রপ্তানির জন্য প্রায় চার মিলিয়ন মার্কিন ডলার মূল্যের বাজার বিদ্যমান রয়েছে। এ ক্ষেত্রে শুল্ক কাঠামো রয়েছে প্রায় ২৪.১২ শতাংশ। বাংলাদেশ থেকে ব্যবসায়ীদের জন্য ভিসা প্রদানের ব্যবস্থা করা, ব্যাংকিং সুবিধা নিয়মিতকরণ ও শিথিলকরণের জন্য আলোচনা, বার্ষিক দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন করা ইত্যাদি স্বল্প মেয়াদে ব্যবস্থা গ্রহণ করা হলে দুই দেশের মধ্যে বাণিজ্য উদারীকরণ হবে। এ ছাড়া তিনি দুই দেশের মধ্যে ব্যাংকিং পদ্ধতি আরো কার্যকর করা এবং সহজ শর্তে দুই দেশের মধ্যকার নিট খাতের পণ্য রপ্তানিকরণের বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হলে পোশাক রপ্তানির সোনালী দুয়ার খুলে যাবে।

বিষয়: বিবিধ

১০৬৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375091
২২ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:১৩
হতভাগা লিখেছেন : বাংলাদেশে বিভিন্ন ভাবে কাহিনী ফেঁদে কুচক্রীরা হয়ত সফল হবে পশ্চিমাদের তাদের দেশ থেকে গার্মেন্টস কেনাবার জন্য ।

কিন্তু পোশাক শিল্পে বাংলাদেশের দাপটের অন্যতম বড় কারণ হচ্ছে এদেশের শ্রম বাজার খুব সস্তা , এটা পৃথিবীর কোন দেশেই পাওয়া যাবে না।
375094
২২ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৬:৩৭
সামছুল লিখেছেন : স্বাগতম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File