দক্ষ মানবসম্পদ সূচকে ১০৪ তম অবস্থানে বাংলাদেশ
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০২ জুলাই, ২০১৬, ০৩:২৬:০৩ দুপুর
দক্ষ মানবসম্পদ সূচকের দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতসহ কয়েকটি দেশের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। জেনেভাভিত্তিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডাব্লিউইএফ) হিউম্যান ক্যাপিটাল ইনডেক্সে ২০১৬ (মানবসম্পদ সূচক) প্রকাশ করে। এতে ১৩০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৪তম। বাংলাদেশ পেয়েছে ৫৭ দশমিক ৮৪ পয়েন্ট। আর ভারতের অবস্থান ১০৫তম। গত বছরের তালিকায় বিশ্বের ১২৪ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৯৯তম স্থানে। ওই বছর বাংলাদেশের স্কোর ছিল ৫৭.৬২ পয়েন্ট। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারত, নেপাল ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে বাংলাদেশ। প্রতিবেদনে দেখা যায়, ১৪ বছর পর্যন্ত বা শিশু শিক্ষার হারের দিক থেকে কিছুটা এগিয়ে রয়েছে বাংলাদেশ। এতে বাংলাদেশের অবস্থান ৮৭তম ও প্রাপ্ত স্কোর ৭৭.৮৮। আর ১৫ থেকে ২৪ বছর বয়সী কিশোর শিক্ষার হারের দিক থেকে বাংলাদেশের অবস্থান ৯৯তম, প্রাপ্ত স্কোর ৫৮.১৬। ২৫ থেকে ৫৪ বছর বয়সীদের মধ্যে শিক্ষায় সাফল্যে বাংলাদেশের অবস্থান ১২২তম। প্রাপ্ত স্কোর ৪৭.২১ পয়েন্ট। মানবসম্পদ সূচকে বাংলাদেশের উন্নতিতে অবাক আজ বিশ্ব।
বিষয়: বিবিধ
৯২৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন