আর্জেন্টাইনদের প্রতিশোধ ও আক্ষেপ ঘোচানোর ম্যাচ

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ২৫ জুন, ২০১৬, ০৩:০৮:৫৩ দুপুর



কোপা আমেরিকার ফাইনালে কি খেলা হচ্ছে না দি মারিয়ার? ইনজুরি থেকে সেরে ওঠার পথেই আবার ইনজুরিতে পড়েছেন তিনি। ২৭ জুনের ফাইনালে তার খেলা তাই আবার অনিশ্চিত হয়ে পড়েছে। তাতে কি এসে যায়। এক ঝাঁক তরুন নিয়ে গড়া দলটি এবার শিরোপা জেতার জন্য মরণ কামড় দেয়ার জন্য প্রস্তুত। বছর খানেক আগে ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-চিলি। এবারও তারা তাদের প্রতিপক্ষ। এবারের ম্যাচটি চিলির শিরোপা ধরে রাখার মিশন, অপরদিকে আর্জেন্টাইনদের প্রতিশোধ ও ২৩ বছরের আক্ষেপ ঘোচানোর ম্যাচ।নিজেদের সেরাটা ঢেলে দিয়ে কোপার শিরোপায় চুমু আঁকতে এখন প্রস্তত মেসির দল। বাংলাদেশ সময় আগামী সোমবার সকালে শিরোপা নির্ধারণী ম্যাচ গড়াবে নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে। এদিকে আর্জেন্টিনা হেরে গেলে মেসিদের আর দেশে ফেরার দরকার নেই বলে মন্তব্য করেছেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা। শেষ পর্যন্ত যে কি হয়, তাই এখন দেখার অপেক্ষা।



বিষয়: বিবিধ

৯০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File