নাজুক দেশের তালিকায় বাংলাদেশের অবস্থার উন্নতি

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১১ জুলাই, ২০১৬, ০৩:৪০:১৪ দুপুর



যুক্তরাষ্ট্রের বেসরকারি গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠান দ্য ফান্ড ফর পিস এর ‘নাজুক দেশের তালিকায়’ বাংলাদেশের অবস্থার উন্নতি হয়েছে।বিশ্বের ১৭৮টি দেশ নিয়ে সংস্থাটির করা এই তালিকায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত, শ্রীলঙ্কা, ভুটান এবং আফগানিস্তানের উন্নতি হয়েছে; অবনতি হয়েছে পাকিস্তান, মিয়ানমার এবং নেপালের। অপরিবর্তিত রয়েছে মালদ্বীপের অবস্থান। যুদ্ধ, শান্তি চুক্তি, প্রাকৃতিক দুর্যোগ ও রাজনৈতিক আন্দোলন কীভাবে কোনো দেশকে স্থিতিশীলতার দিকে বা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় তা বিশ্লেষণে ১২ বছর ধরে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকসহ ১২টি সূচকের ভিত্তিতে এই তালিকা করে আসছে ওয়াশিংটনভিত্তিক সংস্থাটি। এতে সবচেয়ে নাজুক দেশের নাম রাখা হয় সবার উপরে। এবারের তালিকায় সবচেয়ে নাজুক দেশ সোমালিয়া গতবার ছিল দ্বিতীয় স্থানে। আর সবচেয়ে ‘টেকসই দেশ’ এবারও ফিনল্যান্ড। ২০১৫ সালের নাজুক দেশের তালিকার এক নম্বরে থাকা সাউথ সুদান এবারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। নতুন তালিকায় সিরিয়ার অবস্থান ৬ নম্বরে; গতবার ছিল ৯ নম্বরে। নতুন তালিকায় আফগানিস্তানের অবস্থান ৯ নম্বরে; গতবার ছিল ৮ নম্বরে। পাকিস্তানের অবস্থান ছিল ১৪ নম্বর। এবার তাদের অবস্থান ১৩ নম্বরে। বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভালো করেছে শ্রীলঙ্কা। গতবার দেশটির অবস্থান ছিল ৩৪ নম্বরে; এবার ৪৩ নম্বরে। গতবার মিয়ানমার ছিল ২৭ নম্বরে; এবার ২৬ নম্বরে। নেপালের এবারের অবস্থান ৩৩ নম্বরে; গতবার ছিল ৩৬ নম্বরে। নতুন তালিকায় ভারতের অবস্থান ৭০ নম্বরে; গতবার ছিল ৬৮ নম্বরে। তালিকায় ভুটানের অবস্থান ৭৮ নম্বরে; গতবার ছিল ৭৪ নম্বরে। তালিকায় গতবারের মতো এবারও ৯১ নম্বরে রয়েছে মালদ্বীপ।

বিষয়: আন্তর্জাতিক

৭৯৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

374376
১১ জুলাই ২০১৬ দুপুর ০৩:৫৫
হতভাগা লিখেছেন :
374388
১১ জুলাই ২০১৬ সন্ধ্যা ০৭:২৭
আনিসুর রহমান লিখেছেন : Present fascist regime of Bangladesh are a great threat for the world because the regime harbor terrorist

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File