ইসলাম বাস্তব সম্মত একটি ইনসাফ ভিত্তিক ধর্ম
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১২ জুলাই, ২০১৬, ০৬:১৪:৪৯ সন্ধ্যা
সম্প্রতি বাংলাদেশসহ বিশ্বের কতিপয় দেশে জঙ্গিবাদ একটি বার্নিং ইস্যুতে পরিণত হয়েছে। ইসলামের বিরুদ্ধে কিছু মহলের ষড়যন্ত্রের কারণেই এই নব্য জঙ্গিবাদের উত্থান। তারা ইসলামকে কলঙ্কিত করতে, সত্যিকার ইসলামপন্থি, ইসলাম প্রচারক ও ইসলামী আন্দোলনকারীদের বিতর্কিত করতে জঙ্গিবাদকে ব্যবহার করছে। অন্যদিকে ইসলামী দেশগুলোর আর্থ-সামাজিক উন্নতির পথ রোধ করতে এবং এসব দেশে তাদের সামরিক আধিপত্য বিস্তারের লক্ষ্যে একে কাজে লাগাচ্ছে। তারা তাদের উদ্দেশ্য হাসিলের জন্য কিছু বিভ্রান্ত মুসলিমকে বেছে নিয়েছে। তাদেরকে দিয়ে জঙ্গিবাদের বিভিন্ন কর্মকান্ড ঘটাচ্ছে, এ সকল মুসলিম বুঝে হোক না বুঝে হোক তাদের ফাঁদে পা দিয়েছে। অথচ এদের অনুধাবন করা উচিত ছিল ইসলাম কখনো বোমাবাজি, হত্যা, গুপ্তহত্যা, আত্মঘাতী হামলাসহ কোন ধরনের অরাজকতা সমর্থন করে না। ষড়যন্ত্রের কারণে হোক কিংবা অন্য কোন কারণে হোক যারাই এই পথে পা বাড়িয়েছে তারা জঘন্যতম অপরাধে জড়িত হয়েছে এবং ফিতনা-ফাসাদে লিপ্ত হয়েছে। ইসলাম আবেগ বর্জিত বাস্তব সম্মত একটি ইনসাফ ভিত্তিক ধর্ম। যেখানে এক্সট্রিমলজির কোন স্থান নেই। ইসলাম সব কিছুর একটি সীমা রেখা করে দিয়েছে এবং এই সীমা লঙ্ঘন না করতে বার বার সতর্ক করে দিয়েছে। দ্বীনের ব্যাপারে যেমন গাফেলদের সতর্ক করা হয়েছে তেমনি ভাবে সতর্ক করা হয়েছে চরমপন্থিদের। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি গাফেল এবং চরমপন্থিদের সংখ্যা এতই বেড়েছে যে মধ্যমপন্থীদের অবস্থান নড়বড়ে।অতি সম্প্রতি বাংলাদেশে জঙ্গি হামলার পর আই,এস এবার মদিনায় জঙ্গি হামলা করলো।জঙ্গিরা এটাই প্রমাণ করলো যে তাদের কোন ধর্ম নেই। তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্যই সারা বিশ্বে হামলা চালাচ্ছে। মুসলমানের সাইনবোর্ড ব্যবহার করে কিন্তু তারা প্রকৃত মুসলমান নয় তাদের ধর্ম হলো জঙ্গি। যারা আল্লাহর প্রেরিত রাসূলের জন্ম ভূমিতে হামলা করতে পারে তারা মুসলমান হতে পারে না। তারা ইসলামের দূশমন মুসলমানের দূশমন পুরো মানব জাতির দূশমন। ইসলাম শান্তির ধর্ম ইসলাম কোন হত্যা কান্ডকে সমর্থন করে না।
বিষয়: বিবিধ
৯৫৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিন্তু পিস টিভি বন্ধ করলো কেন ?
মন্তব্য করতে লগইন করুন