সোস্যাল মিডিয়ার অপব্যবহার
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০৯ জুলাই, ২০১৬, ০৫:৩৪:০৫ বিকাল

বর্তমান যুগে সোস্যাল মিডিয়া দেশে যুগান্তকারী বিপ্লব এনে দিয়েছে তাতে কোন সন্দেহ নেই। এর মাধ্যমে আমরা জগতের অনেক কিছুই জানতে পারছি। যে বিপ্লবে facebook whatsapp twitter এ আমরা একেক জন সৈনিক হিসেবে নিজেদের উৎসর্গ করে দিয়েছি। কিছু সংখ্যক দুষ্টু প্রকৃতির লোক তাদের নিজেদের মনোস্কামনা চরিতার্থ করতে তিলকে তাল, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে এখানে প্রচার করছে যা আদৌ ঠিক নয়। সঠিক তথ্য জানার জন্যই আমরা এই সকল মিডিয়ার দিকে চেয়ে থাকি। কিন্তু কেউ যদি সেটাকে ভিন্ন পথে চালিত করে তাহলে যে উদ্দেশ্য ওগুলো আবিস্কার হয়েছিল তা সম্পূর্ণই বিধ্বস্ত হবে। বিফলে যাবে আবিস্কারের স্বার্থকতা। তাই ঐ সকল ব্যক্তিদের উদ্দেশ্যে আমার অনুরোধ জগতের উন্নয়ন না করতে পারলেও এমন কোন মিথ্যা তথ্য এসকল মিডিয়াতে প্রকাশ করবেন না যাতে এসকল মিডিয়া আবিস্কারের স্বার্থকতা ভেস্তে যায়।
বিষয়: বিবিধ
৯৮০ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
ফ্যাসিস্ট ভারতের গোলাম সরকারের মিথ্যুক, পৈশাচিকতার প্রচারক শয়তান আসছে সোশাল মিডয়া শেখাতে!
তোরে আমরা চিনি!
মন্তব্য করতে লগইন করুন